এবিবি ফান প্রশ্ন- ৪৪৩ || বেদনার রং নীল । লাল নয় কেন ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বেদনার রং নীল । লাল নয় কেন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি তো জানি না। আপনাদের কাছ থেকে জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বেদনার রং কি নীল না লাল সেটা কি কেউ দেখেছে? আমি তো মনে করি বেদনার রং নীল বা লাল নয়। সে যখন যার মনে বসবাস করে তার রং এ রঙিন হয়ে উঠে। লাল হলো প্রেমের রং। নীল হলো আবেগের রং।
নীল আবেগের রং এটা জানা ছিল না।
সত্যি আপু বেদনার রং আসলে কি আমরা কেউ জানিনা। তবে আমরা কল্পনায় নীল রং কে খুঁজে নিয়েছি।
এটা ঠিক বলেছেন আপু প্রেমের রং লাল হয় আর বেদনার রঙ নীল হয়।
নীলের মধ্যে অন্যরকম একটা অনুভূতি রয়েছে। যেটা সবকিছুর থেকে একেবারে আলাদা। আসলে বেদনার স্ত্রীর পছন্দের কালার হচ্ছে নীল😃। আর তার এক্স গার্লফ্রেন্ডের কালার হচ্ছে লাল😂। স্ত্রীর মন রক্ষা করার জন্যই তার রং নীল 😁🤣।
বেদনার রং যদি লাল হতো তাহলে দেহের রক্তের সাথে মিশে যেতো তাই বেদনার রং নীল। নীল হওয়ার কারণে দূর থেকে সহজে বুঝা যায় বেদনাকে।
আসলেই ভাই বেদনার রং নীল হওয়ার কারণে দূর থেকে অনেক সহজেই বোঝা যায়।
বেদনার রং লাল হলে সবাই বেদনাকে ভয় পেতো। যেহেতো বেদনার রং নীল তাই সবাইকে বেদনাকে আপন করে নিয়ে বিরহ পালন করে,হা হা হা। 😂🤣
ঠিক বলেছেন ভাই। হা হা হা 🤣।
ভাগ্যিস বেদনার রং লাল নয়। না হলে তো প্রেমে ছ্যাকা খাওয়ার পর রক্ত টাই বদলে ফেলতে হতো।😃
হা হা হা 🤣🤣🤣।
যেকোনো আঘাতপ্রাপ্ত জায়গা যখন নীল হয়, তখন ব্যথা বেশি অনুভূত হয়।আর এই বেশি ব্যথার অপর নাম বেদনার অভিজ্ঞতা।এই অভিজ্ঞতাগুলি স্মরণ করিয়ে দিতেই বেদনার রং নীল হয় লাল নয়।
এত গভীরভাবে কখনো ভেবে দেখা হয়নি আপু। এটা অবশ্য ঠিক বলেছেন আঘাতপ্রাপ্ত জায়গা গুলোতে অন্য রকমের রং হয়ে যায়।
হুম আপু,বেশি আঘাত পেলে নীলচে হয়ে যায়।
"বেদনার রং নীল" এমন একটি ভাবনা যে, নীল রংটি সাধারণত বিষণ্ণতা ও গভীর আবেগের প্রতীক। আর লাল রং সাধারণত উল্লাস বা প্রেমের সাথে যুক্ত। তাই বেদনা ও বিষণ্ণতার অনুভূতি প্রকাশ করতে নীল রং ব্যবহার করা হয়, যা আরও গভীর অনুভূতির প্রতীক।
বেদনা নীল রং সবচেয়ে বেশি পছন্দ করে, আর তাই বেদনার রং নীল। যদি লাল রং পছন্দ করতো,তাহলে বেদনার রং লাল হতো। ভাই আমি সহজ সরল মানুষ,তাই সিম্পল ক্যালকুলেশন পছন্দ করি 😂।
ভাই আপনার মত আমিও সহজ-সরল মানুষ তাই সিম্পল ক্যালকুলেশন পছন্দ করি। যে যেমনটা পছন্দ করে তেমনটাই তো হবে 😍
বেদনা আর নীল, এই দুটোকেই লাগামহীন ভালোবাসা যায়। তাই এর রং নীল। বেদনার দাপটে শরীর নীল হয়ে ওঠে।
একেবারে ঠিক বলেছেন। এইজন্যই মনে হয় নীল।
বেদনা আর নীল দুটোই একই সুতোয় গাঁথা।
আসলেই দাদা বেদনার দাপটে শরীর নীল হয়ে ওঠে।
বেদনা পাওয়া সাপের কামড় খাওয়ার একই কথা।আর সাপ কামড়ালে যেমন শরীর নীল হয় তেমনি বেদনার রং ও নীল হয়।আর মানুষ লজ্জা পেলেই শুধু লজ্জায় লাল হয়ে যায় আর বেদনায় নীল হয়ে যায়।তাই বেদনার রং নীল হয় লাল নয়🤣🤣।