আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৫৯

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

ঈদ নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@rex-sumon

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 8 months ago 

ঈদ মানে আনন্দ। আর ছোট বেলার ঈদ মানে তো হৈ-হুল্লোড়ের ব্যাপার। আমি যখন ছোট ছিলাম তখন তো এক কান্ড করে বসলাম। বাড়ির সব ছেলেরা ঈদের আগের দিন নিজ নিজ পছন্দ মত চুলের কাটিং দিতে বাজারে গেল। আমি বারবার বলার পরও আম্মু যেতে দিলো না। আমি ভাবতাম ছেলেরা চুল কাটছে আমিও কাটবো। পরে নিজে লুকিয়ে ছাঁদে বসে বসে কাঁচি দিয়ে পুরো মাথার এলোমেলো করে চুল কেটে বেহাল অবস্থা করে পেললাম। কাল ঈদ আর আজ চুলের এই অবস্থা দেখে আব্বু সাথে সাথে বাজারে গিয়ে আমার জন্য একটা ক্যাপ নিয়ে আসলেন। অবশেষে সেটা পরেই ঈদ কাটালাম। 🤣🤣🤣🤣

 8 months ago 

অনুগল্প:

শৈশবে স্কুল জীবনের মুসলিম বন্ধুগুলি যখন গল্প করতো--জানিস,রোজা শেষ হলেই প্রতিদিন আমার আম্মু মজার মজার খাবার খেতে দেয়।পেঁয়াজু,চপ,ছোলা ভুনা কিংবা মজার সিমুই।তখন তো আমাদের লোভ লেগে যেত,,এভাবে ঈদ চলে আসলে আমরা দাওয়াত পেতাম মুসলিম বন্ধুদের কাছ থেকে।কিন্তু যাওয়া কখনো হতো না, একবার তো নাইট স্কুলে আমরা সবাই মিলে ঝাল-মুড়ি,চপ ও ছোলা ভুনা খেয়ে ইফতার আনন্দ করেছিলাম।নাইট স্কুলে সকল মুসলিম ভাই ও বোনদের সঙ্গে, যেটা আজও স্মরণীয়।

 8 months ago 

ঈদ নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানেই সালামি। আমি পরিবারের ছোট ছেলে। কিন্তু এমন একটা অবস্থায় আছি কী বলব। গতবার ঈদে হিসেব করে দেখলাম সবার থেকে মোটামুটি সালামি পেয়েছি এই ১০০০ টাকার মতো। কিন্তু আমি আমার থেকে যারা ছোট, এই আমার ভাইয়ের ছেলে মেয়ে বোনের ছেলে মেয়ে এদের কে সালামি দিয়েছি সর্বমোট ১২০০ টাকা। অর্থাৎ আমার ব‍্যবসায় ২০০ টাকা লস। তাহলেই বলেন ভালো লাগবে কী করে যদি লাভের গুড় পিপড়ায় খেয়ে যায়।

Posted using SteemPro Mobile

 8 months ago 

নাতি ছেলে তার দাদুকে বলতেছে, দাদু আজকে কি ঈদের চাঁদ দেখা গেছে?
দাদা বলতেছে, সেই কথার শুনিস না ভাই, পান চিবাতে চিবাতে হঠাৎ করে এক টুকরো সুপারি দাঁতের মাঝখানে ঢুকে গিয়েছিল। সেই সুপারি বের করতে গিয়ে একটু দেরী হয়ে যায়। আর সেই সময় চাঁদ উঠে ডুবে গেছে। আর এই কারণে আমি চাঁদ দেখতে পারিনি। তাই ঘোষণা করে দিলাম আগামী বৃহস্পতিবার ঈদ।


পরের দিন নাতি ছেলে বলতেছে, দাদু একি অলক্ষণে কাজ করেছো। এই কারণে আজ সারা বিশ্বের সব দেশে ঈদ হচ্ছে, শুধুমাত্র বাংলাদেশ বাদে।

দাদু বলতেছে, আরে ভাই এ কথা কোথাও বলিস না। কেউ জানলে আমার চাকরিটা আর থাকবে না। শুধুমাত্র তোমাকেই বললাম, তুমি গোপন রেখো।

Posted using SteemPro Mobile

 8 months ago 

চাঁদ রাতে এক প্রবীণ দর্জির কাছে পাঞ্জাবি নিয়ে গেছে এক যুবক।
যুবকঃ দাদু আমার পাঞ্জাবিটা কি একটু সাইজ করে দেয়া যাবে-?
দর্জিঃ এখন তো আর চোখে দেখতে পাই না বাপু।শেষ বার পাঞ্জাবির সাইজ করেছি সেই ১৯৭১ সালে।

 8 months ago 

ভাগ্যিস দর্জি চোখে দেখে না,যদি চোখে দেখতো তাহলে এমন সাইজ করে দিতো জীবনে আর ঈদ করা লাগতো না,হা হা হা। ইয়া পাকিস্তানী পাঞ্জাবী ন্যাহি হে....কিসিনে ইয়া বাত দর্জিকো বোলা দো...😜😜😂

 8 months ago 

ঈদের "ছাড়" নিয়ে দোকানদার এবং কাস্টমারের মধ্যে তুমুল কান্ড!
কাস্টমার:- আপনারা ঈদ উপলক্ষে কোনো পন্যের ছাড় দেননাই কেন?

দোকানদার:- হ্যাঁ দিয়েছি তো, আমরা এবার ঈদে "ছাড়"-কেই ছাড় দিয়েছি 😜😜😜

 8 months ago 

গতকাল কালিপটকা বোম ফোটাতে গিয়ে বিপদে পড়ছিলাম। আমি রাস্তার পাশে হিসু করতে বসেছি আর বোমের মাথায় আগুন দিয়ে আমার মারার চেষ্টা করছিল। ভাগ্যিস উল্টো রাস্তারপাশে এক বাড়ির উপর গিয়ে পড়ছে ঐ দিকে আমি ভো দৌড়। 🤩🤩

 8 months ago 

একমাস রোজা রাখার পরে ঈদের দিন সকালে ঈদের নামাজ পড়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি অনেকগুলো আইটেমের রান্না হয়েছে। একটা বড় গামলা নিয়ে বসলাম, খেতে খেতে সবগুলো আইটেম শেষ করলাম। খাওয়া শেষে দেখি আর উঠতে পারিনা। কোন মত বিছানায় গিয়ে এক গড়া দিতেই ঘুমিয়ে গেলাম দেখে সন্ধ্যা হয়ে গিয়েছে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আয় হায় কামটা করলেন কি। ঈদের দিনটাই
মাটি।

 8 months ago 

ঈদের অফার পেয়ে গেছিলাম শপিংমলে শপিং করতে। ১২০০ টাকার জিনিস ২৪০০ টাকা এমআরপি করে, ৫০% ছাড় দিয়ে পুনরায় ওই প্রোডাক্ট টি আমার কাছে ১২০০ টাকায় বিক্রি করে দিল। আর আমি অফারের জিনিস কিনেছি, এই ভেবে খুশি খুশি মনে সেই জিনিস নিয়ে বাড়ি চলে আসলাম। 🤭🤔🤔

 8 months ago 

ঈদের দিন রাত্রে আমরা সবাই বাজারে গিয়েছিলাম পটকা ফোটানোর জন্য। তো আমরা সবাই পটকা ফোটাচ্ছি। তো পটকা মারতে যে পুলিশের গাড়ির উপর পটকা পড়ছে।তো আমরা সবাই পালায় গেছি পুলিশ দেখছি আমাদের পিছন পিছন বাড়ি চলে আসছে 😬😬😬তারপর কি যে বোকা।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.39
JST 0.061
BTC 96550.85
ETH 3695.88
SBD 4.09