এবিবি-ফান প্রশ্ন- ৪৯ || নদীর পানি ঘোলা ভালো-জাতের মেয়ে কালো। তাহলে মেয়েরা সব পার্লারে ছুটে কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

নদীর পানি ঘোলা ভালো-জাতের মেয়ে কালো। তাহলে মেয়েরা সব পার্লারে ছুটে কেন?

প্রশ্নকারীঃ

@hafizullah

প্রশ্নকারীর অভিমতঃ

আমরা ছোট বেলা হতেই এটা পড়ে আসছি কিন্তু বাস্তবে এর প্রয়োগ মোটেও দেখতে পাচ্ছি না। বরং কালের বির্বতনে সবাই এগুলো ঠিকই পড়ে কিন্তু বাস্তবায়ন করে তার উল্টোটা। কেমন জানি একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, পার্লারে যাওয়াটাও একটা ফ্যাশনে পরিনত হয়েছে। তাই প্রশ্নটির মাধ্যমে আপনাদের মজার অনুভূতির উত্তর জানতে চাচ্ছি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

মেয়েরা ঘরের কাজ করে ক্লান্ত ,সারাদিন বাড়িতেই থাকে।ফলে একটু বিশ্রাম খোঁজার জন্য পার্লারকে সর্বত্তোম জায়গা বলে বেছে নেয়।তাতে ছেলেদের পকেট ঝেড়ে বেরও হয় আর ক্লান্তিটাও দূর হয় সঙ্গে রূপচর্চা ফ্রি।এক ঢিলে দুই পাখি মারা যাকে বলে।😅 😅

 2 years ago 

তাহলে তো প্রতিদিন ঘন্টাখানেক সময় পার্লারে থাকা দরকার 🥴😁😂

 2 years ago 

হুম, না হলে বিশ্রাম কোথায়।হি হি

 2 years ago 

তাহলে বোঝা যাচ্ছে মাসে বেশ বড়সড় একটা বিল আসবে।

 2 years ago 

আসলেও কি!মেয়েদের পকেট থেকে তো যাবে না।হি হি,😅 😅

 2 years ago 

কথা ঠিকই আছে।কিন্তু আমরা তো বাঙালী,ভাল জিনিস পেটে সয়না। তাই নদীর ঘোলা পানিও খাই না,আর কালো মেয়েও বিয়ে করি না।তাই মেয়েরা ভাল হওয়ার চেষ্টা না করে মুখে বাত্তি জ্বলাইতে পার্লারে যায়।

 2 years ago 

হুম, আসলেই ভালো জিনিষ আমাদের পেটে সয় না, ভেজালের সাথে মিশে গেছি একদমই।

 2 years ago 

ঠিক কথা বলেছেন এখন আর আমাদের ভালো জিনিস ভালো লাগেনা।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

কালো তো জগতের আলো, তাই আলো জ্বালিয়ে রাখতে ইলেকট্রিক বিল জমা দিতে পার্লারে যেতে হয়।

 2 years ago 

হা হা হা হা, তাহলে বিল দেয়ার সাথে আটা ময়দা ফ্রি মেখে দেয়।

 2 years ago 

ওই ময়দার বিল তো ছেলেদের পকেট থেকেই যায় 🤣

 2 years ago 

এজন্যই বাজারে ময়দার দাম দিন দিন বেড়েই চলেছে।

 2 years ago 

জাতের মেয়ে যদি কালো না হয় তাহলে পার্লার চলবে কি করে?জাতের মেয়ে কালো বলে এত ভালবাসা তার সাথে যদি একটু পার্লারে যেয়ে নিজের লোকিং টা বাড়ানো যায় তাহলে তো কথায় নেই। মেয়েরা একটু ভালবাসার ভিখারি বেশি😍😍😍

 2 years ago 

ওরে বাবা কি যুক্তিরে, তাহলে পার্লার মালিক সমিতির সাথে আপনাদের গোপন চুক্তি রয়েছে।

 2 years ago 

হা হা হা,মজা পেলাম ভাইয়া🤪🤪

 2 years ago 

বাহ বেশ ভালো যুক্তি তো যুক্তিতে আপনি জিতে যাবেন।

 2 years ago 

জিতে গেছি ভাইয়া😍😍🤣🤣

নদীর জল ঘোলা এটা মেনে নেওয়া যায়। তবে জাতের হোক বা বেজাতের হোক কোন মেয়েই আজকাল কালো হয় না। জন্মের পর থেকে ১৪ বছর অব্দি তারা কালো থাকে। তারপর যখন তারা বিউটি পার্লার নামে একটি জাদুর বাক্সের সন্ধান পায় তারপর থেকে সবাই সুন্দর ও চকচকে ফর্সা হয়ে যায়। আর জাতের মেয়েদের তো কালো হওয়ার প্রশ্নই ওঠে না কারণ তাদের অগণিত টাকা ফলে ভি আই পি মালিশ।
 2 years ago 

আপনি বলছেন ১৪ বছর এখন ত কিন্ডারগার্ডেন এর বাচ্চাদের ও মায়েরা সাথে নিয়ে পার্লার থেকে একটু টাচ আপ করিয়ে নিয়ে আসে। ট্রেইনিং দেয় আর কি।

 2 years ago 

হুম যাদুও বক্সের সন্ধান পাওয়ার পরই ফর্সা হতে শুরু করে হা হা হা

দুঃখের বিষয় আমাদের কোন জাদুর বাক্স নেই। তবে আমরা নিজেরাই এক একটা জাদুর বাক্স।

 2 years ago 

যদিও এটি, একটা সময়ের অনেক বড় একটি প্রবাদ বাক্য এবং সার্বজনীন সত্য হিসেবে ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এটি সার্বজনীন সত্য নয়। কারণ উল্টোটাই ঘটতেছে বর্তমান সমাজের মধ্যে।

 2 years ago 

নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো কিন্তু জাতের মেয়ে কালো ভালো হলেও মেয়েরা ভালো থাকতে চায় না। তারা সবসময়ই তাদের ঝগড়াটে রূপ দেখাতে চায়,তাই মেয়েরা মেকআপ করে তাদের আসল রূপ দেখায়।

 2 years ago 

এদিকে তাদের সুন্দর সুন্দর মেকআপ দেখে ছেলেরা প্রেমে পড়ে 😂😂

 2 years ago 

কালোই তো ভালো কালো মেয়েদের মনে কোনো দাক নেই ৷আর নদীর জল যতই কালো হোক তবুও তার জল অনেক ভালো

 2 years ago 

অজাতের গুলো জাতে আসার জন্য পার্লারে যায়😁😁

 2 years ago 

হা হা হা এই মজার ছিলো, পার্লাারে গেলেই সব একই রকম হয়ে যায়।

 2 years ago 

হাহাহা এটা ছিল একদম পারফেক্ট উত্তর।

 2 years ago 

সব পয়সা উরানোর ধান্দা 😎😎😎

 2 years ago 

হুম টাকাতো অন্যজনের পকেট হতে যায়, তাই মজা লাগে।

 2 years ago 

যারা সিংগেল তাদের নিজের ই টাকা যায়....

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 104379.88
ETH 3348.93
SBD 5.61