এবিবি-ফান প্রশ্ন-১৪|| চলে যাওয়া মানুষ যদি আবার ফেরত আসতে চায় তাহলে কি করবেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
চলে যাওয়া মানুষ যদি আবার ফেরত আসতে চায় তাহলে কি করবেন?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার বর্তমান গার্লফ্রেন্ড এর সাথে পরিচয় করিয়ে দিব। বাকি টা সেই দেখে নেবে।আমি কেন মাছি মেরে হাত নোংরা করব।
ভাল লাগলো ভাই ভাল লাগলো কমেন্টটা যে ভালো লাগলো🤣🤣
এটা বেস্ট বুদ্ধি ছিল
ধন্যবাদ ভাই
বলবো যে সিট খালি নাই 😆
একদমই তাই ভাই
আহারে, এভাবে বলবেন?
একমত ভাই
চলে যাওয়া মানুষ ফেরত আসতে চাইলে তাকে ১০০ টা পচা ডিম খাওয়াব।
আপনি বাড়ীতে পঁচা ডিম জমিয়ে রাখেন, খাইছে রে!
এই গরমে ডিম এমনি পচে যায় জমিয়ে রাখতে হয় না ভাইয়া।
এভাবে পচা ডিম জমিয়ে রাখা উচিত নয় আপু
আমিও আপনার সাথে একমত, এত পচা ডিম কোথায় পাবে আর জমিয়ে রাখলে তো যেকোনো সময় দুর্গন্ধ হতে পারে।
চলে গিয়ে কেউ যদি ফেরত আসতে চায় তার জন্য পচা ডিম জোগাড় না করলে তো তাকে অসম্মান করা হবে ভাইয়া।ফেরত আাসার জন্য কিছু তো স্পেশাল গিফট দিতেই হতো। পচা ডিম তার উপযুক্ত উপহার।
হাহহা,, দোয়া করি সে যাতে আপনার কাছে ফিরে না আসে।😀😀
তাই ভালো
তখন এত গুলা পচা ডিম কই পাবেন😀😀😀
চলে যাওয়া মানেই তো মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তাই চলে গিয়েছিল।।আর মেয়াদ শেষ হওয়া যে কোন জিনিস স্বাস্থের পক্ষে ক্ষতিকর।আমার পক্ষ থেকে ১০২ টা ঝাটার বাড়ি থাকবে জনাবের জন্য।
এতোগুলো ঝাটার বাড়ীতে মরে যাবে তো
এসমস্ত ভাইরাসের মরে যাওয়াই ভালো।তবে কই মাছের প্রাণ তো এগুলোর, মরবে না সহজে।
লজিক আছে কথায়।।।😀😀😀
আমি আবার কারো মনে কষ্ট দিতে পারি না । তাই কষ্ট হলেও গাদাগাদি করে আবার তাকে ঠাঁই দেব হৃদয়ে । ছোট্ট হৃদয়ে ২৫-৩০ জনের সাথে আশা করছি কষ্ট করে মানিয়ে নিতে পারবে । হে হে :)
মাত্র ২৫/৩০ জন? কম হয়ে গেল না। সংখ্যাটা আরেকটু বাড়ানো যায় না?
25-30 জন বাহ মহৎ হৃদয়ের মানুষ আপনি হি হি।।
দাদা সংখ্যটা একটু বাড়ান অনেক মানুষ লাইনে দাড়িয়ে অছে...হি হি হি..
সেরা ছিলো এটা, 😁
বেশি কিছুনা শুধু রাতে মশারি খোঁচার সর্তে রাজি হলে রেখেদিমু🥴🥴
মেয়েদের এই মশারি টাংগানো নিয়ে এত অলসতা কেনো যে, কিছু বুঝি না
খাল কেটে কুমির ডেকে আনার শখ আমার নেই। 😆
ভুলে যাবেন না, কুমিরের কিন্তু মেলা দাম।
বলব এখানে আসার দরকার নেই কয়েক দিনের গরমে অতিষ্ঠ হয়ে আছি। আমি এবং আমরা অনেকেই অসুস্থ।
আমি তাকে আদর করে সাদরে গ্রহন করে নিব।
এত আবে গ কেন রে ভাই
সত্যিকারের ভালোবাসার মানুষকে কি দূরে সরিয়ে দেওয়া যায় বলেন।