এবিবি ফান প্রশ্ন- ৫০৭ | মানুষ প্রেম করে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মানুষ প্রেম করে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
সুখে থাকতে ভূতে কিলায় সেই কিল খাবার জন্য মানুষ প্রেম করে !
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মানুষ প্রেম করে মনের আফসোস দূর করার জন্য। কারণ প্রেম এমন একটা জিনিস,যেটা না করলে সারাজীবন আফসোস করতে হয়। সুতরাং সারাজীবন আফসোস করতে না চাইলে,সবাই তাড়াতাড়ি প্রেম করা শুরু করুন 🤣🤣।
0.00 SBD,
4.26 STEEM,
4.26 SP
মানুষ এমন এক প্রজাতি মানুষ নিজে নিজের সুখ সইতে পারে না! কথায় বলে সুখে থাকতে ভুতে কিলায়। সুখকে হারাম করার জন্য প্রেমে পড়ে। যেটা আমার অনুভূতি থেকে বলা হা হা হা😀😃😄।
0.00 SBD,
4.24 STEEM,
4.24 SP
সুস্থ মাথা কে নষ্ট করার জন্য। যাদের স্বাধীন মুক্ত জীবন সহ্য হয় না ,মনে মনে ভাবে কেউ এলে ভালো বেশ বলে দেবে কি করব না করব। তখন বুঝতে পারে না খোলসের ভিতর কি আছে মুক্তো না কাদা। 🤣🤣 তারপর ছোবল খেয়ে প্রেম ভেঙে আবার প্রেমে পড়ে কারণ ন্যাড়া যতবার ন্যাড়া হয় ততবার বেলতলায় যায়। টাক না ফাটালে জীবন বেকার হয়ে যাবে। 🤣🤣🤣🤣
0.00 SBD,
4.23 STEEM,
4.23 SP
আপু সুস্থ মাথাকে নষ্ট করার জন্য প্রেমে যথেষ্ট। আর কিছুই লাগেনা।
বনের যে পাখি সেও একা না। তারও একটা সঙ্গী আছে। মানুষও একা থাকতে চাই না। এইজন্যই সঙ্গী খোঁজে। আর সঙ্গীর জন্যই মানুষ প্রেম করে।
0.00 SBD,
4.21 STEEM,
4.21 SP
আহা, কি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন ভাই। মনে তো হচ্ছে আপনিও তাহলে সঙ্গীর খোঁজে আছেন 🤭🤠।
মানুষ যখন জীবনের প্রতি বিরক্ত হয়ে যায়,পৃথিবীতে থাকতে মন চায় না।কিন্তু আত্মহত্যা মহাপাপ,তাই আত্মহত্যার বদলে প্রেম করে।
0.00 SBD,
4.20 STEEM,
4.20 SP
কিন্তু সবশেষে দেখা যায় প্রেম করার পরে ছ্যাকা খেয়ে আত্মহত্যা করে 🤣😅।
একেবারে জম্পেশ কথা বলেছেন ভাই। তাহলে যারাই প্রেম করতেছে তাদের উদ্দেশ্য প্রেম নয় আত্মহত্যা করা😃।
প্রেম মানেই নিজেরে শেষ করে দেওয়া ভাই।তারপর জিন্দালাশ হয়ে ঘুরে বেড়ানো।
প্রেম হচ্ছে দিল্লিকা লাড্ডু, মানুষ এই জিনিস খেলেও আফসোস করবে, আবার না খেলেও আফসোস করবে, না খেয়ে আফসোস করার চেয়ে খেয়ে আফসোস করাই ভালো, তাই মানুষ প্রেম করে।
0.00 SBD,
1.25 STEEM,
1.25 SP
এক কথায় বলতে গেলে, মানুষ প্রেম করে ফোনের ব্যাটারি শেষ করতে!!সেই সাথে নিজের ব্যাটারিরও বারোটা বাজাতে।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
কারন প্রেম দুই প্রকার।অর্থাৎ কেউ জীবনে বড়সড় ধোঁকা খাওয়ার জন্য প্রেম করে আবার কেউ টাকা হাতানোর জন্য প্রেম করে।দুটিই প্রেমের স্বাদ মেটায়, হি হি☺️☺️
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আপু আপনার কথাগুলো তো ভালো লাগলো একদম ঠিক বলেছেন।
ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।
আমি মনে করি কবি হওয়ার জন্য। বেশিরভাগ প্রেমই ছ্যাঁকায় পরিণত হয়।তাই ছ্যাঁকা খাওয়ার পরে ভালো কবিতা লেখা যায়। আর সেজন্যই মানুষ প্রেম করে। হাহাহা
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
মূলত মানুষ প্রেম করে তার পছন্দের মানুষটিকে আগলে রাখার জন্য তবে কিছু মানুষ প্রেম করে শুধু নিজের চাহিদা পূরণের জন্য।