এবিবি ফান প্রশ্ন-২৫০ | একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনি মঙ্গল গ্রহে চলে গেছেন, তখন কি করবেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনি মঙ্গল গ্রহে চলে গেছেন, তখন কি করবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
তখন আর কি করার, ইলন ভাইয়াকে ফোন দিয়ে বলবো আমি মঙ্গলে চলে আসছি। আপনারা তাড়াতাড়ি চলে আসুন আপনাদের জন্য অপেক্ষা করছি, হাহাহা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তখন আর কি বা করার আছে! অলরেডি যখন মঙ্গল গ্রহে পৌঁছে গেছি তখন চুপচাপ কিছু সময় বসে মনটাকে স্থির করবো এবং কিভাবে এখানে বেঁচে থাকা যায় সেই চিন্তা করতে থাকবো। তাছাড়া যে মানুষটা আমাকে মঙ্গল গ্রহে পৌঁছে দিয়েছে তাকে খোঁজার চেষ্টা করব এবং খুঁজে পেলে তাকে আমার মঙ্গলের সাথী করে নেব।
সত্যি ভাইয়া নতুন জায়গায় গিয়ে মনস্থির করে চিন্তা ভাবনা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর কিভাবে এলাম সেটাও বুঝতে হবে। আর বেঁচে থাকার জন্যও সাথীর প্রয়োজন।
ঠিক কথা বলেছেন আপু। সাথীর তো প্রয়োজন পড়বে, না হলে একা একা বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে।
চিন্তার কোনো কারণ নাই ভাই, আমরা আসতেছি ইলন মার্কসের এক্সপ্রেস করে। আমাদেরকে সাথী করে নিবেন হাহাহা😁
ঠিক আছে ভাই, তাই হোক।
তবে যে মানুষটা আপনাকে মঙ্গল গ্রহে পৌঁছে দিয়েছে, সে যদি মহিলা না হয়ে ছেলে হয় তখন কি করবেন ভাই?🤔🤔🤔🤔
এখনো ওই বিষয়টা ভেবে দেখিনি দিদি, পরে ভেবে বলবো তাহলে কি করতাম!
মঙ্গল গ্রহে যাওয়ার পর সব এলিয়েনদেরকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে বলবো। তারপর সবাইকে স্টিমিট এর একাউন্ট খুলে দিবো এবং নিয়মিত এবিবি স্কুলের ক্লাস করতে বলবো 🤣🤣🤣।
বি:দ্র: ক্লাস শুরুর আগে এলিয়েনদের পরিচিতিমূলক পোস্টে তাদের ছবি দেখে, আপনাদের রিয়াকশন কেমন হবে সেটা ভেবেই তো আমার হাসি পাচ্ছে 🤪🤪।
আপনি যদি এলিয়েনদেরকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে বলবো। তাহলে তো তারা পুরো কমিউনিটি দখল করে নিবে ইন্টালিজেন্ট বুদ্ধিমত্তা দিয়ে। তখন আমাদের কাজ করাই বন্ধ হয়ে যাবে। এলিয়েনদের সাথে আমার মাঝে মাঝে কথা হয় তাদের ছবি দেখার পর আমার স্বাভাবিক প্রতিক্রিয়া হবে হাহাহা।
এলিয়েনরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভাই। আপনি তো তাহলে কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন ভাই, যেহেতু এলিয়েনদের সাথে আপনার মাঝে মাঝে কথা হয়🤣।
এলিয়েনদের পরিচিতি মূলক পোস্ট দেখার অপেক্ষায় থাকলাম ভাই। 🤓
হ্যাঁ ভাই অপেক্ষার ফল মিষ্টি হয়। খুব শীঘ্রই এলিয়েনরা পরিচিতিমূলক পোস্ট করবে 🤣।
আমার বাংলা ব্লগে এলিয়েনরা কাজ করলে তো বেশ ভালই হবে। 😍
কী আর করব সেলফি তুলে সব স্যোসাল মিডিয়ায় আপলোড দিব। রাতারাতি আমি ফেমাস হয়ে যাব হা হা। তবে মঙ্গল গ্রহে নেটওয়ার্ক পাওয়া যাবে কীনা সেটাও একটা ভেবে দেখার ব্যাপার।
আরে আপনি তো ঘুম থেকে জেগেই দেখবেন আপনি সেখানে। মোবাইল আর সোস্যাল মিডিয়া পাবেন কোথায়?
ওগুলো ঘুমানোর আগেই পকেটে রেখে দিব😄😄
মঙ্গল গ্রহে যদি আপনার হাতে কোন মোবাইল ফোন না থাকে?
আমি আছি না টেনশন নাই ভাই । মঙ্গল গ্রহে নেটওয়ার্কের ব্যবস্থা হয়ে যাবে😃।
ঘুম থেকে উঠে আগে প্রথমে সৌচাগার সম্পূর্ণ করবো মঙ্গল গ্রহের মাটিতে। তারপর একটি সুন্দরী এলিয়েন কে খুঁজে বিয়ে করে পুরো মঙ্গল গ্রহের মধ্যে আমার রাজত্ব প্রতিষ্ঠা করবো। এবং সেখানে পৃথিবীর মতো দারুনভাবে চলবে।
বিয়ে করা ছাড়া কি মঙ্গল গ্রহের মধ্যে রাজত্ব প্রতিষ্ঠা করা যাবে না?
আমি মঙ্গল গ্রহে গিয়ে ফটোগ্রাফি করব এবং সেটা আমার বাংলা ব্লগে পোস্ট করব, আশা করি সেই পোস্টে সাইফক্স, হাংরি গ্রিফিন ভোট পাব। সেটা উইড্র করে এরোন মার্কসকে দিব, সে নিশ্চয়ই তার রকেটে করে আমাকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করবে।
সত্যি ভাই আপনার বুদ্ধির তারিফ করতে হয়। এত বুদ্ধি নিয়ে ঘুমান কেমনে?
তবে আপনি কি মঙ্গল গ্রহে গিয়ে মোবাইল ফোনের নেটওয়ার্ক পাবেন ??🤔🤔🤔
সেই বুদ্ধি দেখতেছি, ভাই এত বুদ্ধি নিয়ে ঘুমান কি করে !
তাহলে কি আর করার, মরিচেরতো স্বর্ণের দাম সেজন্য মঙ্গল গ্রহে কাঁচা মরিচের চাষ শুরু করে দিবো।আর সেটা সেল করে স্টিম কিনবো।🤣🤣
বাহ্ ভাই যে গ্রহেই যান না কেন কাঁচা মরিচের ব্যবসা করতেই হবে। স্টিম কিনলে বেশ ভালোই হবে।
ঠিক ঠিক।। 🤣🤣
আমাকে কর্মচারী হিসেবে রাখিয়েন 🥴
ও আচ্ছা তাহলে তো অনেক ভালো ভাইয়া । মরিচ চাষ করার জন্য যেতে আমার কাছ থেকে সার কীটনাশক নিয়ে যাবেন।
🤣🤣হাহাহা ঠিক আছে দিও।
ঘুম থেকে উঠে যখন দেখবো আমি মঙ্গল গ্রহে তখন তো বেশ ভয় পাবো। কারন আমি তো আবার পরিবর কে ছেড়ে একা একা থাকতে পারিনা। তবে ভালোই লাগবে এই ভেবে যে কিছুদিন অন্ততঃ পক্ষে এই আজাবের পৃথিবী থেকে রেহায় পাবো।
এটা ঠিক বলেছেন আপু আমরা যেখানেই যাই না কেন পরিবার ছাড়া আমরা অসম্পূর্ণ। তাই একা একা সত্যিই অনেক ভয় করবে।
কথা একেবারে বাস্তব আপু, এই আজব পৃথিবী থেকে কিছুটা সময় রক্ষা পাওয়া যাবে।
যদি আসলেই এরকম হয় তাহলে প্রথমেই একটা সুন্দরী মেয়ে খুঁজবো যাতে সেই সুন্দরী মেয়েটার সাথে মঙ্গল গ্রহে ঘর বেঁধে চিরদিনের জন্য সেখানে থাকা যায়। আর একদিন আমাদের অনেকগুলো সন্তান হবে আর আমরা সবাই মঙ্গল গ্রহ শাসন করব হা হা হা।
যদি তাই হয় পৃথিবীর সব মানুষের কাছে ফোন দেবো আর বলবো যে মঙ্গল গ্রহে থাকার পরিবেশ অনেক ভালো আর খুব কম দামে জমি পাওয়া যাচ্ছে,তারপর আমি মঙ্গল গ্রহের সব জমি পৃথিবীর মানুষের কাছে বিক্রি করতে শুরু করে দেবো 😎🙃🤓। তারপর সেই টাকা দিয়ে স্টিম কিনবো 😍
আমি যদি ঘুম থেকে উঠে দেখি মঙ্গল গ্রহে চলে গেছি তাহলে প্রথমেই ব্রাউজারটা ওপেন করব ওপেন করে আমি দেখব যে সাই-ফক্সের ভোট আছে কিনা। আমি কারণ প্রতিনিয়ত ঘুম থেকে উঠে যত কাজে থাকুক না কেন আগে আমি সাই-ফক্স কে খুঁজি। আজকে রাত্রে ৩-৪ বার ঘুম ভেঙ্গেছে আমি তিনবারই ঢুকে দেখেছি 🥹