এবিবি-ফান প্রশ্ন-৬৫ || ভালোবাসায় সুখ পাওয়ার থেকে সবাই আঘাত পায় কেন ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালোবাসায় সুখ পাওয়ার থেকে সবাই আঘাত পায় কেন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
জীবনে ভালোবাসার আশেপাশে যাইনি , তাই অভিজ্ঞতা নেই । তাই আপনাদের মন্তব্য জানতে চাই ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ ভালোবাসা হল পলিটিশিয়ান। এক জিনিস দেখিয়ে‚ নিজেকে নির্বাচিত করিয়ে তারপর অন্য জিনিস হাতে ধরিয়ে দেয়। :)
জাস্ট অসাধারণ বলেছেন ভাই , বেশ হাসলাম।
ওটাই উদ্দেশ্য ছিলো। ভালো লাগল। :)
কারণ ভালোবাসায় কাঁটা লাগানো আছে। আর কাঁটা লাগলে তো ব্যাথা লাগবেই।
মনেকরি, ভালোবাসার সুখ = পজেটিভ (+)
ভালোবাসার আঘাত = নেগেটিভ(-)
আমরা জানি, পজেটিভ নেগেটিভ = নেগেটিভ
সুতরাং, ভালোবাসা = আঘাত
( প্রমাণিত )
ভাল অংক করেছেন ত ভাই।
কি সাংঘাতিক ব্যাখ্যা দিলেন ভাই অবাক হয়ে গেলাম ধন্যবাদ
হাহাহা , বেশ অংকের মতো সহজ সমাধান। বেশ যুক্তি ছিল ।
চমৎকার বলেছেন, আমার কাছেও ঠিক তেমনটাই মনে হয় ভাই ।
সত্যিকারের ভালোবাসা হলো স্বর্গীয় সুখ।আঘাত না পেলে স্বর্গীয় সুখের সন্ধান পাওয়া যায়।সবাই কি আর স্বর্গীয় সুখের যোগ্য হতে পারে। তাই ভালোবাসা য় সুখ পাওয়ার থেকে সবাই দুঃখ পায়।
ভালোবাসায় তুলোর মত নরম হলো সুখ আর লোহার মত শক্ত হলো আঘাত।তাই নরম তুলো তো বেশিক্ষণ একই অবস্থায় থাকে না,পানিতে চুপসে যায়।তেমনি ভালোবাসার সুখও কম থাকে।আর লোহা তো যেকোনোভাবেই থাকবে আজীবন,আর লোহার মত আঘাতটাও বেশি থাকে। 🤪🤪
ভালবাসা শব্দটা অনেকটা গোলাপ ফুলের মত। বাহির থেকে সুন্দর দেখালেও সারা অংগে কাটায় ভরা। যে-ই ধরতে যায় আঘাত পেয়ে আসে। সেই কাটাযুক্ত গোলাপের সাথে আবার মেয়েদের সাদৃশ্য আছে বললে আমি রাগ করব না। হা হা।
ভালোবাসার সুখ আছে
আছে কাটার আঘাত,
জীবন জুড়ে থাকে এমন
ঘাত প্রতিঘাত।
ভালোবাসায় সুখ আছে
আছে অনেক ব্যাথা,
এটাই হলো জীবনের
আসল মর্মকথা।
হাসির পাশে কান্না যেমন
নিবিড় ভাবে থাকে,
ভালোবাসার তেমনি করে
আঘাত পুষে রাখে।
♥♥
বেশ গুছিয়ে বর্ণনা করেছেন যে । বেশ লেগেছে মন্তব্যটা ।
খুশি হলাম ভাইয়া,,,,
♥♥
ভালোবাসা হচ্ছে গোলাপ ফুলের মতো ৷ ভালোবাসাকে পেতে চাইলে কাটার একটু আঘাত পেতেই হয় ৷ আর সেই কাটার আঘাত থেকে যায় কিন্তু গোলাপ ফুল শুকিয়ে যায় ৷ যার জন্য ভালোবাসায় সুখ পাওয়ার থেকে মানুষ আঘাত বেশি পায় ৷
আলো পরে যেমন আসে অন্ধকার। সুখের পারে আসে।দুঃখ। তেমনি ভালোবাসা পরে আসে আঘাত। এটাই নিয়ম।