আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৬০ by abb-fun
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তোমার চোখের মাঝে হারিয়ে যেতে চাই
দেখতে চাই রঙিন দুনিয়ার খেলা।
তোমার হৃদয়ের গভীরে প্রবেশ করতে চাই
বুঝতে চাই ছলনার বেড়াজালের বিস্তৃতি।
আমি চেয়েছিলাম সহজ জীবন
কেন ঠেলে দিলে কুটিলতার খাদে?
আমি তো বাঁচতে চেয়েছিলাম
কেন হলাম আজ জীবন্ত লাশ?
লেখক
লেখক এর অনুভূতি:
মানুষ ভুল করে প্রিয় মানুষটাকে খুঁজে নিতে। মাঝে মাঝে রুপের চাকচিক্যে হারিয়ে যায় কিছু মানুষের আসল রুপ। তখন বয়ে বেড়াতে হয় কষ্টের পাহাড়, যা থেকে হয়তো আর মুক্তি পাওয়া সম্ভব হয় না। সাবধান আবেগি মানুষ, হয়তো তুমি ভুল করছো। দ্বিতীয়বার যাচাই করার চেষ্টা করো।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমি তো দেখিয়েছিলে
আশার আলো এ দুচোখে
আজ কেন দিলে ছুঁড়ে
চোখের ও নিমিষে।
চেয়েছিলাম বাঁচতে আমি
ভালোবেসে তোমাকে
ছুটে গেছি আমি শুধু
মিথ্যে মরিচীকার পেছনে
আজ আমি বেঁচে ও আছি মরে
দুঃখ হয়েছে মোর সাথী চিরতরে।
তুমি এক হৃদয়হীনা,
বুঝলে না আমার কাব্যের ভাষা,
সবটা জুড়েই ছিলে তুমি,
কেন করলে আমার সাথে ছলনা।
তোমায় নিয়ে দেখা স্বপ্ন আজ,
মিছে মায়ায় যেন পরিপূর্ণ।
শূন্য হৃদয়ে আর বাড়াতে চাই না,
তোমায় নিয়ে অপ্রকাশিত ভাবনা।
তোমার চোখে কতশত মায়া,
হৃদয়ে আমার শুধু তোমারই ছায়া।
ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখি তোমায়,
তুমি কি আগলে রাখবে আমায়।
নাকি গড়ে তুলবে ছলনার পাহাড়,
জীবনটা আমার হয়ে যাবে ছারখার।
এত সুন্দর জীবনে কষ্টের ছায়া,
ধরে রাখতে পারবো না এত শত মায়া।
ভালোবেসে আজ আমি
পরাজিত এক সৈনিক।
তোমার ছলনার বেড়াজালে
আমি হারিয়েছি জীবনের পথ,
বাঁচতে তো চেয়েছিলাম,
তবে বাঁচতে কোথায় পারলাম!
ভালোবাসার এই ছলনায়
আজ অন্ধকারে ভেসে গেলাম।
হৃদয় দিয়ে ভালবেসেছি,
শুধুই তোমাকে।
কেন তুমি সেই হৃদয়ে,
ক্ষত করলে আঘাত দিয়ে।
তোমার ভালোবাসার পরশে,
রঙ্গিন জীবন পেয়ে ছিলাম খুজে।
তাই হারিয়ে যেতে চেয়েছি আমি স্বপ্নের সাগরে।
কেন তুমি সেই সাগরে দিলে কষ্টের বিষ ঢেলে।
রংমিশেলের এই জগতে
হারিয়ে যাই শুধুই তোমার কল্পনাতে।
তোমার মনের কুঠুরিতে চাই
ভালোবাসার কপটতা মাপতে।
আমি চেয়েছিলাম রঙিন স্বপ্ন দেখতে
ভাবুক হৃদয়ে ছলনাকে নিরাশ্রয় দিতে।
আমি তো সাজতে চেয়েছিলাম নব-উদ্মাদনায়
তবে কেন এই দুর্নিবারের পথ, কঠিন পরীক্ষায়?
চোখের ওই কালো মনিতে,
রয়েছো তুমি গেঁথে।
ভালোবাসা দিয়ে তোমায় আমি,
রাখবো বুকে বেঁধে।
আকাশ ছোঁয়া স্বপ্ন আমার,
তোমায় পাবার আশা।
তোমার জন্য রেখে দিয়েছি,
আমার ভালোবাসা।
ভুলে ভরা জীবন যেন নড়বড় করে।
মাঝে মাঝে মনে হয় এই পড়ে কি সেই পড়ে।
ক্লান্ত জীবনের ভ্রান্ত সব ধারণা।
নিজের অচিরে নিজেরই তাড়না।
আমি আছি তোমার হয়ে,
তুমিও থেকো আমার।
ত্রিভুবনে বড় সাধ ছিল,
শুধু তোমায় আপন করে পাওয়ার।
বাঁচতে চেয়েছি আমি তোমাকে সাথে,
আমার মনের স্বপ্নের ঘরে।
সেই ঘরেতে রাখতে চেয়েছি,
ভালোবাসার আদর দিয়ে।
তুমি চলে গেলে আমায় ছেড়ে,
ঘরটি তাই শূন্যতাই তোমাকে ডাকে।
আর কি আসবে না ফিরে,
আমার মনের এই ছোট ঘরে।
তুমি আমার মনের মানুষ,
রেখেছিলাম তাই মনের ঘরে।
তাইতো আজও মনের শূন্যতা,
খুঁজে পায় না আমি শান্তির নিশানা।
দারুণ লিখেছেন ভাই। খুবি ভালো লেগেছে আপনার লাইন গুলো
আমি দেখেছি সাদা রঙের বাহারি সৌন্দর্য
ভেতরটা ছিল তোমার খুবই কালো,
খুঁজতে চেয়েছি সুখের নিরালায়
তুমি দিলে দুঃখের কিনারা।
সব কিছু উজাড় করে দিলাম তোমার পদতলে
বিসর্জন করে দিলে আমায় খাদে ফেলে।
এই ছিল বুঝি তোমার ছলনা
কীভাবে বাঁচিবো আমি তোমাকে ছাড়া?
এটা বেশ সামঞ্জস্য।