এবিবি-ফান প্রশ্ন ১৯৭ | সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে কেনো অস্ত যায়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে কেনো অস্ত যায়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আপনাদের মতামত শুনতে আগ্রহী
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সূর্য সকাল থেকে ঘুরে ঘুরে ধার দেনা করে বিড়ি কিনে। তাইতো পাওনাদারের ভয়ে পূর্ব দিকের সেই পথে আর যায়না। পশ্চিম দিকে গিয়ে রাতের আঁধারে বিড়ি খায়। আর বিড়ির আলোয় তারা ফুটে উঠে।
বাহ দারুন একটা ব্যাখ্যা দিয়েছেন তো। সূর্যের সাথে তারাও দেখিয়ে দিলেন।
পূর্ব ও পশ্চিম দুই ভাগ্নের মধ্যে চিরকালের দ্বন্দ্ব।সেই ঝগড়া ও দ্বন্দ্বের অবসান ঘটাতেই সূর্যমামা পূর্ব দিক থেকে উঠে আর পশ্চিমে অস্ত যায়।
হা হা হা দারুন বলেছেন।
☺️☺️
একটা কথা আছে না যে, মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। দুই ভাগ্নের মধ্যে দ্বন্দ্বের অবসান অবশ্যই হবে, যতদিন সূর্য মামা আছে।🤭🤭🤭
একেবারেই ঠিক বলেছ দাদা👍.
সূর্যের গার্লফ্রেন্ড এর বাড়ি পূর্ব দিকে এবং সূর্যের বউয়ের বাড়ি পশ্চিম দিকে। তাই সারাদিন গার্লফ্রেন্ড এর সাথে থাকে এবং অস্ত যাওয়ার পর থেকে পশ্চিম দিকে থাকে। অর্থাৎ তার বউয়ের সাথে থাকে 🤣🤣।
তাহলে বলা যেতে পারে সূর্য পরকীয়ায় লিপ্ত আছে। হা হা হা
সেটাই তো দেখছি সূর্যও পরকীয়ায় লিপ্ত । আমি আবার সূর্যকে খুব ভালো মনে করেছিলাম🤣। লেকিন সূর্য বি চুপা রুস্তম নিকলা🤣🤣।
ভাইয়া আমার মনে হচ্ছে সূর্যের দুইটা বউ। একটি পূর্ব দিকে থাকে আরেকটি পশ্চিম দিকে থাকে। সূর্য একজনকে দিনে সময় দেয় আরেক জনকে রাতে সময় দেয়,হি হি হি।😂😂😂
সূর্য একজন সরকারি চাকুরিজীবি। তাই সে নিজের ইচ্ছা মতন কিছুই করতে পারে না। সে নিয়মের বহির্ভুত কোনো কাজ করতে পারবে না।
হা হা হা দারুন বলেছেন দাদা। আসলেই তো সে নিয়ম বহির্ভুত কিছু করতে পারে না।
ওই চাঁদের সাথে দেখাই করতে যায় মনে হচ্ছে, হি হি হি।
আমি নিশ্চিত চাঁদের সাথেই দেখা করতে যায়। কারণ অনেকে তো বলে শুনেছি যে চাঁদেরও নাকি কলঙ্ক আছে। হা হা হা...
স্ট্রেইট ফরওয়ার্ড বলে একটা কথা আছে না, সূর্য সেরকম তাই সে তার নাক বরাবর সোজা চলতে থাকে, হাহাহা।
সূর্য জানে যে তার সব গার্ল ফ্রেন্ডরা পূর্ব দিকে থাকে। আর ছেলেরা তো সব সময়ই ডুবে ডুবে জল খেতে বেশী পছন্দ করে। তাই সূর্য পশ্চিম দিক দিয়ে উঠে আর পূর্বদিকে ডু দেয়। কারন জল যাতে বেশী করে খেতে পারে হি হি হি।
দারুন একটা লজিক দিয়েছেন আপু। হা হা হা...
সূর্যের অভিমান হচ্ছে আমার প্রেমিকার মত অভিমান করে ঠিকই কিন্তু একদিনের জন্য, সূর্যের ও তেমন সকালে উঠেই তার অভিমান হয় অভিমানে সে সরে যাওয়া শুরু করে যেতে যেতে পশ্চিমে অভিমান শিথিল হয় তাই সেখানে রাগও কমে যায় রাগ কমলে তাপ ও কমে তাই অস্ত যায়।
সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে কেনো অস্ত যায়?
কারণ, পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে তাই!হিহিহিহি!😁🌍☀️