এবিবি ফান প্রশ্ন- ২৮৮ || তেলাপোকার পিছনের অংশ কেটে গেলেও ছুটে বেড়াতে পারে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
তেলাপোকার পিছনের অংশ কেটে গেলেও ছুটে বেড়াতে পারে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কেন পারে তো আমার জানা নেই, আপনাদের জানা থাকলে মতামত দিন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ তেলাপোকার কাজই ছোটাছুটি করা।এতে তার পেছনের অংশ থাক বা না থাক সেদিকে কোনো খেয়াল থাকেনা।আমার তো মনে হয় তার পেছনের অংশ কেটে গেলে ছুটতে আরো বেশি সুবিধা হয়।কারণ,পেছনের অংশ তার কাছে অনেক বোঝা মনে হয়।এই বোঝাটা না থাকলে ছুটতে আরো বেশি সুবিধা হয়।
মেয়েদের ভয় দেখানোর জন্য তেলাপোকা খুবই পারদর্শী। তাই পিছনের অংশ কাটার পরে ভাবে মরেই যেহেতু যাব শেষবারের মতো আর একবার ভয় দেখিয়ে আসি।
হাহা দারুণ বলেছেন
ভয় দেখিয়েই শান্তি ওর
হেহেহে 🤣🤣🤣 অসাধারণ উত্তর দিয়েছেন ভাই। মেয়েদের ভয় দেখিয়ে, শেষ বিনোদন নিয়েই মরে যেতে চাইছে তাহলে তেলাপোকা!
পেছনের অংশ কেটেছে তাতে কি! সামনের অংশ তো আছে, যা আছে তাই নিয়ে যুদ্ধ করতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
ট্রেনের পেছনে ইঞ্জিন না, ইঞ্জিন থাকে সামনে। বগি খুলে দিলেও ইঞ্জিন একলাই চলে যেতে পারে।
দারুন বলেছেন ভাইয়া। ইঞ্জিন থাকলে সবকিছুই চলা সম্ভব। বগি দিয়ে আর কি হবে। তেলাপোকার হয়েছে সেই অবস্থা আর কি। 🤭🤭
তেলাপোকা হলো বখাটে প্রাণী। বখাটেদের অঙ্গহানি তো দূরে থাক চার টুকরা করলেও তাদের লুচু ভাব যায় না,হা হা হা।🤪🤪
তেলাপোকার স্বভাব আপনি কি করে জানলেন। কোন এক যুগে আপনারা বন্ধু ছিলেন নাকি। 😜😜😜
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিলেন, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়। এ কথাটা তেলাপোকা শুনে ফেলে। আর সেই থেকে পেছনের অংশ কাটা গেলেও,তেলাপোকা যেটুকু আছে সেটা নিয়ে ছুটে বেড়াতে পারে।🤣🤣
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায় অনুপ্রেরণা পেয়ে শেষ পর্যন্ত তেলাপোকাও এগিয়ে গেল কিন্তু আমি এগোতে পারলাম না। 🤣🤣
হাহাহাহ।।🤣🤣
আসলে তেলাপোকার পিছনের অংশ তো কেটে দেখা হয়নি কখনো প্রথমে কেটে দেখতে হবে তারপর ছুটে বেড়ানোর রহস্য উন্মোচন করা যাবে।তবে তেলাপোকার পিছনের অংশ থেকে একপ্রকার আঠালো পদার্থ বের হয় যেটার দ্বারা সে মানুষকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় সেটা জানা আছে। ☺️☺️
তেলাপোকার শরীরে পারমাণবিক চুল্লির বিক্রিয়া চলে, এই জন্য পিছনের অংশ কেটে গেলেও ছুটে বেড়াতে পারে । (ইউরেনিয়াম-২৩৫) দ্বারা শরীরে পারমাণবিক বিক্রিয়া হওয়ার কারণে এনার্জির কোনো অভাব হয় না, তেলাপোকার পিছনের অংশ কেটে যাওয়া শরীরে।
তেলাপোকা ভীষণ আশাবাদী এবং মোটিভেটেড।পেছনে কি হল সেটা নিয়ে সে ভাবে না,সে শুধু সামনে এগিয়ে যেতে চায়৷ তাই সে ছুটে বেড়ায়।
তেলাপোকা ভ্রমন প্রিয়, আর খুঁজে বেড়ার মেয়েদেরকে যার কারণে পিছনের অংশ না থাকলেও মেয়েদের ভয় দেখানোর শক্তি পেয়ে ছুটে চলে।
কথা সত্য হাহা