এবিবি ফান প্রশ্ন- ৪৪৭ | অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি জানিনা ,আপনাদের উত্তরের অপেক্ষাতে রইলাম!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
অধিক সন্ন্যাসী হয়ে ভাব দেখায়, যে সে অনেক বড় সন্ন্যাসী কিন্তু অতিরিক্ত হওয়ার কারণে সে কোন জায়গায় দাম পায় না, এমনকি বউয়ের কাছেও না।
এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া সন্ন্যাসীরা সবসময় অনেক বেশি ভাব দেখায়। তাদের ভাবের জন্যই একসময় বিপদে পড়ে যায়।
সন্ন্যাসীদের আবার বউ থাকে নাকি ভাই 😄😁?
আসলেই ভাই বেশি বড় সন্ন্যাসী হলে বউয়ের কাছেও দাম পাওয়া যায় না। আপনি একদম পারফেক্ট সত্য কথা বলেছেন।
"অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়" বলতে বোঝানো হচ্ছে যে, যখন সন্ন্যাসীরা অত্যাধিক নির্জনে বা সন্ন্যাসীজীবনে আধ্যাত্মিক সাধনায় নিজেদের নিমগ্ন করে রাখেন, তখন তাদের শরীরের প্রাকৃতিক শক্তি বা "গাজন" নষ্ট হয়ে যেতে পারে।
এটি মূলত মানসিক ও শারীরিক প্রভাবের কারণে ঘটে, যেখানে ভারসাম্যহীন জীবনযাপন এবং স্বাভাবিক চাহিদা উপেক্ষিত হয়। সঠিক খাদ্য, বিশ্রাম ও সম্পর্কের অভাবেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।
আপু আপনি তো দেখছি দারুন ভাবে ব্যাখ্যা করেছেন। সত্যিই এত গভীরভাবে কখনো ভেবে দেখিনি। উত্তরটি খুবই ভালো লেগেছে।
বাহ আপনি বেশি ভালো বলেছেন, পড়ে ভালো লাগলো ।
এ আমার পরম পাওয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
তরকারিতে যেমন অধিক লবণ হলে স্বাদ নষ্ট হয় তেমনি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়।
সব জাগায় অধিক সন্ন্যাসী গীরি দেখাতে নেই। অনেক সময় দেখা যায় বেশি সন্ন্যাসী গীরি দেখাতে গিয়ে নিজেদের মানুষের সাথেও সেটা দেখানো শুরু করে। আর তখনই বিপত্তি ঘটে। তাই বাহিরে যায় করুক নিজের ঘরে সেটা প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। তা না হলে সন্ন্যাসীর পিঠ ঝাড়ুর শলা ছাড়া অন্য কিছু পাবে না,হা হা হা।😂🤣
তাহলে তো দেখছি সন্ন্যাসীর কপালে বিপদ আছে। শেষ পর্যন্ত ঝাড়ুর পিটুনি খেতে হবে। দারুন বলেছেন ভাইয়া।
নিজের ঘরে অধিক সন্ন্যাসীগিরি দেখাতে গেলে বউয়ের হাতে মার খেতে খেতে জীবন শেষ হয়ে যাবে। আপনার উত্তরটা পড়ে বেশ মজা পেলাম ভাই।
কোন কিছুই প্রয়োজনের অতিরিক্ত ভালো না। সে হোক সুনাম বা অন্য কোন দ্রব্য। প্রয়োজনের অতিরিক্ত হলেই তৈরি হয় সমস্যা। এইজন্যই হয়তো বলে অধিকার সন্ন্যাসী তে গাজন নষ্ট।
একদম ঠিক কথা বলেছেন ভাই অতিরিক্ত হলেই সমস্যা।
মাত্রার অতিরিক্ত কোন কিছুই ভালো নয় কথায় আছে প্রতিভক্তি চোরের লক্ষণ। এজন্য বলা হয় অধিক সন্ন্যাসী তে গাজন নষ্ট।
এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া অতিরিক্ত কোন কিছুই ভালো না। আসলে অতিরিক্ত সবকিছুই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
জি ভাই, আসলে অতিরিক্ত কোন কিছু করা ভালো নয়।
অতি লোভে যেমন তাঁতি নষ্ট হয়, তেমনি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। সবকিছুর শেষে কিছু না কিছু একটা হয়। আর খারাপ কাজের ফলাফল তো খারাপ হবেই।
ঝগড়ার সময় জেতার জন্য বউকে উল্টাপাল্টা কথা বলার পর বউ যখন রান্না করা বন্ধ করে দেয় তখন স্বামী বেচারা বোঝে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। 😆
কথাটি দিয়ে বোঝানো হয়েছে যে, যেকোনো জিনিসের অতিরিক্ত কোন কিছুই ভালো না। সবকিছুতেই অতিরিক্ত কোন কিছু অ্যাড করা সেটা বিপদের কারণ হতে পারে। অধিক সন্ন্যাসী বলতে বেশি মাতবর কে বোঝানো হয়েছে আর গাজন নষ্ট বলতে সেই মাতবরদের কাজের খারাপ ফলাফল কে বোঝানো হয়েছে। কারণ একটা কাজে অধিকাংশ মাতবর থাকলে ভিন্ন রকমের মতাদর্শ দাঁড়াবে সবাই নিজের নিজের মতকেই গ্রহণযোগ্যতা দিবে সুতরাং ঐ কাজটাই শেষে খারাপ হয়ে যাবে। অতএব উপরের কথাটি যৌক্তিক বলে মনে করি।
আপনি অনেক সুন্দর উত্তর দিয়েছেন।
বাহ বেশ ভালো তো।
গাজন একটি পূজা যা সন্যাসীরা পালন করে থাকে শিবকে খুশি করার জন্য। গাজন পূজায় দুজন সন্যাসীর একজন শিব আর একজন গৌরী সাজে। বাকিরা অন্যান্য চরিত্র। কিন্তু সন্যাসী যদি বেশি হয় তখন পুরো গাজনের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যেতে পারে।
তেমনি, কোন একটি ভালো কাজ, মহতি কাজে যদি প্রয়োজনের বেশি লোক থাকে, তবে ওই কাজের উদ্দেশ্যও ব্যর্থ হতে পারে। যেমন, ইদানীং ত্রাণ দানের ক্ষেত্রে যা হয় আর কি!
জি ভাই, যথার্থ বলেছেন।