এবিবি ফান প্রশ্ন- ৩৬১ || ঘোড়া কেনো মানুষের মতো শুয়ে ঘুমায় না? by abb-fun
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ঘোড়া কেনো মানুষের মতো শুয়ে ঘুমায় না?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আপনাদের মতামত জানতে আগ্রহী।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মানুষ অনেক অলস তো তাই শুয়ে শুয়ে অনেক সময় ধরে ঘুমায়। কিন্তু ঘোড়ার হাতে অত সময় নেই যে শুয়ে অনেক সময় ধরে ঘুমাবে।
আর শুয়ে ঘুমালে ঘোড়া ও মানুষের মতো অলস হয়ে যাবে। সেজন্য তার ঘুম টুকু দাঁড়িয়ে দাঁড়িয়েই শেষ করে দেয়।
ঘোড়া যদি শুয়ে শুয়ে ঘুমাতো তাহলে ঘোড়াকে দাঁড় করানোর জন্য লোক নিয়োগ করতে হতো😎
ঘোড়া তার প্রেমিকার কথা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে। বিদায় বেলায় ঘোড়ার প্রেমিকা বলেছিল তুমি দুই মিনিট দাঁড়াও আমি পাঁচ মিনিটের মধ্যেই আসছি। তখন থেকেই বেচারা দাঁড়িয়ে আছে। এমনকি সে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমায়।🤣
আহারে! ঘোরার দুঃখে তো আপনি নিজে দুঃখিত হয়ে পড়লেন। 😜
এই ঘোড়ার কাহিনী থেকে হাজবেন্ড কে ইন্সপায়ারড করতে হবে মনে হচ্ছে!! 🤭
বিছানা পাতার সময় নেই তার। যেখানে সেখানে যাতে আরামছে ঘুমিয়ে যেতে পারে সেই জন্য এই অভ্যাসটা করে ফেলেছে আর কি।😅
হুম তা হতেও পারে, তবে ঘোড়ার দাঁড়িয়ে ঘুমানোটা খুব ভালো একটা বিষয়।
ঘোড়ার মনে অতিরিক্ত প্রেম যার কারণে সঙ্গী খোঁজার জন্য কোন সময় শুয়ে ঘুমায় না।সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় যাতে ঘুমের মাঝেও তাকিয়ে আশপাশে তার কোন সঙ্গে এসেছে কিনা সেটা দেখতে পারে।
ভালো বলেছেন, তবে ঘোড়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোটা আসলেই অবাক করা।
ঘোড়া মানুষের চেয়েও অলস,কষ্ট করে আবার শুবে।তাই দাঁড়িয়ে ঘুমানোকে ঘোড়া সাহেব বেটার মনে করেন।😁😁
ঘোড়া একবার শুয়ে ঘুমালে আর উঠবে না 😜
বিছানা পেড়ে দেওয়া মানুষের অভাব আছে বলেই ঘোড়া শুয়ে ঘুমায় না।
প্রথমত,, মানুষ দুপেয়ে হলেও ঘোড়া চারপেয়ে তাই ঘোড়া মানুষের মতো শুয়ে ঘুমায় না।দ্বিতীয়ত,,ঘোড়া যেহেতু তার মালিকের সঙ্গে নানা জায়গা ভ্রমন করে তাই তার অনেক গার্লফ্রেন্ড জুটে যায়।এইজন্য খুবই কম সময় ঘুমাতে ও নিজেকে নিরাপদে রাখতে ঘোড়া অলস মানুষের মতো শুয়ে ঘুমায় না।।
জি আপু ঠিক বলেছেন, ঘোড়া অলস মানুষের মতন শুয়ে ঘুমায় না।
ঘোড়া যদি মাটিতে শুইতো তাহলে ঘোড়ার সম্মান আর গরুর সম্মান একই হতো। ঘোড়ার শির সব সময় উঁচুতে থাকে। ঘোড়ার পিঠে সব সময় মানুষ চড়ে । মানুষের সম্মানে ঘোড়া মাটিতে শুতে পারেনা। তাই সব সময় ঘোড়া চারপায়ে দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে ঘুমায়। ❤️
জি ভাই একদম ঠিক বলেছেন।
ঘোড়া যদি শুয়ে শুয়ে ঘুমাতো তাহলে ঘোড়া চলতে চলতে যখন ক্লান্ত হয়ে পড়তো। তখন ঘোড়া শুয়ে পড়তো। আর সে সময় তাকে দাঁড় করানো সম্ভব হতো না। তাই ঘোড়া খুবই এক্টিভ সে দাঁড়িয়ে ঘুমায়। ঘোড়া সবাইকে মেসেজ দেয় আমি সব সময় সক্রিয় থাকি আমার কোন ক্লান্তি নেই।
বাহ সুন্দর লজিক দিয়েছেন আপনি।
ঘোড়া তো মানুষের মতো অলস না,তাই ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় এবং যুদ্ধক্ষেত্রে কখন তাকে দৌড়াতে হবে সেজন্য সবসময় প্রস্তুত থাকে। কিন্তু মানুষ তো অলস তাই শুয়ে একদম নিরিবিলি ঘুম দেয় কোথায় কি হচ্ছে সেটা আর দেখার প্রয়োজন মনে করে না।
ঠিক বলেছেন ভাই
ঘোড়া সারাক্ষণ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত থাকে সেজন্য নিরিবিলি শুয়ে ঘুম দেয় না ।
হুম সঠিক বলেছেন আপনি, যুদ্ধক্ষেত্রের জন্য ঘোড়া সর্বদা প্রস্তুত থাকে।