আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
থেমে যাচ্ছে স্পন্দন
নির্জীব হৃদয়ের অনুভূতি,
সময়ের নির্মম কশাঘাতে
বিবর্ণ হৃদয়ের আকুতি।
থমকে আছে স্পৃহা
নিশ্চল হৃদয়ের ব্যকুলতা,
সময়ের আঘাতে ক্ষতবিক্ষত
নিস্তেজ হৃদয়ের চঞ্চলতা।
লেখক
লেখক এর অনুভূতি:
সময়ের আঘাতে মাঝে মাঝে আমাদের হৃদয় নিশ্চল ও নির্জীব হয়ে যায়, পরিস্থিতির কাছে বড্ড বেশী অসহায়ত্ব প্রকাশ করে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
থমকে যাচ্ছে জীবনের গতি
মনে হচ্ছে পথের সীমানারাও হারিয়েছে
আজ বড্ড বেশি দোষী মনে হয় নিজেকে
যেখানে ভাষারাও রুদ্ধপ্রাপ্তি।
থমকে গেছে আনন্দগুলি
হৃদয়ে ভরা প্রবল ভাবাবেগী,
মধ্যবিত্তের করাঘাত ছুঁয়ে
আজ জীবন দারুণ একাকিত্বের মাঝে।
সময় বদলে যায় বদলায় হৃদয়ের স্পন্দন
হৃদয়ের আর্তনাদে কাঁদে এই মন
কষ্টের আঘাতে হৃদয়ের আকুতি
জানাই তোমাকে হাজারো মিনতি
ফেরারি মন আমার তোমাকে চাই শুধু।
বিষন্নতার ছোঁয়ায় কমেছে হৃদয়ের চঞ্চলতা
কষ্টরা বাসা বেঁধেছে এই মনের আঙিনায়
প্রেমের আঘাতে আমার হৃদয় ক্ষতবিক্ষত
তবু তোমার জন্য আমার এই মন সুরক্ষিত।
অবহেলার মাঝে হারিয়ে ফেলেছি সব,
প্রাপ্তির খাতাটা আজও অপূর্ণতায় ভরপুর,
কবে হবে সব বেহিসাবের মিল?
কবে পাব সব ব্যর্থতার সুফল?
হৃদয়ে আজ রক্তক্ষরণ,
যেটা শুধুই অন্তরালে বিদ্যমান,
দেখেনা তো কেউ বোঝেনা মন,
উপহাস করে যায় প্রতিক্ষণ।
চুপিসারে এই ভাঙা হৃদয়ের অতলে
থাবা মারছে বস্তুবাদ
সামান্য কোথাও দাঁড়াবার জায়গা নেই
চারপাশে লোভের লাল স্বাদ
থমকে কেউ নেই জগৎ জুড়ে মঞ্চসজ্জা
সমান্তরাল আলোর ধীর গতি
সবাই ছুটছে শব্দ হচ্ছে হুনহুনা রে হুনহুনা
নাচছে শুধু মজ্জার অস্থির মতি।
মনকে হারিয়ে নিঃস্ব আজ
স্বপ্নরা হারিয়ে ঠিকানা
চঞ্চল এই মন বিষন্নতায়
ঢেকে গেছে কালো আঁধারে।
থমকে গেলো কোলাহল
নিশ্চল হয়ে আজ দাঁড়িয়ে
কথামালারা হারিয়ে গেছে
অমানিশা কালো আঁধারে।
নিঃশেষ আমার স্তব্ধ হয়ে যাচ্ছে
আস্তে আস্তে আমি বিলীন হয়ে যাচ্ছি,
তোমার নির্মম আঘাতের কারনে
আজ আমি দিশেহারা এক পথযাত্রী।
থমকে যাচ্ছে জীবন আমার
তোমার কঠিন কষাঘাতের কারণে,
সতেজতা ফিরবে কি আর কোনদিন
নিঃস্ব এই অনিশ্চয়তার জীবনে।।
থেমে আছে সময়
নির্জীব হৃদয়ের স্পন্দন,
অনুভূতির নির্মম কশাঘাতে
বিবর্ণ হৃদয়ের কান্না।
স্থির হয়ে আছে মন
নিশ্চল হৃদয়ের ব্যথা,
সময়ের আঘাতে ক্ষতবিক্ষত
নিস্তেজ হৃদয়ের ব্যকুলতা।
হৃদয়ে স্পন্দন করে শুধু হাহাকার,
খোঁজে ফিরে ভালোবাসা,
খোঁজে ফিরে প্রিয়জন,
আর খোঁজে ফিরে নিস্তব্দ রাত ।।
তোমার অপেক্ষায় থাকা,
ভালোবাসার পদ্মফুল,
নিঃশ্বেস হলো আজ,
পেলনা কোন কূল।।
কিছু সময় বড়ই বেদনাদায়ক
কষ্টের আঘাতে হৃদয় কেঁদে ওঠে,
আবার কিছু সময় নিশ্চুপ
ব্যথা গুলো আঘাতে হৃদয় ক্ষত,
নেই কোন আবেগ অনুভূতির ভাষা
এ যেন নিস্তেজ হৃদয়ের হতাশা।
বিষন্নতা আজ এ হৃদয় জুড়ে
হৃদয়ের চঞ্চলতা আজ বহুদূরে।
মিলিয়ে যাচ্ছে আশা
শূন্য প্রাণের অভিমান,
কালের কঠোর পরশে
ম্লান হয়ে যায় অভিযান।
স্তব্ধ হয়েছে বাসনা
নীরব মনের আর্তনাদ,
যুগের তীব্র আঘাতে
ভেঙে পড়ে সকল স্বাদ।