এবিবি ফান প্রশ্ন- ৪৬২ |লেডি কিলার রোমিও বলতে আসলে কি বুঝায়...
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
লেডি কিলার রোমিও বলতে আসলে কি বোঝায় এবং তারা ঠিক কি কি বিশেষ কর্ম করে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কি আর অভিমত দেবো!আপনারাও বলুন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
প্রথমে নারীকে প্রেমের জালে ফাঁসিয়ে তারপর বিয়ে করে শখ পূরণ করে হত্যা করাই লেডি কিলার রোমিও এর ইতিহাস।এদের কি কাজ থাকে সেটা তো অভিজ্ঞতা নেই,তবে নিউজ চ্যানেলে বিভিন্ন তথ্য দেখে যেটা বোঝা যায়---
1.প্রথমে একদম ভোলেভালা সাজে রোমিওরা।
2.তারপর প্রেমের জালে ফাঁসায় খুবই ভদ্রতার সঙ্গে।
3.সস্তার জিনিস গিফট করে লেডিদের মন জয় করে নেয়।
4.এবারে বাবা-মায়ের প্রতি তীব্র অবিশ্বাস ঢুকিয়ে দেয় লেডিদের মনে, যাতে প্রেমে পাগল হয়ে লেডিরা বাবা-মাকে ত্যাগ করে।
5.সবশেষে ভাগিয়ে নিয়ে বিয়ে করে আর কয়েকদিন পর হত্যার খবর ছড়িয়ে পড়ে কাগজের পাতায়।
লেডি কিলার রোমিও বলতে নারীর হৃদয় জয় করাই যে পুরুষের নেশা তাকে লেডি কিলার রোমিও বলা হয় । যে পুরুষ যে কোন উপায়ে ভালোবাসার কঠিন পরীক্ষা দিয়ে নারীর মন জয় করে সেই লেডি কিলার রোমিও💗🩵💙💜।
তাদের বিশেষ কর্ম অনেক গুলো তার মধ্যে
তারা দুজন যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মনের ভালোবাসা অনুভূতি গুলোকে প্রকাশ করে।
লেডি কিলার রোমিও চায় তার প্রেমিকাকে যেকোন উপায়ে খুশি করতে তাই সে প্রেমিকার জন্য যে কোন কাজ করতে দ্বিধা করে না। ভালোবাসা দিবসহ যে কোন বিশেষ দিবসে যে কোন পরিবেশে গিয়ে বেশ আনন্দ করে।
দুজন দুজনকে ভালোবেসে প্রিয় খাবার, প্রিয় রং, প্রিয় যে কোন জিনিস একে অপরকে উপহার দেয়।
আসলে তাদের ভালোবাসার কর্ম গুলো আনলিমিটেড দুজন দুজনকে ভালোবেসে কখন কি করে তা নির্দিষ্ট করে বলা যায় না 💗🩵💙💜।
আপনি এত কিছু ক্যামনে জানেন ভাই।আপনার টেক্সট দেখে মনে হচ্ছে আপনি একজন লেডি কিলার😁😁।
আসলে আপু,, এই বয়সে যদি লেডি কিলার রোমিও সম্পর্কে না জানি তাহলে কখন জানবো। অনেকের মন জয় করতে হবেতো 💗💞😁😄।
ইয়েস একদম ঠিক কথা ভাইয়া চালিয়ে যান।
লেডি কিলার রোমিও তারাই যারা মেয়েদের মাথায় কাঁঠেল ভেঙ্গে খায় আরকি।
সুন্দরী নারীদের আকর্ষিত করে হৃদয় জয় করাই যার নেশা 😎 আপু এদের কর্ম তো মারাত্মক ভয়ঙ্কর হয়। লাইন দিয়ে খাবে সিরিয়াল দিয়ে মরবে 🤠
জি ভাই আপনি ঠিক বলেছেন, হৃদয় জয় করাই যার নেশা সেই লেডি কিলার রোমিও😁😄।
এই বিষয়ে দেখছি আপনি অনেক অভিজ্ঞ।
এই বিষয়ে আমি আমার ব্যক্তিগত মতামত দিতে চাই 😲। তা হচ্ছে লেডি কিলার রোমিও কথাগুলোকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে চাই যেমন লেডি=মেয়ে,কিলার=খু'নি,রোমিও=একজন মানুষের নাম অতএব লেডি কিলার রোমিও মানে হচ্ছে মেয়ে খু*নি রোমিও😝🤭🤣🤣।
বিশেষ দ্রষ্টব্য: জাস্ট ফর ফান নট বি সিরিয়াস।
আসলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে হিউজ অভিজ্ঞতার দরকার আছে কিন্তু আমি তো এই বিষয়ে একদম অনভিজ্ঞ তাই চুপচাপ হাঁ করে দেখা ছাড়া কোন উপায় নেই।
যাদেরকে দেখলে মেয়েরা মরতে মরতে বেঁচে যায়, তারাই মনে হয় লেডি কিলার রোমিও🤣😄😂।
একজন পুরুষ হাজারো লেডির ক্র্যাশ। ডজন খানেক প্রেমিকা তার।এরপরেও নিজেকে দাবি করে সিঙ্গেল নতুন প্রেমে যাওয়ার আগে।তাকেই লেডি কিলার বলে।😁😁
আপনি তো কাকে বলে এটাই বলে দিলেন।
৫০ বছরের অভিজ্ঞতা যে তাই আপু🤣🤣।
উহু! আমি তো দেখেছি মেয়েরা এসব করে! একাধিক রিলেশন করেও বলে সে সিঙ্গেল
হুম মেয়েরাই করে ।তবে ছেলেরা পবিত্র পাপী এগুলো করেনা🤣🤣🤣।
করে করে, সবাই না,,, 😂
লেডি কিলার এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে @tuhin002 রবিবারের আড্ডায় জীবনের পর্বে একদিন তার জীবনের গল্প শুনে আমাদের সকলের প্রিয় দাদা তাকে লেডি কিলার উপাধি দিয়েছিল।
একদম বড় উদাহরণ দিয়েছেন 🤣।
আরে ভাগ্নে আর কাউকে পেলি না 😭😁
যারা জাতির ক্রাশ, যাদেরকে দেখলে মেয়েরা পাগল হয়ে যায়🤣। যাদের প্রধান কাজ মেয়েদেরকে নিজেদের প্রেমে পাগল করা। এমনকি একটার পর একটা মেয়ে ধরা। তাদেরকেই বলা হয় লেডি কিলার রোমিও 😀😁।