এবিবি-ফান প্রশ্ন-২৯ || বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেই কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেই কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এটা প্রমাণ দেওয়ার জন্য যে বিয়ের দিন ছেলেরা মেয়েদের থেকে বেশি লাজুক থাকে।
(আসলে এতটা লাজুক না আমরা। সব ই বউএর মন পাওয়ার ধান্দা, সত্যি টা বলে দিলাম কিন্তু। )🤪
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আজ কাল তো সবাই প্রেম এর পর প্রেম করে। বিয়ের সময় এই জন্যই নাকে রুমাল দেয় যেন প্রাক্তন কোন গার্লফ্রেন্ড বরকে চিনতে না পারে। 😄
কারণ বিয়েতে যদি দুর্ভাগ্যজনক কোন এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় তাহলে তো কেলেঙ্কারি, সেজন্য নাকে মুখে রুমাল দিয়ে রাখে।
এই অ্যাঙ্গেল থেকে তো কখনো চিন্তা করে দেখিনি। চমৎকার অবজারভেশন। কথাটা কি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেন নাকি?🤣😂
কিছুটা ওই রকমই ভাই।😀😀
বিয়ের বাড়ীর খাবার খাওয়ার পর অনেকেই বায়ুদূষণ করতে পারে।তাই বায়ুদূষণের হাত থেকে রক্ষা পেতে নাকে রুমাল দিয়ে রাখে।
এখানে লজ্জার কিছু না, শাশুড়ি যেনো আবার স্কুল জীবনের বান্ধবী না হয়ে যায়। তাই একটু সাবধানতা অবলম্বন 🥴🥱
বুইড়া বয়েসে প্রথম বিয়ে করলে এমন হওয়ার চান্স থাকে অবশ্য।
যাতে এক্স গার্লফ্রেন্ড এসে চিনে ফেলতে না পারে 🤭
আজীবন তো বউয়ের অত্যাচার সহ্য করতেই হবে আর চুপচাপ থাকতে হবে। তাই রুমাল মুখে দিয়ে বউকে বোঝানো হয় "আমি শান্ত শিষ্ঠ পত্নিনিষ্ঠ ভদ্রলোক 🤪"
বিয়ের পর কেমন থাকতে হবে, তা বিয়ের দিন দেখিয়ে দেয়া হয়, হি হি হি
মনের খুশি লুকানোর জন্য বিয়ের সময় ছেলেরা নাকে রুমাল দেয়। বিয়ে করে পস্তানোর পর সেই রুমাল চোখের জল মুছার কাজে লাগে।
😆😆
হা হা হা খুব ভালো বলেছেন।
যে দুটো কারণ উল্লেখ করেছেন। দুটোই যুক্তিসঙ্গত কারণ।
এবং বাস্তব।
বিয়ের দিন অনেকটা সময় কাজের চাপে না খেয়ে থাকতে হয় তাই মুখে রুমাল চেপে , মুখ লুকিয়ে রেখে কিছু খাবার খেয়ে নেয় বেচারা ছেলেগুলো।
বিয়ের দিনের শালি গুলো যে পরিমাণ মেকআপ দিয়ে দুলাভাই সামনে আসে, সেই দুর্গন্ধ দূর করতে নাকের রুমাল পরে।
এইবারই সেরেছে। এখন মেয়েদের আক্রমণ শুরু হবে এখানে।