এবিবি-ফান প্রশ্ন ১৮২ | অসহ্য গরম, আপনি কিভাবে সহ্য করছেন।

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

অসহ্য গরম, আপনি কিভাবে সহ্য করছেন।

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

সহজ উপায়ে সমাধান দিবেন, যেন খুব কার্যকরী হয়।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

আমি বাপু বিবাহিত লোক। জীবনে অনেক কিছুই সহ্য করতে হচ্ছে। আর এ তো সামান্য গরম।

 2 years ago 

বৌদির সাথে যোগাযোগ করতে হবে দেখছি, দাদা। 🤣🤣🤣।

 2 years ago 

কোন লাভ নেই। সত্য কথা বললে মার একটাও মাটিতে পড়বে না। সব গিয়ে আমার পিঠে পড়বে।

 2 years ago 

গরমের এই ভীষণ প্যারায়,দুঃখ কষ্টে হয়েছি একাকার।
নির্ঘুম রাত ক্লান্ত দেহ,এই যেন এক ভীষণ হাহাকার।
হাত পাখা যেন পরম বন্ধু,সাথে থাকে সারাক্ষণ।
হাত অবশ হয়ে আসে,ব্যবহার করে যদি কিছুক্ষণ।

কষ্টের কথা বলব কি আর,এই গরমকে নিয়ে।
আফসোস করি মাঝে মাঝে,ছাদের উপর গিয়ে।
বিদ্যুৎ হচ্ছে সিন্ডিকেট,তাই পাচ্ছিনা আমরা জনগণ।
উপরমহলে যারা থাকে,মনে হয় তারাই বিদ্যুতের আপনজন।

উপরমহলে যারা থাকে,তাদের অনেক সুখ।
বিদ্যুৎ তাদের নৃত্য সঙ্গী,আমাদের শুধু দুখ।
ছিল অনেক গাছপালা,কেটে ফেলছে সব।
সে কারণে আজকের এই,দুঃখের কলরব।

প্রতিনিয়ত গাছপালা কাটছে সারি সারি,
সেই কারণে আজকের এই সব আহাজারি।
সবাই মিলে গাছ লাগাও অনেক বেশি বেশি,
গাছপালা সব বাতাস দিয়ে হবে প্রতিবেশী।

 2 years ago 

কিভাবে আর সহ্য করবো মুখ বুজে সহ্য করছি আর মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে গরমকে গালিগালাজ করছি আর বৃষ্টিকে ডাকছি।

 2 years ago 

দাদা , গরমে নরম হয়ে গেছে 😳। অসহ্য গরম আর সহ্য করতে পারছি না সেইজন্য পাশে একটি জল ভর্তি বালতি নিয়ে রেখেছি। যখনই গরম লাগছে গায়ে একটু জল দিয়ে নিচ্ছি। এছাড়াও বেশি বেশি করে ঘুমাচ্ছি। ঘুমানোর আগে কষ্ট হলেও যখন ঘুমিয়ে পড়ছি তখন তো আর কষ্ট হচ্ছে না। এইজন্য এখন গড়ে প্রায় ১৮ ঘণ্টা প্রতিদিন ঘুমাচ্ছি গরম থেকে বাঁচার জন্য। 🤪🥵 আমার এক দাদু ছিল সে গরমকাল হলেই খাটের নিচে গিয়ে শুয়ে থাকতো। মাঝে মাঝে আমিও সেই ফর্মুলা এপ্লাই করছি।

 2 years ago 

যখনই মনে হচ্ছে গরম অসহ্য,তখনই বউয়ের দিকে তাকাচ্ছি আর ভাবছি এত বছর ধরে একে সহ্য করছি গরম তো এর কাছে কিছুই না। তখন আর গরম লাগছে না। আপনিও ট্রাই করে দেখতে পারেন ভাই।

আপনি আবার এই অসময়ে বউ পেলেন কোথায়...? হা হা হা...😂

 2 years ago 

পাশের বাড়ির বদ্দা সহ্য করতে না পেরে কয়দিনের জন্য ধার দিয়ে গেছে,যাতে উনার মত আমিও ভুল না করি😁😁

 2 years ago 

দাদা যখন আপনার অসহ্য গরম অনুভূত হবে তখন আপনি বরফের দেশে কল্পনার রাজ্যে চলে যান।আপনি ভাবুন- কাশ্মীরে বরফের উপর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, আর বরফ ঝরে ঝরে আপনার গায়ে পড়ছে। আপনি ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছেন, দেখবেন গরম কোথায় ভেনিস হয়ে আপনার ঠান্ডা লাগা শুরু করেছে।😀😀

 2 years ago 

ঠিক আছে বোন তোমার এই ফর্মুলা এপ্লাই করে দেখব, দেখি এই গরম থেকে বাঁচা যায় কিনা! 🥲🤪

 2 years ago 

হি হি,এখন থেকেই এপ্লাই করা শুরু করে দাও দাদা☺️☺️.

 2 years ago 

একটা চোরকে বেঁধে যখন মারা হয় তখন অন্য একজন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে যে এত মার তোমার কেমনে সহ্য হয়। তখন চোরটি উত্তর দিবে বেঁধে মারলে আপনারও এরকম সহ্য হবে। তো আমিও আসলে এইভাবে সহ্য করছি।

 2 years ago 

বউয়ের প্যারা সইতে সইতে এই গরমকর আর গরম মনে হচ্ছেনা। তাই এই গরমটাকে সহ্য করা যাচ্ছে।

 2 years ago 

এই কমেন্ট যদি ভাই আপনার বউ দেখে তাহলে পরের দিন থেকে আপনার খাওয়া দাওয়া সব অফ করিয়ে দেবে।

 2 years ago 

গরমের সাথে মিতালী করে
সয়ে যাচ্ছি গরম,,
এই কথাটা বলতে যদি ও
একটু লাগে শরম।

মনের সুখে গরমটাকে
করছি উপভোগ,,
লোডশেডিং এ বসে বসে
গাইছি গান ফোক।

ভুল করেও ভেবো না কেউ
এটা আমার রোগ,
মজার ছলে সবার সাথে
করে গেলাম জোগ।

গরমটাকে আমার মত
করুন উপভোগ,
বন্ধুত্বের নামের তালিকায়
করুন তাকে যোগ।

যে বিষয়টা যেমন করে
ভাবা যায় মনে,
সেই রকমের হরমোনটাও
ব্যালেন্স হয় ততক্ষণে।
♥♥

 2 years ago 

অসহ্য গরম, আপনি কিভাবে সহ্য করছেন।

দিনের বেলায় সারাদিন শীতলক্ষ্যা নদীতে ডুব দেই। রাতের বেলায় ঘুমানোর আগে এক বালতি পানি রাখি বালিশের পাশে এবং বালতির মধ্যে একটি নেকড়ে রাখি। যখনই গরমে ঘুম ভেঙে যায়, তখনি নেকড়ে ভিজিয়ে শরীর মুছে আবারও ঘুমিয়ে যাই।🤣🤣🤣

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.26
JST 0.039
BTC 96006.98
ETH 3433.92
USDT 1.00
SBD 1.57