এবিবি ফান প্রশ্ন- ২৬১ | সুখ বলতে আপনারা কি বোঝেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সুখ বলতে আপনারা কি বোঝেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কারো বিয়েতে জমিয়ে খাওয়া দাওয়া। হাঃ হাঃ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সুখ মানে তো সময়োপযোগী অনেকগুলো সংজ্ঞা হতে পারে। তবে বর্তমানে সুখ মানে এস,বি,ডি ১০০% পে আউট চালু থাকা।🤣🤣
হবে ভাই! ধীরে ধীরে শুরু হয়েই গেছে
জি দাদা।
🤣🤣🤣
সময়োপযোগী মনের কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আসলেই ভাই মনের কথাগুলো বলেছেন। এসবিডি চালু হলে তো সেই মজা হবে।
সকাল সকাল বাথরুমের সামনে মেসের পোলাপাইন এর লম্বা লাইন পাড়ি দিয়ে,চূড়ান্ত সময়ে টয়লেটে গিয়ে প্রকৃতির ডাকে সারা দেওয়ার পর যে অনুভূতি টা হয় তাকে সুখ বলে।
ইসসস। হাঃ হাঃ।
ভাই বুকে আসেন,আপনার জায়গা আমার বুকে। মনে কথা শেয়ার করেছেন,হা হা হা।
আসেন ভাই আসেন 😁😁
বাস্তব অনুভূতি শেয়ার করেছেন ভাই।
বাহ্ দাদা বেশ বলেছেন। মেস লাইফে এমন ঘটনা প্রায়ই ঘটে। সুখ আসলে এইটাই।
সুখ বলতে আমি বুঝতাম, দুই টাকার ভার্মিজের আচার, দুই টাকার রুচি চানাচুর, টেপ টেনিস বল নিয়ে ক্রিকেট খেলা, জাম্বুরা দিয়ে ফুটবল বানিয়ে খেলা, শীতের সকালে ব্যাডমিন্টন, বিকালে দাড়িয়াবান্ধা, বৌ-চি! আমি এখন খুঁজি সেই সুখ, কিন্তু আমি ব্যর্থ 😁। সবই যে হারিয়ে ফেললাম জীবন থেকে
কথা কিন্তু ঠিক বলেছেন।
আপনার কথা গুলো হৃদয় ছুঁয়ে গেল ভাই ❤️
সুখের সংজ্ঞার কোনো শেষ নেই। তবে বর্তমান প্রেক্ষাপটে সুখ বলতে আমি বুঝি,শীতকালে মশার উপদ্রব অতিরিক্ত বেশি। একেবারে বিরক্ত হয়ে যখন মশা মারার ব্যাট দিয়ে মশা মারা শুরু করি,তখন টাস টাস শব্দ হয়😂😂। মশা মারার ফলে যতবার কানের মধ্যে টাস টাস শব্দ অনুভূত হয়,ঠিক ততবারই মনের মধ্যে সুখ অনুভব হয়🤣🤣।
হাঃ হাঃ হাঃ হাঃ। হাসলাম তবে বিষয়টি সত্যি 😬
সুখ বলতে আমার যেটা মনে হয় সুস্থতা,মানসিক শান্তি,আর্থিক সচ্ছলতা এসকল কিছুর একটি পরিপূরক কম্বিনেশন।
একদমই তাই। পার্থিব সুখের জন্য এসবের সবই দরকার।
জি দাদা একদম।
সুখ বলতে আমি বউকে বুঝি। যার ঘরে বউ ভালো তার দুনিয়া ভালো।
আমার কাছে সুখ বলতে অর্থ বিত্ত না থাকার পরও প্রিয় মানুষটির হাতে হাত রেখে সমুদ্রের পাড়ে বসে রাতের আকাশের চাঁদ দেখা। হি হি হি
সমুদ্র কিনারে চাঁদ খুবই মধুর লাগবে।
আপনি ঠিক বলেছেন আপু, সুখ বলতে প্রিয় মানুষের সাথে সুন্দর মুহূর্ত অতিবাহিত করা।
ওয়াও আপু একদম ঠিক কথা বলেছেন বটে। ভাবতেই সুখ সুখ লাগছে আমার।
যাইহোক সুখ বলতে আমার মনে হয় জমিয়ে ঘুম দেওয়া।যেখানে কোনো চিন্তা থাকে না,তৃপ্তির এক রঙিন স্বপ্ন ডানা মেলে ঘুম আকাশে উড়ে বেড়ায়।
আহ,, শান্তি🥹🥹🥹
তাহলে আপনিও ঘুমপ্রেমী,☺️☺️
শান্তিতে ঘুম যাওয়ার চেয়ে আর বড় কোন ধরনের সুখ নেই দিদি😧😄।
ঠিক বলেছেন, ঘুমানো মানেই সব টেনশন ফ্রি।
আসলেই দিদি ঘুমের ভেতর সেই মজা বিশেষ করে শীতের সকালের ঘুম।
হুম
Superb
সুখের তো অনেক সংজ্ঞা আছে এর মধ্যে অন্যর বউ চুরি করে নিয়ে বিয়ে করার মানেই সুখ। হা হা🫣🫣
বিয়ে করার নাম আর যাই হোক সুখ নয়,সেটা যার বউ ই হোক।
আপনি বিয়ে ছাড়া এত কিছু জানেন কেমনে🤔
জ্ঞানী মানুষ দেখে শেখে।
বউ চুরি করা যায় নাকি? 🤣
যায় তো দাদা,আপনি জানেন না? 😱😱