আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -৪৩
আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।
আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।
আজকের বিষয়ঃ
প্রেম নিয়ে মজার কোন কৌতুক বা হাসির অনু গল্প।
বিষয় নির্বাচনকারীঃ
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
- কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
- এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মেডিক্যালে পড়া এক ছাত্রীকে এক পাগল প্রেমিক
প্রেমপত্র দিল নিজের রক্ত দিয়ে লিখে। আর বলল
"অবশ্যই জবাব দিও"
সে পরেরদিন জবাব দিল
.
.
.
.
.
.
"তোমার ব্লাড গ্রুপ এ পজেটিভ আর
তোমার রক্তে ক্যালসিয়ামের ঘাটতি আছে।
কচু শাক বেশি করে খাবে!"
হাহাহা। বেচারা।
☺️☺️
প্রেম তুমি আমাকে করেছো দিওয়ানা
আমার জীবন টা তুমি করেছো তেনা তেনা
তোমার সাথে আমি আর রইবো না
এই যন্ত্রণা আর সইবো না।
আমি খুঁজে নিবো অন্য কাউকে
বেশি দিন একজনকে এত ভালো লাগেনা,
তাই আজ থেকে বন্ধ তোমার আমার লেনাদেনা
ব্রেকআপ তোমার সাথে দেখা আর হবেনা।
যারা বহুজনকে ভালবাসে
তারা বিশ্ব প্রেমিক,
যারা একজনকে ভালবাসে তারা
হতাশ প্রেমিক,
যারা প্রেমে ছ্যাকা খাই
তারা মাতাল প্রেমিক,
আহা কতো রকমের প্রেমিক 😆
বুঝতে পারার জন্য ধন্যবাদ হা হা হা।
এক কৃপণ ছেলের সঙ্গে এক কৃপণ মেয়ের প্রেম চলছে। একদিন রাতে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে আসতে বলল তার বাসায়।
মেয়ে: সবাই ঘুমিয়ে পড়লে আমি উপর থেকে একটা কয়েন ফেলবো। তুমি কয়েনের শব্দ পেলে চুপিচুপি উপরে চলে আসবে।
কথামতো রাতে সবাই ঘুমিয়ে পড়লে মেয়েটি নিচে কয়েন ফেললো। কয়েন পড়ার ঝনঝন শব্দ হলো। কিন্তু বয়ফ্রেন্ডের আসার আর নাম নেই। প্রায় এক ঘণ্টা পরে চুপিচুপি বয়ফ্রেন্ডের আগমন।
মেয়ে: কী ব্যাপার? এতক্ষণ লাগালে যে? কয়েন ফেলার শব্দ পাওনি?
ছেলে: পেয়েছি তো, কিন্তু অন্ধকারে কয়েনটা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেলো।
মেয়ে: আরে ধুর, আমি কি অত বোকা? কয়েনটা তো আমি সুতো দিয়ে বেঁধে নিচে ফেলে আবার উপরে তুলে নিয়েছি!
নাহ এ প্রেমিক দিয়ে কাজ হবেনা। 😅
প্রেমিকার কাছে না যেয়ে কয়েন খুঁজার ধান্দাই লেগে গেলো। ছেলেরা এমনিতেই কৃপণ হা হা হা😂😆
মেয়েরাও কম কিসের আপু,একটা কয়েন নিচে ফেলে তা আবার সুতা বেঁধে নিজের কাছে নিয়ে যায়।
আগের যুগে মানুষ প্রেমে পড়লে দিওয়ানা হতো, আর বর্তমানে প্রেমে পড়লে মানুষ তোতলা হয় যেমন:-
আমাল বাবুতা কি কলে,আমাল সোনা পাখিতা লাক কলেছে,অলে বাবালে আমাল বাবুতা কত সুন্দল,হা হা হা।😅😅😅
তাদের দেখলে মনেহয় তারা পৃথিবীতে নতুন। 😂
জী ভাইয়া তাদেরকে মাঝে মাঝে এলিয়েন মনে হয়,হা হা হা।😂
রোকন সাহেব এবং জরিনা বেগম স্বামী-স্ত্রী। দুজনের মধ্যে কিছুতেই বনিবনা হচ্ছে না। দিনরাত ঝগড়া লেগেই থাকে। তারা গেছেন একজন পরামর্শকের কাছে। সব শুনে পরামর্শক রোকন সাহেবকে বললেন, ‘আপনাদের সমস্যাটা বুঝতে পেরেছি। শুনুন, আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচ কিলোমিটার হাঁটবেন।’
এক সপ্তাহ পর রোকন সাহেবকে ফোন করলেন পরামর্শক।
পরামর্শক: কী খবর রোকন সাহেব, আছেন কেমন?
রোকন সাহেব: আমি তো খুবই ভালো আছি! আপনার পরামর্শ কাজে লেগেছে।
পরামর্শক: বাহ! আপনার স্ত্রী কেমন আছেন?
রোকন সাহেব: কী করে বলব? আমি তো বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে আছি!
হাহাহা।। বেচারা মুক্তি পেয়েছে।
তবে এখানে প্রেম খুঁজে পেলুম না। 🤓
প্রেমিক প্রেমিকা বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে কাজী অফিসে যাচ্ছিল। পথে অ্যাক্সিডেন্টে তারা মারা গেল।
বেহেশতে প্রবেশ করার সময় প্রেমিক দারোয়ানকে বলল, আচ্ছা ভিতরে গেলে আমরা বিয়ে করতে পারব তো?
দারোয়ান বলল, তোমরা বসো, আমি ভিতর থেকে জেনে আসি।
দারোয়ান ফিরে এল ছয় মাস পর। বললো, হ্যাঁ তোমরা বিয়ে করতে পারবে।
প্রেমিকা তখন জানতে চাইলো, কিছুদিন পর আমাদের যদি ভালো না লাগে তা হলে আমরা ডিভোর্স করতে পারব তো?
দারোয়ান বললো, এক কাজী খুঁজতেই লাগল ছয় মাস! উকিলকে খুঁজে পেতে কত মাস লাগবে তার কি ঠিক আছে?
এ আবার কেমন বেহেশত 🤓
স্বপ্নের ভাই। হা হা।
দুষ্ট হাতে দিলাম SMS মিষ্টি হাতে নিও, ভালো যদি না লাগে ডিলিট করে দিও, ইতি দিয়ে শেষ করলাম স্রতি দিয়ে রেখো, আমার কথা মনে পড়লে SMS টা দেখো।