এবিবি - ফান প্রশ্ন - ৬৩ || ছেলেরা কেন মেয়েদের মত এত বেশি ভালোবাসতে পারেনা?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ছেলেরা কেন মেয়েদের মত এত বেশি ভালোবাসতে পারেনা?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি কোন কথা বলতে চাইনা ফাইট লেগে যাবে, শুধু শুনতে চাই। জাস্ট মজা করার জন্য এই প্রশ্নটা করেছি, কেউ সিরিয়াসলি নিবেন না প্লিজ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মেয়েদের মন অনেক বড়, তাই তাদের মনে ভালোবাসা অনেক বেশি! এছাড়াও তারা স্টার জলসা, জি বাংলা এবং সংগীত বাংলার মত চ্যানেলে গান এবং নাটকের সিরিয়াল বেশি দেখে তাই তাদের মনে ভালোবাসা উচলে উচলে পরে😅 কিন্তু অপরদিকে ছেলেদের মন বেশি বড় না হওয়ায় তারা মেয়েদের মতো বেশি ভালোবাসতে পারে না । 😛
অনেক ভালো ছিল আপনার কমেন্টসটি।
মেয়েদের মন নরম কোমল মনে অধিকারী।আর মন প্রাণ উজার করে ভালোবাসতে জানে শুধু মেয়েরা।ছেলেদের তো এত বড় উদার মন মনে কি ভাবে ভালোবাসতে হয় তা জানে না।
একদম ঠিক বলেছেন আপু।
কত গুলো বসন্ত পার হয়ে গেল , মাথার চুল গুলো পেঁকে যাচ্ছে , তাই ভালোবাসা ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না । কেমনে বুঝবো কে কাকে বেশি ভালোবাসে বা কম ।
সব মাথার উপর দিয়ে যায় ।
এ কারণেই চুল তাড়াতাড়ি পাকতে শুরু করেছে হা হা হা।
আহারে জেনে খুবই কষ্ট লাগলো এখনো বুঝতে পারলেন না ভালোবাসাল আসল রহস্য।
ছেলেদের হৃদয় প্রকৃতি ভাবে সৃষ্টি করা কঠিন করে পাঠায়। আর কোন পুরুষই এই কঠিন হৃদয় নিয়ে মেয়েদের মত এত বিশাল ভাবে ভালবাসতে জানে না। আর মেয়েরা মায়ের জাত ,তাই মেয়েদের মত এত বিশাল ভালোবাসার হৃদয় ছেলেরা পাবে কোথায়?
একদম ঠিক।
মেয়েরা ভালোবাসায় পাঁকা, তারা অনেক ছেলেকেই একসাথে বেশি ভালোবাসতে পারে। যা কারণে মেয়েদের ভালোবাসার অভিজ্ঞতাও বেশি থাকে।কিন্তু ছেলেরা কম ভালোবাসতে পারে কারণ ছেলেরা মন দিয়ে এক জনকেই ভালবাসে।।।
একাধিক ভালোবাসা ছেলেরাই বাসে মেয়েরা নয়।যখন দুজন দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় তখন ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ভালবাসে এটি বুঝিয়েছি। প্রশ্নটি আগে ভালোভাবে বুঝতে হয়, তারপরে আনসার করতে হয়। দেখুন কিভাবে হাফিজ ভাই, শুভ ভাই, সিয়াম ভাই এবং আরো অনেকেই বুঝে ঠিকভাবে কমেন্টস করেছেন।
এটা একেবারেই ভিত্তিহীন কথা আপু। ইতিহাস সাক্ষী ভালোবেসে ব্যর্থ হয়ে আজ পযর্ন্ত কোনো মেয়ে অবিবাহিত থাকেনি, মানসিক ভারসাম্য হারিয়েছি এমনটাও দেখা যায় নি। কিন্তু ইতিহাসে অসংখ্য ঘটনা আছে যেখানে ভালোবেসে ছেলেদের এইরকম পরিণতি হয়েছে। তাই আমি বলব মেয়েরা না ছেলেরাই বেশি ভালোবাসতে পারে।।
কারন মেয়েদের হৃদয় সুবিশাল ,মন পাহাড় সমান তাই এত বেশি ভালোবাসতে পারে কিন্তু ছেলেরা সবকিছুতেই কিপ্টা ,টাকা ব্যয় করতে ও যেমন হিসাব করে তেমনি ভালোবাসার আগেও হিসাব করে ভালোবাসে এইজন্য মেয়েদের মতন ভালোবাসতে পারে না।
মেয়েদের মন অনেক বড়। তাই তারা একসাথে অনেক বেশি ভালোবাসতে পারে। কিন্তু ছেলেদের মন ছোট যার কারণে একজনকেই ভালোবেসে যায়। তাই মেয়েরা ভালোবাসতে পারে বেশি।হাহাহা।
ঠিক বলেছেন ভাই,🤣🤣🤣🫣
প্রশ্নটা ভালোভাবে বুঝে তারপরে আনসার করতে হয়।যখন দুজন দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় তখন ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ভালবাসে এটি বুঝিয়েছি।
আমি তো মজা করে বলেছি,,,এটা শুধু মজা করেই বলেছিলাম।
মেয়েদের মন অনেক গুলো তাই মেয়েরা অনেক ভালোবাসতে পারে ৷ আর ছেলেদের মন একটাই , তাই ছেলেরা একজনকেই ভালোবাসে , দ্বিতীয় জনকে ভালোবাসার মতো মন থাকে না ৷ মেয়েরা অনেক ভালোবাসতে পারে অনেক জনকে একসাথে ৷
একাধিক ভালোবাসা ছেলেরাই বাসে মেয়েরা নয়।যখন দুজন দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় তখন ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ভালবাসে এটি বুঝিয়েছি।