এবিবি ফান প্রশ্ন- ৪৮১ | শীতকালে গোসল বিষয়ক রেকর্ডধারীদের দেখতে চাই .... রেকর্ড গড়েছেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
শীতকালে গোসল বিষয়ক রেকর্ডধারীদের দেখতে চাই। কে সর্বোচ্চ কত দিন পর গোসল করে রেকর্ড গড়েছেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি ছোট মানুষ, তাই আমার ওসব রেকর্ড গড়ার ইচ্ছে বা শখ নাই বাপু। আমার সর্বোচ্চ দুইদিন। 🤭 আপনাদের সত্য রেকর্ড গুলো বলে দিয়ে যান..
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বেশি না ৭/৮ দিনের রেকর্ড আছে।তাও ঐদিন আমি গোসল করতে চাইছিলাম না।আম্মু আর মামা আমারে বাথরুমে ৩০ মিনিট আটকে রাখছিল,তারপর ইচ্ছা না থাকার সত্বেও গোসল করতে হইছিল। ঐদিন যদি এভাবে জোরাজোরি না করা হতো, হইতে সেই শীতের মৌসুমে আর গোসল করা হতো না। সবই আম্মু আর মামার নীলাখেলা🙃
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
আমি তো বাপু বেশি না, সপ্তাহে পাঁচদিন স্নান করেই সারা।দুইদিন স্নানের ছুটি ,তিনদিন ঠান্ডা জলে স্নান আর বাকি দুইদিন গরম জলে স্নান।আমাকে তো আবার অনেকে পরামর্শও দেয় পাঁচদিন স্নান না করলেও হয় কারন সাউথের মেয়েগুলো তো শীতে স্নান করে না।তার উপরে মায়ের আদেশ স্নান না করলে পেটের আগুন নিভবে না☺️☺️..
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আমি তো রেগুলার গোসল করি,তাই এমন কোনো রেকর্ড নেই। তবে সাউথ কোরিয়াতে যে অফিসে জব করতাম, সেখানে আমার একজন চাইনিজ কলিগ ছিলো। সেই চাইনিজ লোকটা শীতকালে এক মাস গোসল করেনি। তার শরীর থেকে বাজে গন্ধ আসতো বলে,আমি সাথে করে বডি স্প্রে নিয়ে যেতাম এবং তার শরীরে বডি স্প্রে দিয়ে দিতাম 😂😂।
বেশ ভালই করতেন বডি স্প্রে দিয়ে তবে আমি ভাবছি একমাস গোসল না করে মানুষ কিভাবে থাকে।
বেশিরভাগ চাইনিজরা শীতকালে গোসল এমনিতেই কম করে। তাই তাদের কাছে এটা কোনো ব্যাপার না হা হা হা।
আমার তো দুদিনের বেশি রেকর্ড নেই। তবে যাও গোসল করি সেটা গরম পানি দিয়ে। কারন অল্পতেই ঠান্ডা লেগে যায়। ইস রেকর্ডের ব্যাপার থাকলে তো একটা রিস্ক নিতাম দশ দিনের 🤪
তবে পুরস্কারের উপর দিন নির্ভর করবে 😃
শীতকালে গোসল করা টা বিরক্তকর হলেও চারদিনের বেশি বড় রেকর্ড নেই। তবে, ছোট বেলায় আমার নানার বাসায় একদিন গোসল করার ভয়ে গাছের মধ্যে উঠে বসেছিলাম। কিন্তু আমার মামা গাছ থেকে নামিয়ে নিয়ে এসে গোসল করিয়ে দেয় 😁🤣।
আপনার মামা ভাল কাজ করেছে গাছ থেকে নামিয়ে আপনাকে গোসল করালো।
আমি সর্বোচ্চ তিন দিন কিংবা বড় জোর চার দিন একটানা গোসল করিনি । কিন্তু আমি যখন ম্যাছে ছিলাম তখন আমার এক বন্ধু ছিল সে একটানা ২১ দিন গোসল না করে ২২ দিনের দিন গোসল করেছে।এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।
লোকটি যদি আর ৮-৯ দিন পরে গোসল করত তাহলে তো এক মাস এর রেকর্ড করতে পারত। মনে হয় লোকটি সাবানের ভয়ে গোসল করে নাই।
আমি গোসল করি প্রতিদিন তবে চুল ভেজাই দু'দিন পরপর। কারন এই শীতে চুল বেশি ভেজালে যদি টাক হয়ে যাই।
এটা কিন্তু ভালোই। প্রতিদিন গোসল করার ব্যাপারটা অনেক সুন্দর ছিল।
শীতকালে গোসল করা টা বিরক্তকর হলেও চারদিনের বেশি বড় রেকর্ড নেই। তবে, ছোট বেলায় আমার নানার বাসায় একদিন গোসল করার ভয়ে গাছের মধ্যে উঠে বসেছিলাম। কিন্তু আমার মামা গাছ থেকে নামিয়ে নিয়ে এসে গোসল করিয়ে দেয় 😁🤣।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আমারও সর্বোচ্চ দুই বা তিন দিন এরকম হবে। কিন্তু যখন চাকুরী সূত্রে ম্যাচে ছিলাম আমার সাথে যে রুমমেট ছিল, তার বিশাল বড় রেকর্ড রয়েছে আপু 😲। টানা ১৭ দিন পর গোসল করেছিল 🤭😣। এতদিন পর গোসল করে ছিল মনে আছে তার কারণ হলো আমার আর সহ্য হচ্ছিল না তার কার্যকলাপ। একদিন দুপুরবেলা আমি গোসল করে বালতিতে পানি ভর্তি করে নিয়ে এসে, সে রুমে শুয়ে ছিল তার বেডে সেখানেই পানি ঢেলে দিয়েছিলাম তার গায়ে 😆। তারপরেই সে গোসল করেছে তাহলে বুঝেন ব্যাপারটা কিরকম ছিল 😂😂।
১৭ দিন গোসল না করে কেউ বেঁচে ছিল এটা তো ভাবতেই অবাক লাগছে ভাইয়া। তাকে তো নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল।
আসলেই তাকে নোবেল দেওয়া উচিত আপু। আমি তাকে খবর দিচ্ছি, আপনি নোবেল দেওয়ার ব্যবস্থা করুন 😆😆।
ওরে বাবা একটানা ১৭ দিন গোসল করে নাই আপনার রুমমেট। তাহলে তো লোকটির গায়ে ময়লা কম্বল হয়ে গেল।
তার কার্যকলাপ দেখে এতটাই বিরক্ত লাগছিল বাধ্য হয়ে পানি দিয়ে বিছানা সহ ভিজিয়ে দিয়েছিলাম। পরে বেচারার আর বেডে ঘুমানো হয়নি 😣😣।