এবিবি ফান প্রশ্ন- ৩১৮|মেয়েদের হ্যা মানে কি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মেয়েদের হ্যা মানে কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না।দেখি আপনারা কতটুকু বোঝেন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মেয়েদের হ্যাঁ মানেটা বুঝতে হলে আপনাকে হতে হবে সুপার হিউম্যান তথা অলৌকিক ক্ষমতার অধিকারী। তাদের হ্যাঁ থেকেই হাজারো না এর উৎপত্তি হয়। মেয়েদের কোনটা হ্যাঁ আর কোনট্ না তা বুঝতেই আমৃত্যু কেটে যাবে। তারপরও বুঝতে পারবেননা। তাই সাবধান থাকবেন, মেয়েদের হ্যাঁ তে অতিউৎসাহী হয়ে সাপোর্ট দিবেননা। পরে ঠেলা সামলাতে পারবেননা।
প্রথমেই বলি মেয়েরা উভয় সম্মতির মানুষ 🤓
তাদের হ্যা এর মাঝে না গভীরভাবে লুকিয়ে থাকে, তাই খুব সাবধানে এগিয়ে যেতে হবে। ধরুন সে আপনাকে হ্যা বলে পরীক্ষা করবে, আমি কাজটা করেন কিনা। 🤪
যদি সেই হ্যা কে নিয়ে আপনি এগিয়ে যান, তাহলে বাকিটা ইতিহাস হয়ে 😄
আর বলবো না, পরে আমার হোম ম্যানেজার এই অধমের হোম সার্ভিসের চাকরি খেয়ে দেবে 😜
হাহাহা ভাই আপনিও দেখছি মেয়েদেরকে নিয়ে অনেক ভয় পান আর তাই সম্পূর্ণ ইতিহাসটা তুলে ধরলেন না। 😎 যাইহোক এই অসময়ে চাকরিটা নষ্ট হলে অনেক কষ্ট হবে আপনার।
হা হা হা 😄
ঠিক বলেছেন ভাই।
ভাইরে ভাঙা দেয়াল,খ্যাপা শেয়াল, রাজার খেয়াল আর মেয়েদের হ্যা এর অর্থ কখন কোন দিকে যাবে কে বলবে। 🤣🤣🤣
সব রিভার্স ভাই! হ্যা বললে না, না বললে হ্যা বুঝে নিতে হবে। এদের মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না 😂
মেয়েদের হ্যা মানে আজ থেকে আপনি দুনিয়াতেই নরকের যন্ত্রনা উপভোগ করার জন্য রেডি হোন,হা হা হা।😜😜😜
তারমানে আপনিও ভুক্তভোগী। ব্যাপারটা কিন্তু বেশ জটিল লাগলো ভাইয়া। সাবধানে থাকবে।
আমাদের হ্যা মানে কি আমরা নিজেরাই জানি না।
কখনো অভিমানী হৃদয়,কখনো আবেগী মন তো
কখনো যুক্তি -তর্কে ছেলেদের হার মানানো আবার কখনো ছেলেদের পকেট খালি করার একরাশ গভীর অনুভূতি।তাহলে আপনারা বুঝবেন কি করে।হি হি☺️☺️
দিদি আমিও কিছুই বুঝলাম না শুধু দেখেই গেলাম 😍 মেয়েদের মন বোঝা বড়ই কঠিন।
মেয়েদের হ্যাঁ মানে অন্যরকম এক অনুভূতি। সেই লেভেলের স্বাদ।যে হ্যাঁ র জন্য পুরুষ মানুষ দিনের পর দিন অপেক্ষা করে। যে হ্যাঁ এর জন্য অনেক যুবক রাত্রে মশার কামড় খায়। মেয়েদের হ্যাঁ মানেই অনেক পুরুষের রাত্রি জাগরণ। এই মেয়েদের হ্যাঁ মানেই আবার অনেক পুরুষের গৃহত্যাগ। আবার এই মেয়েদের হ্যাঁ এর জন্যই অনেক পুরুষ যেন স্বর্গের সিঁড়ি পেয়ে বসে। সবকিছু মিলিয়ে মেয়েদের হ্যাঁ এক, এক ক্ষেত্রে এক, এক ধরনের রূপ ধারণ করে।
একদম ঠিক বলেছেন ভাই
মেয়েদের হ্যা মানেই ছেলের বারোটা বেজে গেল। ওর জীবনের হাসি খুশি র সমাপ্তি হলো আর প্যারা জীবন শুরু হলো।
মেয়েদের হ্যাঁ মানে ছেলেদের পকেট ফাঁকা। কারণ সেই হ্যাঁ এর মাঝে লুকিয়ে থাকে দামী রেস্টুরেন্টের খাবার, বড় বড় শপিং মলের ড্রেস,কসমেটিকস, জুতা আরও কতো কি। তখন ছেলেরা ভাবে যে, মেয়েরা যেনো বিয়ের দিন কবুল অর্থাৎ হ্যাঁ সম্মতি ছাড়া, আর জীবনেও হ্যাঁ না বলে 😂😂। এককথায় বলতে গেলে,মেয়েদের হ্যাঁ মানে, ফান্দে পড়িয়া ছেলেরা কান্দে রে🤣🤣।
মেয়েদের হ্যাঁ মানে বিশাল কিছু। মেয়েদের হ্যাঁ এর মানে যে বুঝতে পারে না সেতো অভাগা। মেয়েদের হ্যাঁ মানে কাউকে সারা জীবনের জন্য নিজের হৃদয় দিয়ে দেওয়া। মেয়েদের হ্যাঁ মানে একজন অগুছালো পুরুষের দায়িত্ব নেওয়া। আর মেয়েদের হ্যাঁ মানে ভালোবাসার মানুষের শত কোটি অন্যায় আছে জেনেও তাকে ভালোবেসে যাওয়া।