এবিবি- ফান প্রশ্ন-১১৬ || স্পষ্ট কথা বলা ও শোনা কিন্তু যোগ্যতার ব্যাপার।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সবাই অন্যের নামে স্পষ্ট কথা বলতে পছন্দ করে, তবে নিজের নামে অন্যের কাছ থেকে স্পষ্ট কথা শুনতে পছন্দ করে না কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
স্পষ্ট কথা বলা ও স্পষ্ট কথা শোনার মতো যোগ্যতা সবার থাকে না। সবাই তো ভারসাম্য ঠিক রাখতে ব্যস্ত।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারন সবাই নিজেকে একাই ১00% খাটি মানুষ বলে প্রমান করতে চায়। তাই নিজের দোষ,ভুলত্রুটি না যাচাই করে অন্যের ভুলত্রুটি পরখ করে দেখে।নিজের দোষ ঢেকে শ্রেষ্ঠ বিচারক প্রমাণ করে অন্যের মজা করতে চায় বলে অন্যের কাছ থেকে নিজের নামে স্পষ্ট কথা শুনতে পছন্দ করে না।
নিজের কথা ভাবার কভু
নিজের সময় নাই,,
পরের কথা ভাবতেই যেন
বেশি শান্তি পাই।
নিজের দোষ ঢাকতে গিয়ে
উকিল হয়ে যাই,
বিচারক হই অন্যের বেলা
তাইরে নাইরে নাই,,,,
♥♥
সত্যি আপু নিজের দোষ ঢাকতে গিয়ে সবাই উকিল হয়ে যায়। অজুহাত কিংবা যুক্তির শেষ থাকে না। দারুন লিখেছেন আপনি।
ধন্যবাদ আপু,,,,
ঠিকই বলেছেন ভাইয়া আপনার কথার সাথে একমত পোষণ করছি।
বউ এক অদ্ভুত প্রাণী র নাম যে কিনা কখনোই কোন ব্যাপারে স্পষ্ট কথা বলে না 🗡️🗡️ আবার স্পষ্ট কথা বললে তাড়াতাড়ি গ্রহণও করতে চায় না। আমি দেখেছি এই গ্রহের সব প্রাণীরই প্রায় একই অবস্থা।
একটা কথাই সে স্পষ্টভাবে শুনতে এবং বলতে পারে সেটা হলো পাশের বাসার ভাবির থেকে সে অনেক সুন্দর🤭🤭🤭
ভাই দিন পরিবর্তন হয়ে গেছে ভারসাম্য ঠিক না রাখতে পারলে বউ বাড়ি হতে বের করে দিবে, শালী রাগ করবে আর বেয়াইনরা তো কথা বলা বন্ধ করে দিবে, হা হা হা। যোগ্যতা ছাড়া কিন্তু ভারসাম্যও রক্ষা করা কঠিন।
শালী রাগ করবে আর বেয়াইন কথা বলা বন্ধ করে দিবে তাতে কি নতুন শালী আর বেয়াইন বানিয়ে নিবেন। সাথে আর একজন বউ পেয়ে যাবেন।😅😅
সবাই সমালোচনা করতে পছন্দ করে কিন্তু নিজের সমালোচনা শুনতে পছন্দ করেনা। পাশের বাড়ির প্রতিবেশীর মত। 😅😅
মনুষ্যজাতির ধর্মই এটা তবে বাঙালিরা একটু বেশিই! নিজেকে সবসময় বিশুদ্ধ প্রমাণ করায় ব্যস্ত! আর অন্যদের বেলায় তার উল্টো! অগোচরে বদনাম অথবা সামসামনিই দোষ খুঁজে বেড়ায়।
স্পষ্টকথা বলতে এবং স্পষ্টকথা শুনতে যোগ্যতা নয়, বহন করার ক্ষমতা থাকতে হয়। স্পষ্টভাষী এবং স্পষ্টকথা শ্রবণক্ষম মানুষ বিলুপ্তপ্রায়।
অনেকটা অ্যাপেন্ডিক্স এর মতো। একসময় অ্যাপেন্ডিক্স এর কর্মক্ষমতা ছিলো। কিন্তু এখন সবাই ঝামেলা মনে করে। অপারেশন করে ফেলে দেয়। কেউ সত্যি বললে আমরা নিজেকে না সুধরে মানুষটাকে উপেক্ষা করি অ্যাপেন্ডিক্স এর মতোই।
কারণ অন্য কেউ যদি আমার ভুলগুলো ধরিয়ে না দিয়ে। সবার সামনে আমার নামে স্পষ্ট ভাবে আমার ভুলগুলো তুলে ধরে। তাহলে তো আমার চুরিগুলো/খারাপ কাজ গুলো ধরা পড়ে যাবে। তাই অন্যের কাছ থেকে আমরা স্পষ্ট কথা শুনতে পছন্দ করি না বা স্পষ্ট কথা শোনার যোগ্যতা গড়ে তুলতে পারি না।
আসলে মানুষের এটাই বৈশিষ্ট্য। প্রত্যেকেই নিজের সুনাম এবং অন্যের সমালোচনা করতে পছন্দ করে। তবে নিজের সমালোচনা শোনা এবং তার উপযুক্ত জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকে না। আর ঠিক এই কারণেই নিজের সমালোচনা অপছন্দ করেন কিংবা এড়িয়ে যান।