আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তোমার কারনে হৃদয়ের
কল্পনায় ভাসে যত স্বপ্ন
তোমার কারনে হৃদয়ের
সীমানায় আসে যত গল্প।
তোমার কারনে হৃদয়ের
অনুভূতি বাজায় প্রেমের সূর
তোমার কারনে হৃদয়ের
আবেগ মাতায় মনের সুখ।
লেখক
লেখক এর অনুভূতি:
কারো কারনে কিংবা কারো মায়ায় হৃদয় যেমন চঞ্চল থাকে ঠিক তেমনি মনের গভীরে স্পন্দনও জাগ্রত থাকে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমি আমার বসতবাড়ি
তোমার বাগানে আমি রোজ ফুঁটি
তুমি আমার বসতবাড়ি
কখনো শিউলি কখনো হই গোলাপের জুটি।
তুমি আমার বসতবাড়ি
তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন আঁকি
তুমি আমার বসতবাড়ি
তুমি আমার হৃদয় আঙিনার কলি।
তোমার কারণে হৃদয়ের বালুচরে,
বৃষ্টির আগমন হয়।
তোমার কারণে স্বপ্নের বেড়াজালে,
সুতোর বাঁধন আরো দৃঢ় হয়।
তোমার কারণে হৃদয়ের
নদীতে ঢেউ উঠে বারেবার।
তোমার কারণে হৃদয়ের
ঝর্ণার ধারা পথ বদলায়।
তোমার কারনে হৃদয়ের
সব আবেগ আজ সচল
তোমার কারনে হৃদয়ের
সুখগুলো ডানা মেলে প্রবল।
তোমার কারনে হৃদয়ের
কোনায় এসেছে শান্তির শীতলতা
তোমার কারনে হৃদয়ের
সুখানুভূতির ভীষণ তীব্র ব্যাকুলতা।
তোমার কারনে মনের অতল সমুদ্রে
উঠে প্রেমের ঢেউ,
তোমাকে দেখলে প্রাণের তৃপ্তিতে
মনে হয় আপন কেউ।
তোমার কারণে তারাদের দেশে
যতসব বাধাহীন খুনসুটি
তোমার কারণে আমার শিরা উপশিরায়
লোহিত রক্তকণিকা এলোমেলো ছোটাছুটি।
তোমার কারণে হৃদয়ে বাজে
অগ্নিবীণার সুর
তোমার জন্য বুনেছি স্বপ্ন
ভবিষ্যতে অদূর
তোমার জন্য তপ্ত রৌদ্রের
শান্ত শীতল অনুভূতি
তোমার জন্যই এত যাতনাতে
মোর অভিসারে আকুতি
তোমার কারনে চন্দ্র সূর্য
মোর জীবন উজ্জ্বল
তোমার কারণে মরু জীবনে
অবিশ্রান্ত বর্ষণ অবিচল।
তোমার কারনে হৃদয়ের
আকাশে উঠে রঙিন রংধনু।
তোমার কারনে হৃদয়ের
ভালোবাসা জাগে এক বিন্দু।
তোমার কারনে হৃদয়ের
দুঃখের মাঝে সুখ খুঁজে পাই।
তোমার কারনে হৃদয়ের
আঙিনায় আনন্দের ঝড় দেখতে পাই।
তোমার কারনে হৃদয়ের
স্পর্শকাতর অনুভূতির ছোঁয়া।
তোমার কারনে হৃদয়ের
গভীরে জন্মায় ভালোবাসার মায়া।
তোমার কারনে রাত্রির আকাশে
তারা গুলো হাসে
তোমার কারনে জোৎস্না রাতে
মাতাল হাওয়া বহে।।
তোমার কারনে ভালোবাসা গুলো আজ
বেধেঁছে হৃদয়ে বন্ধন
তোমার কারনে মনের গভীরে
ভালোবাসা করে উথাল পাতাল।।
তোমার স্বপ্নে বিভোর হৃদয়
বইছে মাতাল হওয়া
ক্ষণে ক্ষণে এই হৃদয়ে
তোমার আসা যাওয়া।
স্বপ্নে এসে দেখা দিয়ে যাও
সুখ খুঁজে পাই অল্প
অপূর্ণই থেকে যায় যেনো
আমাদের ভালোবাসার গল্প।
হৃদয়ে জমা ভালোবাসা
শুধু তোমার জন্য
প্রিয় তুমি আমার জীবনে অনন্য।
হৃদয় মাঝে মাতাল হাওয়া
হয়নি তবু তোমায় পাওয়া।
অনুভূতিগুলো প্রেমের সুরে
হৃদয় মাঝে বাজে
শুধু তোমায় পেতে চায় হৃদয়
সকাল দুপুর সাজে।
তোমার কারনে স্বপ্ন দেখি,
তোমার জন্য রং মাখি।
তোমার দেখানো পথে চলি,
তোমাকেই খুঁজি ফিরি।
তুমি আমার চাঁদের আলো,
আঁধার রাতের জ্যোৎস্না।
তোমার কারনে হবে ভোর,
কেটে যাবে রাত্রি প্রহর।
তোমার কারনে চঞ্চল মন,
হয়েছে আজ উচ্ছল।
তোমার কারনে আমার হৃদয়,
সদায় থাকে আনন্দময়।
তোমার কারনে দিন-রাত
জানি না কখন কাটে।
তোমার কারনে হ্রদয়ে আমার
ভায়োলিন সুর বাজে।
তোমার কারনে বসে বসে
প্রতীক্ষার প্রহর গুনি।
আসবে কাছে বলবে কথা
মিষ্টি মধুর গানে।