এবিবি ফান প্রশ্ন- ৪১৪ || "সইলে সম্পত্তি না সইলে বিপত্তি" কিন্তু কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

"সইলে সম্পত্তি না সইলে বিপত্তি" কিন্তু কেন?

প্রশ্নকারীঃ

@green015

প্রশ্নকারীর অভিমতঃ

আমার তো মনে হয় যে সই সে সম্পত্তি না পেয়ে শুধুই বাঁশ পায়,আপনাদের কি মতামত জানতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-2.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 months ago 

বেশি সইলে বেশি ঝামেলা আছে।পরে দেখা যায় সম্পওি পাওয়ার বদলে সম্পওি হারাতে হয়😂😂

 3 months ago 

হাহাহা ঠিক বলেছেন আপু, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। 😁

 3 months ago 

"সইলে সম্পত্তি না সইলে বিপত্তি" কিন্তু কেন?

এরকম অনেক মানুষ রয়েছে যারা কখনো চুপ থাকতে পারে না🙅। আর সেই কারণেই সবকিছু হারিয়ে ফেলে। তবে ধৈর্য ধরে যদি থাকে তাহলে সবকিছুই পাবে। বউয়ের মত করে ঘরে থাকলে যেমন স্বামি শান্তিতে থাকতে পারে, তেমনি 🤣😅।

 3 months ago 

ভাই চমৎকার উদাহরণ দিয়েছেন। আল্লাহ সব বউদের বুঝার তৌফিক দান করুক।🤣

 3 months ago 

"সইলে সম্পত্তি না সইলে বিপত্তি" কিন্তু কেন?

আমার তো মনে হয় সইলে বিপত্তি। কারণ যে সইতে পারে, তাকে সবাই দুর্বল মনে করে এবং তাকে সবদিক দিয়েই ঠকতে হয়। সুতরাং সবাইকে শক্ত হতে হবে। তাহলে একসময় শক্তের সাথে শক্তের ফাইট হবে এবং তখন খেলা একেবারে জমে যাবে 😂😂।

 3 months ago 

আমার কাছে তো মনে হচ্ছে এটা বউ। বউ এর অত্যাচার সইতে পারলে দুনিয়া সুন্দর আর বউ হবে সম্পত্তি। আর না সইলে দুনিয়া অন্ধকার, জীবন ধংশ, খাতাম, টাটা, বায় বায়।

 3 months ago 

বউয়ের অত্যাচার আবদার সইলে শান্তি আসবে। আর না সইলে বিপদ ও অশান্তি যেন সব সময় লেগেই থাকবে।তাই সইলে সম্পত্তি না সইলে বিপত্তি হাহা

 3 months ago 

সেই অশান্তি উপভোগ করার সময় বোধয় এসে গেছে ভাইয়া। এখন নিজের ইচ্ছায় বিয়েটা করে ফেলেন। আর আমাদের দাওয়াত দিতে ভুলবেন না।

 3 months ago 

"সইলে সম্পত্তি না সইলে বিপত্তি" কিন্তু কেন?

যে মানুষ সবকিছু সহ্য করে, সেই মানুষ পরবর্তীতে অবশ্যই ভালো কিছু অর্জন করবে🥰। সে মানুষটা সহ্য করে ধৈর্য ধরে থাকে। আর আমরা সবাই জানি ধৈর্যের ফল অতি মিষ্টি😍। ঠিক তেমনি সইলে সম্পত্তি🤑 আর না সইলে বিপত্তি। সহ্য করলে সবকিছু মেনে নেওয়া এটা কিন্তু নয়, বরং সময় এবং সুযোগের অপেক্ষা করতে হবে।

 3 months ago 

নিজের স্থান থেকে সর্বোচ্চ প্রতিবাদি হয়ে উঠতে হবে। তাহলে একদিন সকল বাধা কাটিয়ে ওঠা যাবে। আর চুপ থাকলে সারা জীবন আপনাকে অপমানিত হতে হবে। তাই প্রতিটি ক্ষেত্রে নিজের সাধ্যমত প্রতিবাদ করিতে হইবে।

 3 months ago 

ওই খানিকটা সবুরে মেওয়া ফলের মতো। তবে যে সয় তাকে রওয়ার থেকে অনেক বেশি সাফার করতে হয়৷ তাই যা চাই তার জন্য আকাশকুসুম না ভেবে তা কিভাবে পাওয়া যায় সেইদিকে চোখ কান খোলা রেখে নজর দিলে বিপত্তি তো কম হয় হলেও লড়াই করার ক্ষমতা থাকে আর ভোগের সময় থাকতে থাকতে পাওয়াও যায়৷

 3 months ago 

কারণ যে কোনো কাজের ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হয়। যদি তাড়াহুড়ো কোন কাজ করতে চান সেক্ষেত্রে বিপত্তি ছাড়া কোন কিছুই পাবেন না।

 3 months ago 

এটাতো অবশ্যই ভাইয়া ধৈর্য মানুষকে ভালো কিছুর উপহার দেয়। তাড়াহুড়ো করলে সব সময় বিপদে পড়তে হয়।

 3 months ago 

বিষয়টা তো দেখছি একেবারে বিবাহিত জীবনের মত। যেদিকেই যাবো সেদিকেই বিপদ। 😆

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 97180.31
ETH 3331.80
USDT 1.00
SBD 3.02