আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তুমি আছো বলে আমি নির্ভীক
চঞ্চলতার ছায়ায় স্পন্দিত,
তুমি আছো বলেই আমি বিদ্রোহী
ভালোবাসায় মুগ্ধতায় প্রস্ফুটিত।
লেখক
লেখকের অনুভূতি:
ভালোবাসার আবেগ আছে বলেই হয়তো পৃথিবী এতোটা সুন্দর, হৃদয়ের চঞ্চলতা আছে বলেই জীবন এতোটা সুন্দর।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমি আছো বলে আমি দুঃসাহসী
ব্যাকুলতার ছোঁয়ায় স্পন্দরহিত,
তুমি আছো বলেই আমি বিপ্লবী
ভালোবাসায় এই পৃথিবী উজ্জীবিত।
তুমি আছো বলে আমি সজীব
স্নিগ্ধতা যেখানে সদা জাগ্রত,
তুমি আছো বলেই আমি সুন্দর
প্রেমের দাবীতে অন্তঃপুরেও বাকরুদ্ধ।।
0.00 SBD,
3.25 STEEM,
3.25 SP
এই ভুবনে তুমিই তো আমার আপনজন,
তুমি ছাড়া নেই তো কেউ মনের মতন,
সুখ দুঃখ সব খানেতে তুমি আছো তাই ,
আমার হৃদয় জুড়ে শুধু তোমাকেই চাই।
0.00 SBD,
3.24 STEEM,
3.24 SP
তুমি আছো বলেই আমার পৃথিবী রঙিন,
তুমি হারালে সেই রঙ হবে বর্ণহীন।
তুমি আছো বলে স্বপ্ন ছুঁতে চাই,
তুমি দূরে গেলে মন ভেঙে যায়।
0.00 SBD,
3.22 STEEM,
3.22 SP
তুমি আছো বলে চারদিকে এত রঙ্গিন
তুমি আছো বলে আমার মন উল্লাসিত
তোমার ভালোবাসার ছোঁয়ায় শরীর শিহরিত
তাই তো আমার মন এত আনন্দিত।
তোমার ভালোবাসা পেয়ে আজ দিশেহারা
মনের আকাশে পাখিরা উড়ে ডানা মেলে
রাতের অন্ধকারে শুকতারা জ্বলে
তুমি ভালোবেসে আমার চারপাশ
ভরিয়ে দিলে।
0.00 SBD,
3.21 STEEM,
3.21 SP
বাহ আপু আপনার কবিতাটা পড়ে বেশ ভালো লাগলো। দারুন করে মিলিয়ে লিখেছেন।
তুমি আছো বলে আমি আনন্দিত,
হৃদয়ের ভিতরে খুশির উল্লাস।
তুমি আছো বলে আমি উচ্ছ্বাসিত,
তোমার ভালবাসায় পরিপূর্ণ।
তুমি আছো বলে বেঁচে আছি,
দুঃখের মাঝে আনন্দ খুঁজি।
তুমি আছো বলে টিকে থাকি,
সমস্যার মাঝে সমাধান খুঁজি।
তুমি আছো বলে সবই আছে,
পাখির মত ডানা মেলে উড়ি।
তুমি আছো বলে আলোকিত,
আকাশের তারা হয়ে জ্বলি।
0.00 SBD,
3.19 STEEM,
3.19 SP
তুমি আছো বলে আমি স্বপ্ন দেখি
অজানা পথের পথে পা বাড়াই,
তুমি আছো বলেই আমি সাহসী
ভয়হীন হয়ে আকাশ ছুঁই উচ্চে।
তুমি আছো বলে আমি জীবন্ত,
তোমার কথায় পৃথিবী নতুন হয়,
তুমি আছো বলেই আমি পূর্ণ,
শূন্যতা আর কোথাও থাকে না।
তুমি নাই কিছু নাই
তুমি আছো সবই আছে
হৃদয়ের অনুভূতি চঞ্চলতা,
ভাষা খুঁজে কবিতায়,
রংধনুর সব রং
আকাশের ঐ তারা
সবই লাগে ভালো,
যখন তুমি হৃদয়ের স্বপ্ন
আবেগ অনুভূতিগুলো বোঝো
তাইতো স্বপ্ন ও প্রেম জাগে মনে,
ভালোবাসা সবার হৃদয়ে।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
তুমি আছো বলে আমি সুন্দর
তোমার মুগ্ধতায় পরিপূর্ণ
তুমি আছো বলেই আছে সুখ
মনের মাঝে বাজে রিনিঝিনি সুর।
তুমি আছো বলে আমি স্বপ্নে ভাসি,
ভালোবাসায় মোড়া, খুঁজে পাই শান্তি।
তুমি আছো বলেই হৃদয়ে গান বাজে,
জীবন যেন মধুর, পাখির সুরে সাজে।
তুমি আছো বলে আমি শক্তি পাই,
ধীর পায়ে এগিয়ে যাই, না থামি।
তুমি আছো বলেই আমি পূর্ণ,
তোমার ভালোবাসায় জীবন সাজাই।