এবিবি ফান প্রশ্ন- ২৬৪|ভালোবাসার বহিঃপ্রকাশ এর সবচেয়ে মজাদার মাধ্যম/প্রসেস কি হতে পারে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালোবাসার বহিঃপ্রকাশ এর সবচেয়ে মজাদার মাধ্যম/প্রসেস/উপায় কি হতে পারে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মাথায় তো খুব একটা কিছু আসছেনা।আপনারাই বলেন দেখি প্রোপোজ করার সবচেয়ে মজাদার উপায় টা কি।তবে সেসব উপায় দেখে কেও প্রোপোজ করতে গিয়ে মার খেলে কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যদি একটি ছেলে একটি মেয়ের কাছে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে চায়,তাহলে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে কার্যকরী প্রসেস হচ্ছে, মেয়েটি শপিং মলে শপিং করতে যাক আর রেস্টুরেন্টে খেতেই যাক না কেনো, সব জায়গায় মেয়েটির জন্য ১০০% ডিসকাউন্ট দিয়ে দিতে হবে, তাহলে সেই মেয়ে এমনিতেই রাজি হয়ে যাবে 🤣🤣।
বিঃদ্রঃ শপিং মল এবং রেস্টুরেন্ট গুলোর সাথে ছেলেটি আগে থেকেই চুক্তি করে রাখবে এবং সেই মেয়ের ছবি দিয়ে রাখবে।(আমার বাংলা ব্লগ কমিউনিটির কোনো ছেলে আবার এই বুদ্ধি ফলো করবেন না। কারণ পকেট ফাঁকা হলে আমি দায়ী না😂😂।)
ভালোবাসা প্রকাশের সবচেয়ে মজাদার মাধ্যম হচেছ বাংলা সিনেমার মত করে বুকের ভিতর প্রেমিকার নাম লিখে কলেজের ছাদে গিয়ে কলেজ ভর্তি মানুষের সামনে বাংলা সিনেমার ডায়লগের মত করে ভালোবাসার মানুষটিকে বলা - আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি এক থেকে তিন গুনবো এর মধ্যে যদি তুমি আমাকে আই লাভ ইউ না বল তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না, এক দুই তিন......। হি হি হি
লইবেন গোলাপ ফুল সাথে তাহার মাথার চুল। দিয়ে বলবেন ওগো আমি তোমার প্রেমে মসকুল। যদি না পাই তোমারে জীবন আমার আহারে। রিজেক্ট করে মেরোনা কালী, বিয়েটা হলেই হানিমুন এ যাবো বালি......
পটবেই পটবে। করে দেখুন।
এখন শীতকাল চলছে তবে এই ঠান্ডার মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে আমি বাংলাদেশের যে গ্রামে ঘুরতে এসছি সেখানে। আর এই মুহূর্তে আমার মনে হচ্ছে ভালোবাসা প্রকাশের মাধ্যমে হতে পারে এই বৃষ্টির জলে ভিজে গাঁদা ফুল দিয়ে প্রপোজ করা। তবে সে প্রপোজটা বৃষ্টি ভেজা উঠানে দাঁড়িয়ে করতে হবে যেখানে প্রপোজ করার সময় পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যাকে প্রপোজ করা হবে সে তখন তার হাসি থামাতে পারবে না। 🤭🤭🤣 ব্যাস হয়ে গেল মজার প্রপোজ করা! 🤪🤭
বাহ বাহ,,শীতে ভিজে তাকে অবাক করে ইমপ্রেস করা।
প্রোপোজ করার সর্বউত্তম পদ্ধতি হলো বিষের বোতলে মধু নিয়ে প্রেমিকার সামনে গিয়ে বলতে হবে,যদি তুমি আমার ভালোবাসা গ্রহন না করো তাহলে আমি বিষ খেলাম তুমি তোমার উড়নাটা আমার কাফনের জন্য রেডি করো,হা হা হা।😜😜😜
এক্ষেত্রে সহজ একটি উপায় রয়েছে।আর সেটা হলো শালা শালীর উপরে একটু বেশি বেশি ভালোবাসার প্রকাশ করতে হবে। তখন সে বুঝতে পারবে শালা শালিকে এত ভালবাসলে তাকে কত ভালবাসবে। 😀😀
ভালোবাসার বহিঃপ্রকাশ এর সবচেয়ে মজাদার মাধ্যম হলো--- "আদ্দিকালের সেই চিঠি"।তাহলে মুরুব্বী কর্তৃপক্ষরা তাদের অতীত খুঁজে পাবে আর বিলুপ্ত জিনিস নতুন হয়ে ধরা দেবে তাদের মনে।ফলে মার খাওয়ার ,ধরা খাওয়ার আর দায়ী থাকার কোনো সম্ভাবনা-ই থাকবে না।
কলম খাতায় চিঠি লিখে ভালোবাসার মানুষের পোস্ট অফিসের ঠিকানার উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া
চিঠি
এটাতো আগেরকালের কথা।
কবিতা একমাত্র কবিতার মাধ্যমে মনের ভাব এবং ভালোবাসার স্বতঃস্ফূর্ত বিষয়টি বহিঃপ্রকাশ ঘটানো যায়। তাই কবিতার মাধ্যমে ভালোবাসা বহিঃপ্রকাশ সেরা মাধ্যম। 😎😎