এবিবি ফান প্রশ্ন-২২৩ | | ভালোবাসার মানুষটি যদি আপনার জন্মদিনে কাঁঠাল উপহার দেয় তাহলে কি করবেন?
আজকের প্রশ্নঃ
ভালোবাসার মানুষটি যদি আপনার জন্মদিনে কাঁঠাল উপহার দেয় তাহলে কি করবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমত:
ভালোবাসার মানুষটি আগে থেকেই বলে রেখেছিল তার প্রিয় মানুষটির জন্য বড় একটি সারপ্রাইজ রয়েছে। প্রিয় মানুষটি অপেক্ষায় রয়েছে সেই দিনটির। অবশেষে দিনটি এলো,ভালোবাসার মানুষটি বড় একটি বক্স র্যাপিং পেপার দিয়ে প্যাঁচিয়ে সুন্দর করে প্যাকেট করে নিয়ে এসেছে। প্রিয় মানুষটি দেখে তো খুবই খুশি।প্যাকেটটি খুলে দেখল বড় সাইজের একটি কাঁঠাল। কাঁঠাল দেখে তো তার অবস্থা খারাপ, যা কোনদিন সে কল্পনাও করেনি। এখন আপনারাই বলুন আপনাদের এমন অবস্থা হলে কি করতেন?
ও হ্যাঁ আরেকটি কথা ভালোবাসার মানুষটি কিন্তু তার প্রিয় মানুষের জন্য খুবই চমৎকার একটি উপহার এনেছেন যা লুকিয়ে রেখেছেন বিশাল সারপ্রাইজ দেয়ার জন্য।কাঁঠাল দেয়া ছিল জাস্ট ফান। ভালোবাসার মানুষটি কি তার প্রিয় মানুষকে উপহার না দিয়ে থাকতে পারে??
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার ভালোবাসার মানুষটি যদি আমাকে জন্মদিনে কাঁঠাল উপহার দেয় তাহলে সেই কাঁঠাল বাজারে বিক্রি করে আমি আমার পছন্দের ফল কমলালেবু কিনে নিয়ে আসব!🤭
প্রিয় মানুষটি যদি কাঁঠাল উপহার দেয় তাহলে সেই কাঁঠালে বেশী করে টক দিয়ে আমসত্ব বানাবো। তারপর প্রতিদিন একটু একটু করে প্রিয় মানুষটিকে প্রতিদিন খাওয়াবো। যাতে সে বুঝতে পারে যে ভালোবাসায় টক ঝাল মিষ্টি অনুভূতি থাকে। হি হি হি
ভালোবাসার মানুষ বলে কথা কারণ ভালোবাসার মানুষ কখনো তার প্রিয়জনের খারাপ কামনা করতে পারে না। কারণ কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিনের ভরপুর। সেজন্যই কাঁঠালটি সদরে গ্রহণ করবো। মার্কেটে যে কত রকমের ভেজাল খাদ্য দেখতে পারছি। আমি মনে করি কেকের চেয়ে কাঁঠালি
বেস্ট। এবং দুজন মিলে সুন্দরভাবে কাঁঠালের খোসা খুলে কাঁঠালের কোষ গুলো খেয়ে নেব।
বর্তামানে একটি কাঁঠালেরও অনেক দাম তাই খুশি মনে গ্রহণ করবো।এতে করে ভালোবাসার মানুষের মনে বিশ্বাস জন্মাবে,আর পরের বছর ঠিকই হীরার নেকলেস গিফট করবে।🤣🤣
এটা ভালো বুদ্ধি বের করেছেন দিদি। কাঁঠাল গ্রহণের মাধ্যমে বিশ্বাস অর্জন করে পরে হীরার নেকলেস গিফট পাওয়ার উপায়।😁😁
ভালোবাসার মানুষ কাঁঠাল দিলেও ভালোবেসে তা গ্রহণ করবো কারণ কাঁঠাল টিকে গিপ্ট হিসেবে সাজাতেও তার অনেক টা সময় লেগে গেছে ও শ্রম দিতে হয়েছে। ভালোবেসে যা এনেছে তাতেই খুশি হতে দেখলে ভালোবাসার মানুষটার ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে যাবে।আর লুকানো গিপ্ট পেয়ে তো আরো বেশি ধন্য মনে হবে নিজেকে কাঁঠালের সাথে সুন্দর গিপ্ট মজাও করলো গিপ্ট ও দিলো এই ভেবে খুব ভালো কাটবে জন্মদিন।
যদি এমন হয় তাহলে আমি তাকে বিরানি খাওয়াবো কারণ কাঁঠাল আমার খুব প্রিয় একটি ফল।
তাহলে আগে কাঁঠালের পেট ছুরি দিয়ে চিরে দেখবো ভিতরে গুপ্তধনের সন্ধান পাওয়া যায় কিনা।তারপর কিছু না পেলে কাঁঠালের সব কোষ ভালোবাসায় মানুষের মাথায় চিপকে দেব চুইংগামের মতো।হি হি 😂 😂
যখন দেখবেন ভিতরে কোন গুপ্তধন নাই তখন তাকেই সম্পূর্ণ কাঁঠাল খাওয়াবেন আপু।😅😅
হুম, বললাম না আপু তখন কাঁঠালের কোষ মাথায় চিপকে দেব।😊😊
প্যাকেট খুলে যদি দেখি কাঁঠাল গিফট করেছে, তাহলে আমি আবারো প্যাকেট করে রাখবো। তারপর প্রিয় মানুষকে ফোন দিয়ে বাসায় নিয়ে আসবো। বাসায় আসার পর চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে,প্যাকেট খুলে কাঁঠাল ভেঙে তার মুখে দিব। এভাবে পুরোটা কাঁঠাল তাকে খাওয়াবো 🤣🤣।
ভালোবাসার প্রিয় মানুষটি জন্মদিনে কাঁঠাল উপহার দিলে, তাকে বলব যদি তুমি আমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসো তাহলে সম্পূর্ণ কাঁঠাল খেয়ে দেখাও,
কাঁঠাল বাসায় নিয়ে গিয়ে পরিবারের সবাই মিলে একসাথে খাবো আর বলব আমার গার্লফ্রেন্ড কাঁঠাল গিফট করেছে। পরবর্তীতে যা হবে সেটা ইতিহাসের পাতায় তুলে ধরব 🥱