এবিবি-ফান প্রশ্ন-৬০ || শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি কেন?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি কেন?

প্রশ্নকারীঃ

@blacks

প্রশ্নকারীর অভিমতঃ

শ্বশুরবাড়ি তে মৌমাছি বেশি কিন্তু মধু খাওয়ার লোক কম। তাই জামাই যখন আসে প্রচুর মধু পেয়ে যায়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

শ্বশুর বাড়িটা ছেলেদের হলে তবেই সেটা মধুর হাঁড়ি। কারণ মেয়ের বাবা আপ্যায়ন করে এটা ভেবেই যে, "জামাই বাবাজীবন! তুমি একজন বীর পুরুষ। আমাদের বাড়ির অ্যাটম বম্ব কে তুমি সামলাচ্ছো। তাই ভালো মন্দ খাওয়া, আদর যত্ন তোমার প্রাপ্য। "

 2 years ago 

হা হা হা হা এ্যাটম বোমের যে কি যন্ত্রনা সেটা যে সামলায় সেই কেবল বুঝে, দারুণ উত্তর দিয়েছে। হি হি হি

 2 years ago 

ধন্যবাদ আপনাকে। ☺

 2 years ago 

আহারে প্রতিটা শ্বশুর বাড়ির লোক যদি এভাবে চিন্তা করত তাহলে তো ভালোই হতো

 2 years ago 

শশুর বাড়ি মধুর হাঁড়ি,
যদি জামাইয়ের টাকা থাকে ভুঁড়ি ভুঁড়ি।
টাকা যদি না থাকে ,
তাহলে জামাইয়ের কপালে ঝাঁটার বারি।

 2 years ago 

ভাই উত্তর দিলেন নাকি ভয় দেখাইলেন, টাকা ছাড়া শ্বশুড় বাড়ি যাওয়া যাবে না দেখছি।

 2 years ago 

হ্যাঁ ভাই

যে সকল শ্বশুরবাড়িতে শালী নামক মধুর চাক আছে শুধুমাত্র সেই বাড়ির ক্ষেত্রেই "শ্বশুরবাড়ির মধুর হাড়ি" এই কথাটা প্রযোজ্য। কারণ একমাত্র শালীর হাতেই থাকে মিষ্টি মধুর ছোঁয়া। তা না হলে বউ নিয়ে গেলে তো সব জায়গায় ঝামেলা, সে হোক শ্বশুরবাড়ি অথবা বাপের বাড়ি।
 2 years ago (edited)

শ্বশুর বাড়ি মধুর হাড়ি কারণ শ্বশুর সাহেব বিয়ের সাথে সাথেই তো মধুর চাকটা জামাইবাবুকে দিয়ে দেয়। আর হাড়িটা নিজের বাসায় রেখে দেয়, যাতে করে জামাইবাবু বারবার তার মেয়েটাকে নিয়ে আসে।😄😄😄😄😄😄

 2 years ago 

শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি,,,কারণ,,,শ্বশুর বাড়ির মানুষজন খুব ভালো করে জানেন ,তাদের বাড়ির কালবৈশাখী ঝড় কে তাদের মেয়ের জামাই ছাড়া অন্য কেউ সামলাতে পারবেনা,,,,তাই জামাই শ্বশুর বাড়িতে আসলে সবাই অনেক যত্ন করে জামাইকে ভালো ভালো খাবার খাওয়ায়। যেন তাদের কালবৈশাখী ঝড় সামলাতে জামাই এর কষ্ট না হয়।

 2 years ago 

কারন শ্বশুরবাড়ির হাড়ির স্বাদ আর অন্য কোনো হাড়িতে পাওয়া যায় না। জামাই আদর বলে কথা, জামাই হলেই তা হাড়ে হাড়ে টের পাওয়া যায়।যতক্ষণ না পর্যন্ত খেতে খেতে জামাইয়ের পেটের গণ্ডগোল হয়ে মুখ থেকে মধু না বের হয় ততক্ষণ পর্যন্ত জামাই আদর চলতেই থাকে।তাই বলে ঘরজামাই হওয়া থেকে সাবধান।।

 2 years ago 

শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি কেন?

কেমনে বলব দাদা আমি সিঙ্গেল এখনো শ্বশুরবাড়ি যায়নি। জানিই নি আমার শ্বশুরবাড়ি কোথায়। তবে হ‍্যা আমার বাবার শ্বশুরবাড়িটা কিন্তু আমার জন্য মধুরহাড়ি হি হি।।

 2 years ago 

শ্বশুর বাড়ি মধুর হাড়ি এটা কোন ভাবে ঠিক না, শালিরা মধুর মধুর কথা বলে পকেট ফাঁকা করা নিয়ে ব্যস্ত থাকে।

শ্বশুরবাড়িতে সব কিছু মিলিয়ে যে সুন্দর সময় কাটে সেটা অবশ্যই মধুময়। সে হাঁড়িতে থাকে শ্বশুর, শাশুড়ির আদর ,শালা ও শ্যালিকাদের সঙ্গে আড্ডা । সে হাঁড়িতে শালা বৌকেও নিতে পারেন।তবে ভুল করে সেখানে শ্যালিকার অধর সুধা প্রবেশ করাবেন না। তাহলে সে হাঁড়ি উপচে গরল বের হলেও বেরতে পারে।

 2 years ago 

ঘরে বউ রেখে শালীর দিকে নজর দিলে শশুর বাড়ি মধুর হাঁড়ি হয়ে যায়। তাই মধু খেতে গিয়ে মৌমাছির কামড় না খাওয়াই ভালো।
😅😅

 2 years ago 

আবু জাদা সালে থাকায় তাদের কেন মধুর হাড়ি?

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.038
BTC 96590.30
ETH 3333.92
USDT 1.00
SBD 3.16