এবিবি-ফান প্রশ্ন-০৬ || মানুষ কেন বিয়ে করে ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মানুষ কেন বিয়ে করে ?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কিছু যন্ত্রণা ভোগ করার জন্য।😆আর সারাজীবন কাপড় ধোয়ার মতো একে অন্যকে পিটিয়ে ইস্পাত তৈরি করতে। 🤣
ওরে বাবা বলেন কি?
🤪
ছেলেরা বিয়ে করে বিনা বেতনে একটা কাজের বুয়া পাওয়ার জন্য। আর মেয়েরা বিয়ে করে সারা জীবন নিশ্চিন্তে একজনের ঘাড়ে বসে খাওয়ার জন্য।দুইজনের টাই মজার তাই না??
হাহাহা। খুব মজা 😁
হুম, যুক্তি আছে কথায়, তা বসে বসে খাওয়া কেমন চলছে? হা হা হা
বসে খাই নারে ভাই কাজ করে খাই।
খাল না কাটলে কুমির আসবে কি করে। 😅😅
আপনি অবশ্য ঠিক কথা বলেছেন ভাই। মূলত খাল কেটে অশান্তি নিয়ে আসার জন্য মানুষ বিয়ে করে
বাহ্ জোস তো 🤭
খাল কাটার মজাই আলাদা, হা হা হা
আমার তো মনে হয় মেয়েরা বিয়ে করে সাজুগুজু করার জন্য,আর ফটোগ্রাফার দিয়ে ছবি তোলার জন্য😉।সাথে তো ভালো ভালো খাওয়া আসেই।আরো আছে জামাইয়ের পকেট মারতে😉😉।আর ছেলেরা বিয়ে করে নতুন একটা বেড়াতে যাওয়ার জায়গা হয়,শশুর বাড়ি মানেই তো মধুর হাড়ি।সাথে বোনাস হিসাবে নিজের কাপড় চোপড় ধৌয়া রান্না বান্না করা বিনা খরচায় মানুষ পেয়ে যায় এই আরকি।
হুম ভালো হলেও মনে ভালো কিছু আসবে
বুঝলাম না অপমান করলেন নাকি প্রশংসা করলেন😉😉
হিহিহি 😁
হাঁসিয়েন আমি তো বিয়ে করছি শুধুমাএ পাল্লারে সাজুগজু করার জন্য। ইশ যদি আর অপশন থাকতো,তাহলে আবার সাঁজতে পারতাম🤪🤪
বিয়ে বার্ষিকী উপলক্ষে আবার সাজু গজু করেন আপু 😄😄
বিয়ে না করলে কি আর হানিমুনে যেতে পারতো, বউ নিয়ে হানিমুনে গিয়ে সমুদ্রের পানিতে যদি ঝাপাঝাপি নাই করা হয় তাহলেতো জীবনটাই বৃথা ।আর এই গরমের ভিতরে বিয়ে না করলে বউ নিয়ে সমুদ্রের পানিতে ঝাপানোর একটা সুযোগ মিস হয়ে যেত।তাই মানুষ বিয়ে করে।
ধুর, আমার তো সবই বৃথা গেলো তাহলে, বিয়ের পর তো পানিতে ঝাপাঝাপি করি নাই, বউ সাঁতার জানে না, এখন আমার কি হবে?
হায় হায় কি বলেন এতবড় মিস মেনে নেওয়া যায় না।আমিও সাঁতার পারি না কিন্তু ঝাপঝাঁপি করেছি ও পানিও খেয়েছি এটাই মজা।
তাহলে সমুদ্রের পানিতে ঝাপাঝাপি করার জন্যে হলেও সিঙ্গেলদের বিয়ে করা উচিত। 😆
ঠিক ঠিক
মানুষ বিয়ে করে কারণ,,,, সুখে থাকতে ভূতে কিলায়।
কি যে কও!!
সুখে থাকতে ভুতে কিলায় তাই😕
ছেলেরা এটা জানার পরেও ভুতের কিল খেতে যায়। 😅
কথায় আছে পিরিতের পেত্নী ও ভালো, তাই জানাসত্ত্বেও সেই পেত্নীর কাছেই যেতে চায় মন 😁😂
যখন শরীরে বেশি তেল হয়ে যায়😎
দাদা,তাহলে কি এখন ও শরীরে তেল হয়নি আপনার🤪
দুষ্টু কোথাকার......
এইডা মজার ছিলো, তেল কমাতে বউ লাগে হা হা হা হা
ঠিক ঠিক , আমি কিছু দেখি নি , আমি কিছু শুনি নি ।
ঝগড়াটা বৈধ করার জন্য, হি হি হি
বৈধ ঝগড়া। 🤣🤣🤣
তারমানে বিয়ের আগে আমরা অবৈধ ঝগড়া করি 😆
একদমই, সেটা পুরোটাই অবৈধ ভাই।
আপনি যে বেশ ঝগড়াটা তা জানতাম,তবে এত বেশি যে তা জানতাম না।কি সাংঘাতিক, ঝগড়া করার জন্য বিয়ে করে নিয়েছেন🤪🤪।
হুম বুঝেন না ক্যা, একা একা কি ঝগড়া করা যায়।
বিয়া যে কত্ত মজা গো😄
খালি খাওন আর খাওন 😛
বাকিটা পাতিহাস 😍
হে অনেক স্বাদের।