এবিবি ফান প্রশ্ন- ৫০২|| আমাদের শ্রদ্ধেয় প্রিয় দাদা কেন শুধু চেহারা দেখায় তার দুচোখ দেখায় না?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আমাদের শ্রদ্ধেয় প্রিয় দাদা কেন শুধু চেহারা দেখায় তার দুচোখ দেখায় না?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমাদের শ্রদ্ধেয় দাদার চেহারা সুন্দর তবে তার চোখ আরো বেশি সুন্দর। কাজল কালো হরিণের মতো টানা টানা মায়াবী চোখ দেখে মেয়েরা প্রেমে পড়ে যাবে। এই কারণে দাদা মায়াবী চোখ দুটি আমাদের দেখায় না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
গানে আছে,
দাদা চায়না আমরা উনার মনের কথা জেনে ফেলি। এজন্য চোখগুলো আড়ালে রাখে। তা কেবল বৌদির জন্যই উন্মুক্ত।
0.00 SBD,
3.47 STEEM,
3.47 SP
জি ভাই একেবারে মনের কথা বলেছেন, দাদার চোখ দুইটি কেবল বৌদির জন্যই উন্মুক্ত।
এমনিতেই আমাদের দাদা অনেক মেয়েদের ক্রাশ। আর দাদা যদি দুচোখ দেখায়,তাহলে দাদার বাসায় মেয়েদের সিরিয়াল লেগে যাবে। তখন তনুজা বৌদি সেই মেয়ে গুলো সহ,আমাদের দাদাকে বাসা থেকে বের করে দিবে 🤣🤣। তার চেয়ে দুচোখ না দেখানোটাই উত্তম 😂😂।
0.00 SBD,
3.46 STEEM,
3.46 SP
জি ভাই, প্রিয় তনুজা বৌদি শ্রদ্ধেয় দাদাকে বাসা থেকে বের করার চেয়ে তার দুচোখ না দেখানোটাই উত্তম😁😁।
এটি একদম সঠিক বলেছেন আমাদের প্রিয় দাদা অনেক মেয়ের ক্রাশ। এবং এই কারণে দাদা হয়তো তার চোখ কাউকে দেখাচ্ছেন না।
দাদার চোখের গভীরতায় সব মেয়ে যদি প্রেমে পরে যায়,তখন দাদা বিপদে পরে যাবে। তাই দাদা চোখ দেখায় না।
0.00 SBD,
3.44 STEEM,
3.44 SP
আমারও এটাই মনে হয়।
জি আপু, আপনি বাস্তব কথা বলেছেন।
চোখের মায়া বড়ই মায়া, যদি না পরো এই মায়ায়। না হলে প্রেমের আগে ছ্যাঁকা খেয়ে চলে যাবে অন্য দুনিয়ায়😅🤣। কেউ যেন দাদার চোখের মায়ায় না পড়ে তাই তো দাদা চোখ লুকিয়ে রাখে। আর দাদা প্রেমের আগে কাউকে ছ্যাঁকা দিতে চায় না😁🤣।
0.00 SBD,
3.43 STEEM,
3.43 SP
ঠিক বলেছেন ভাইয়া, দাদা প্রেমের আগে কাউকে ছ্যাঁকা দিতে চায় না।
আমার তো মনে হয় বৌদি বারণ করেছে দাদাকে চোখ দেখানোর জন্য। কারণ দাদার চোখ দেখলে মেয়েরা কি ছেলেরাও প্রেমে পড়ে যাবে হয়তো ☺️🥰। যেভাবে বৌদি পড়েছিল 🫣😁🤠।
0.00 SBD,
3.42 STEEM,
3.42 SP
জি আপু আমি তো দুচোখ না দেখে, শুধু কন্ঠের মিষ্টি কথা শুনে প্রেমে পড়েছি ।
মেয়েরা দাদার চোখ দেখলে প্রেমে পড়ে যাবে,আর বৌদির প্রিয় মানুষের প্রেমে পড়া বারণ। তাই দাদা চোখ দেখায় না,হাহাহা।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
হ্যাঁ ঠিক। তাইতো দাদা চোখ দেখায় না।
ঠিক বলেছেন আপু। তাই দাদা চোখ দেখাই না।
কারন দাদার দুচোখে আগুন কিংবা কারেন্ট আছে।দাদার চোখ খুললেই সেই কারেন্ট বা আগুনে যারা দাদাকে বড়সড় বাঁশ দিয়েছে তারা ভস্ম হয়ে যাবে।☺️☺️তাই আমাদের শ্রদ্ধেয় প্রিয় দাদা গলুমলু চেহারাটাই শুধু দেখায় কিন্তু তার দুচোখ দেখায় না।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
যদি কেউ ক্রাশ খেয়ে বসে তাহলে তো পরে বাঁশ খাবে।
হুম, শেষমেষ উপহার বাঁশ।
প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিত্ববোধ এবং পার্সোনালিটি বলতে কিছু বিষয় থাকে। যা কেবলমাত্র তার নিজের জন্যই সিক্রেট। আর দাদার এই কাজটির পিছনে হয়তো বড় কোন কারন রয়েছে যা আমাদের ছোট মস্তিষ্কে উপলব্ধি করা ঢের অসম্ভব। আমি বিশ্বাসী বড় দাদার নিজস্ব কোন পার্সোনালিটির জন্যই তিনি চোখ দেখানো থেকে লুকিয়ে রেখেছেন নিজেকে।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
জি ভাই, অবশ্য দাদার জন্য সিক্রেট এবং তার নিজস্ব কোন পার্সোনালিটির বড় কারণ রয়েছে। তার জন্য আমাদের তার চোখ দেখানো থেকে বিরত আছেন।
দাদার চোখে অন্যরকম মায়া আছে তার চোখ দেখলে সবাই মায়ায় পড়ে যাবেন। এজন্য দাদা সব সময় চোখ লুকিয়ে রাখে।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
জি ভাই, দাদার কথা যেমন সুন্দর তেমনি দাদার চোখে অন্যরকম মায়া আছে । আর চোখের দিকে তাকালে তো সবাই প্রেমে পড়ে যাবে।
কাজই মানুষের পরিচয়। দাদা যে কাজ করেন এবং তার জন্য আমরা প্রত্যেকেই উপকৃত সেই জায়গা থেকে দাদার আর কোন পরিচিত মুখের বা অন্য কিছুর প্রয়োজন নেই। আমরা আর এম ই বললে ওই পরিচিত কণ্ঠস্বরই ছাতার মত মাথার উপর দাঁড়িয়ে পড়ে। যার এতোখানি পরিচিতি এবং প্রতিপত্তি তার মুখ দেখানোর প্রয়োজনই বা কি?