এবিবি-ফান প্রশ্ন- ৪৯ || নদীর পানি ঘোলা ভালো-জাতের মেয়ে কালো। তাহলে মেয়েরা সব পার্লারে ছুটে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
নদীর পানি ঘোলা ভালো-জাতের মেয়ে কালো। তাহলে মেয়েরা সব পার্লারে ছুটে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমরা ছোট বেলা হতেই এটা পড়ে আসছি কিন্তু বাস্তবে এর প্রয়োগ মোটেও দেখতে পাচ্ছি না। বরং কালের বির্বতনে সবাই এগুলো ঠিকই পড়ে কিন্তু বাস্তবায়ন করে তার উল্টোটা। কেমন জানি একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, পার্লারে যাওয়াটাও একটা ফ্যাশনে পরিনত হয়েছে। তাই প্রশ্নটির মাধ্যমে আপনাদের মজার অনুভূতির উত্তর জানতে চাচ্ছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মেয়েরা ঘরের কাজ করে ক্লান্ত ,সারাদিন বাড়িতেই থাকে।ফলে একটু বিশ্রাম খোঁজার জন্য পার্লারকে সর্বত্তোম জায়গা বলে বেছে নেয়।তাতে ছেলেদের পকেট ঝেড়ে বেরও হয় আর ক্লান্তিটাও দূর হয় সঙ্গে রূপচর্চা ফ্রি।এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে।😅 😅
তাহলে তো প্রতিদিন ঘন্টাখানেক সময় পার্লারে থাকা দরকার 🥴😁😂
হুম, না হলে বিশ্রাম কোথায়।হি হি
তাহলে বোঝা যাচ্ছে মাসে বেশ বড়সড় একটা বিল আসবে।
আসলেও কি!মেয়েদের পকেট থেকে তো যাবে না।হি হি,😅 😅
কথা ঠিকই আছে।কিন্তু আমরা তো বাঙালী,ভাল জিনিস পেটে সয়না। তাই নদীর ঘোলা পানিও খাই না,আর কালো মেয়েও বিয়ে করি না।তাই মেয়েরা ভাল হওয়ার চেষ্টা না করে মুখে বাত্তি জ্বলাইতে পার্লারে যায়।
হুম, আসলেই ভালো জিনিষ আমাদের পেটে সয় না, ভেজালের সাথে মিশে গেছি একদমই।
ঠিক কথা বলেছেন এখন আর আমাদের ভালো জিনিস ভালো লাগেনা।
ধন্যবাদ ভাই।
কালো তো জগতের আলো, তাই আলো জ্বালিয়ে রাখতে ইলেকট্রিক বিল জমা দিতে পার্লারে যেতে হয়।
হা হা হা হা, তাহলে বিল দেয়ার সাথে আটা ময়দা ফ্রি মেখে দেয়।
ওই ময়দার বিল তো ছেলেদের পকেট থেকেই যায় 🤣
এজন্যই বাজারে ময়দার দাম দিন দিন বেড়েই চলেছে।
জাতের মেয়ে যদি কালো না হয় তাহলে পার্লার চলবে কি করে?জাতের মেয়ে কালো বলে এত ভালবাসা তার সাথে যদি একটু পার্লারে যেয়ে নিজের লোকিং টা বাড়ানো যায় তাহলে তো কথায় নেই। মেয়েরা একটু ভালবাসার ভিখারি বেশি😍😍😍
ওরে বাবা কি যুক্তিরে, তাহলে পার্লার মালিক সমিতির সাথে আপনাদের গোপন চুক্তি রয়েছে।
হা হা হা,মজা পেলাম ভাইয়া🤪🤪
বাহ বেশ ভালো যুক্তি তো যুক্তিতে আপনি জিতে যাবেন।
জিতে গেছি ভাইয়া😍😍🤣🤣
আপনি বলছেন ১৪ বছর এখন ত কিন্ডারগার্ডেন এর বাচ্চাদের ও মায়েরা সাথে নিয়ে পার্লার থেকে একটু টাচ আপ করিয়ে নিয়ে আসে। ট্রেইনিং দেয় আর কি।
হুম যাদুও বক্সের সন্ধান পাওয়ার পরই ফর্সা হতে শুরু করে হা হা হা
দুঃখের বিষয় আমাদের কোন জাদুর বাক্স নেই। তবে আমরা নিজেরাই এক একটা জাদুর বাক্স।
যদিও এটি, একটা সময়ের অনেক বড় একটি প্রবাদ বাক্য এবং সার্বজনীন সত্য হিসেবে ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এটি সার্বজনীন সত্য নয়। কারণ উল্টোটাই ঘটতেছে বর্তমান সমাজের মধ্যে।
নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো কিন্তু জাতের মেয়ে কালো ভালো হলেও মেয়েরা ভালো থাকতে চায় না। তারা সবসময়ই তাদের ঝগড়াটে রূপ দেখাতে চায়,তাই মেয়েরা মেকআপ করে তাদের আসল রূপ দেখায়।
এদিকে তাদের সুন্দর সুন্দর মেকআপ দেখে ছেলেরা প্রেমে পড়ে 😂😂
কালোই তো ভালো কালো মেয়েদের মনে কোনো দাক নেই ৷আর নদীর জল যতই কালো হোক তবুও তার জল অনেক ভালো
অজাতের গুলো জাতে আসার জন্য পার্লারে যায়😁😁
হা হা হা এই মজার ছিলো, পার্লাারে গেলেই সব একই রকম হয়ে যায়।
হাহাহা এটা ছিল একদম পারফেক্ট উত্তর।
সব পয়সা উরানোর ধান্দা 😎😎😎
হুম টাকাতো অন্যজনের পকেট হতে যায়, তাই মজা লাগে।
যারা সিংগেল তাদের নিজের ই টাকা যায়....