এবিবি ফান প্রশ্ন- ৩৬৬ | কেউ ভুল করলে তাকে পাগল,গরু,গাধা বলি। আমরা কেন পুরুষ জাতির ঘাড়ে দোষ চাপাই?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
কেউ ভুল করলে সহজেই আমরা মন্তব্য করি- পাগল,গরু,গাধা হিসেবে। সবাই কেন এত পুরুষ জাতির ঘাড়েই দোষ চাপায়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মতামত: আমার তো মনে হয়, মেয়েরা অনেক বুদ্ধিমান।তাই তাদেরকে পাগলী,গাভী কিংবা গাধী বলার সুযোগ-ই পায় না কেউ।আপনারা কি বলেন?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
পুরুষজাতির ঘাড়ে সমস্ত সংসারের দায়িত্ব থাকে তো তাই খুশি হয়ে বাঁশটাও তাকেই দেওয়া হয়। সব জায়গাতেই মেয়েরা ছেলেদের বাঁশ দেওয়ার ধান্দা খোঁজে। 😎
তাই বুঝি 🤔,ভাবনার।
হুম দিদি ভাবতে হবে।
বাঁশ থেকে সাবধান।
হুম দাদা অনেক সাবধানে থাকতে হবে।
মনের শান্তি বড় শান্তি,আর নারী জাতি এই শান্তি পায় হলো পুরুষের উপর সব দোষ চাপিয়ে।তাই ডিরেক্ট পুরুষ কে না গালি দিয়ে পশু পাখির নামে গালায়।
বেশ ভালো বলেছেন ভাই।
হিঃ হিঃ। তাহলে ঠিকই আছে।
আসলেই ভাই আপনি সবথেকে সুন্দর বলেছেন মনের শান্তি সব থেকে বড় শান্তি।
পুরুষ মানুষের পৃথিবীতে আগমনই হয়েছে ঘাড়ে বোঝা বা চাপ নেওয়ার জন্য। কখনও পরিবারের কখনও কর্মক্ষেএের আবার কখনও আত্মীয়স্বজনের। এইধরনের চাপ সবসময় পুরুষের ঘাড়ে থাকে। আর এতো শুধু সামান্য দোষ এটাও না হয় আমরা স্বাচ্ছন্দ্যে ঘাড়ে নিয়ে নিলাম।
সব নিঃশব্দে ঘাড়ে নিয়ে নেয় পুরুষ।
একেবারে।।
একদম সত্য বাস্তব কথা বলেছেন ভাই। পুরুষ মানুষের জন্মই হয়েছে ঘাড়ে বোঝা ও চাপ নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই।
স্যার আবুল হায়াত বলেছিলেন, " পুরুষ মানুষ মানেই হলো গাধা! জীবনের শেষ বয়স অবধি গাধার মতো খাটনি কেটে যায় প্রিয়জনদের জন্য। দিনশেষে তাদের হিসাবের খাতাটা শূন্যই পরে থাকে। ""
আর মেয়েদের তো কোনো প্যারা নেই! তারা গাধীই হবে! 🙆♂️
পুরুষ মানুষ অন্যের মুখে হাসি ফোটানোর জন্য সব সময় গাধা হয়ে থাকে ভাই।
আর গাধা হওয়ার সহজ উপায় কি বলুন তো?
একদম সিম্পল দাদা!! সবকিছু নিজের ঘাড়ে নিয়ে নেন 😂😑
আবুল হায়াত স্যারের কথাটা একদম পুরোপুরি সত্য। পুরুষ মানুষের সারা জীবন গাধার মতোই খাটতে হয় সত্যই।
পুরুষদের শক্তি বেশি যে৷ জিমে দেখতাম ছেলেরা কত বেশি ওজন লিফট করত। সেই হিসেবে পুরুষদের ঘাড় শক্ত৷ আর বাড়ির লোকেরা তো বলেই থাকে ছেলেদের সংসার টানতে হয়৷ তাই দোষও টানতে হয়৷
যে করে না তার গুণ দোষ কিছুই থাকে না৷ তার ঘাড়ে আর কি চাপাবে? না করে করে তো ঘাড়টাও অকেজো ও বিলুপ্তপ্রায় ওই অ্যাপেন্ডিক্স বা কক্সিসের মতো।
এরম হতে দেওয়া যাবে না। তাই চাপ দিতেই থাকা হোক
বাংলাদেশের মানুষের জেন্ডারগত জ্ঞানের অভাব রয়েছে। যেমন মেয়েরা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে।
মেয়েরা হওয়ার কথা বুদ্ধিমতী। এখানে কমেন্টে তার প্রমান রয়েছে।😜 তাই পাগল, গরু, গাধা এইগুলোও পরোক্ষভাবে মেয়েদের উপরই বর্তায়।*
ভাই আপনি তো বেশ লজিক দিয়ে কথা বলেছেন। অনেক সুন্দর লাগলো আপনার উত্তরটা পড়ে।
জেনেশুনে সবাই কেনই বা ভুল বলবে। সবাই জানে মেয়েরা জন্মসূত্রেই অনেক বুদ্ধিমান🤪। তাই তাদেরকে পাগলী, গাঁদা এগুলো বলার কোন উপায় নেই😎। ছেলেরা তো এমনিতেই বোকা এবং গাঁদা🤣। তাদের উপরে দোষ চাপাবেনা তো কারো উপর চাপাবে🤣🤣।
দেখেন ছেলেদের মন কত ভালো তাদের উপর দোষ চাপিয়ে সমালোচনা করলেও তারা হাসিমুখে বরণ করে নেয়। আর মেয়েদের উপর দোষ চাপালে তারা পুরা সংসার ধ্বংস করে দিবে😄🤭 ।
মেয়েরা জন্মসূত্রে অনেক বুদ্ধিমান কিভাবে হয়! হওয়ার কথা তো বুদ্ধিমতী 😜
কারণ পুরুষ জাতির মত এতোটা উদার আর কেউ হয় না। পুরুষ জাতির ঘাড়ে দোষ চাপানো সত্ত্বেও সেটা মেনে নেয় আর আপনি মেয়ে হয়ে সেটা স্বীকার করেছেন তাহলে বুঝুন আমরা কতটা উদার।
আসলেই বন্ধু পুরুষ মানুষ তোমার মতই উদার হয়। তুমিও কিন্তু বেশ উদার মনের মানুষ।
ছেলেদের গুরুত্ব তাহলে কত বেশি এটা ভেবে দেখুন। পাগল, গাধা এগুলো বললেও তো ছেলেদেরকে স্মরণ করে 😅। এই প্রশ্নটার উত্তর তো আপনারাই ভালো দিতে পারেন। কারণ আপনারাই তো আমাদেরকে দোষারোপ করেন🫠। আসলে মেয়েদের উপর কোন দোষ চাপা হলে তারা তো এমনিতেই কেঁদে নদী ভাসিয়ে দিবে😭। কারণ মেয়েরা আবার ছোটখাটো কিছু হলেই কান্না করে দেয়😂। ছেলেরা তো এরকম কিছু করবে না, তাই তাদের উপরেই দোষটা দেওয়া হয়😎😇।
একদম বাস্তব কথা বলেছেন ভাই 😁।
মেয়েদের মাথায় প্রচুর চুল আছে বলে তাদের মাথায় এমনিতেই বুদ্ধি কম অর্থাৎ বোকা টাইপের। এটা আসলে সব ছেলেরাই জানে। তাই বহু বছর আগে ছেলেরা ঘোষণা দিয়েছিল,যেকোনো মানুষ ভুল করলে যাতে গাধা,পাগল এসব বলা হয়। মোটকথা ছেলেরা মেয়েদেরকে বাঁচানোর জন্যই এই ঘোষণা দিয়েছিল😂😂। কারণ ছেলেদের মন বিশাল বড়। তাছাড়া মেয়েদেরকে যদি এই শব্দগুলো উচ্চারণ করে ডাকা হয়,তাহলে সংসারের কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ এসব চিন্তা ভাবনা নিয়েই ব্যস্ত থাকবে। এতে করে দিনশেষে ছেলেদেরই বাঁশ খেতে হবে 🤣🤣।
তাদের উপর কোন দোষ চাপালে পুরা সংসারে আগুন লাগিয়ে দিবে ভাই 😄।
একদম ঠিক বলেছেন ভাই, সেজন্যই তো তাদেরকে সবসময় বাঁচাতে হয়। দিনশেষে গুরুদায়িত্ব তো আমাদেরকেই পালন করতে হয়😂।