এবিবি ফান প্রশ্ন- ৩২৫ || রাত পোহালে সকাল হয়, বউ পালালে কি হয়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
রাত পোহালে সকাল হয়, বউ পালালে কি হয়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর মতামতঃ
কি জানি আপনারা বলেন শুনি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমি বলবো বউ পালালে জীবনের শান্তি চলে আসে! এছাড়াও বড় ধরনের একটা সুযোগ পাওয়া যায়, সেটা হলো- পুনরায় বিয়ে করে নতুন বউ ঘরে নিয়ে আসা যায় । তখন মনের সুখে এই গান করা যায়, "চলে গেছো তাতে কি, নতুন আরেকটা পেয়েছি, যেটা তোমার চেয়েও সুন্দরী।" হিহি🤭🤭😂😂
রাত পোহালে সকাল হয় আর বউ পালালে ঈদ হয় 🥱 যখন বউয়ের প্যারায় জীবন অতিষ্ঠ তখন সে যদি পালিয়ে যায় তাহলে মনে যেন ঈদের আনন্দ শুরু হয়।
বউ পালালে সত্যি ভাই ঈদের আনন্দ বয়ে যায়।
রাত পোহালেও সকাল হয় বউ পালালেও সকাল হয় । রাত পোহালে সকাল হলে সকালে উঠে নাস্তা করা হয় আর বউ পালালে সকাল হলে সেই সকালে দুঃখ নিয়ে বউ এর অপেক্ষা করা হয় । বউ না এলে আর এক সকালে নতুন বউ আনার সিদ্ধান্ত হয় ।
বউ পালালে নতুন সমস্যার আগমন হয়। অর্থাৎ বউ পালালে আপনি তো আবার বিয়ে করবেনই। আর নতুন বিয়ে মানে নতুন বউ নতুন বউ মানে নতুন সমস্যা নতুন ঝামেলা হি হি হি হি।
একেবারে ঠিক কথা বলেছেন ভাই। তখন আরো বড় ঝামেলা এসে কাঁদে পড়ে।
কথায় আছে অভাগার গরু মরে আর ভাগ্যবানের বউ পালায়।তাই কারো বউ পালালে সে একাধারে ভাগ্যবান এবং গৃহশত্রু মুক্ত ব্যক্তিতে পরিণত হন।উনি এমন ব্যক্তি হন যাকে সবাই হিংসে করেন।
রাত পোহালে সকাল হয় আর বউ পালালে নেক্সট বিয়ের পরিকল্পনা হয়। আর্জেন্টিনার কোর্স এস্কালোনির মত ম্যাচ জেতার সাথে সাথেই গ্যালারি থেকে কমন রুমে গিয়ে যেমন নেক্সট ম্যাচের পরিকল্পনা করে, ঠিক তেমনি আমিও নেক্সট বিয়ের পরিকল্পনা নিয়ে খাতা কলম নিয়ে বসে যাবো😜😜😜
রাত পোহালে সকাল হয়, বউ পালালে সমালোচনার খোটা শুনতে হয়।ফলে মাথার চুল উঠে টাকলা হওয়ার সম্ভাবনা থাকে, হি হি
রাত পোহালে সকাল হয় এটা ঠিক আছে ভাই,তবে বউ পালালে ১২ জনমের ভাগ্য পরিবর্তন হয়ে যায়।🤣🤣
ভাইয়া একবার মনের কথা বলেছেন।
বউ পালালে উৎসব হয়, কারণ বউ যদি পালিয়ে যায় তখন তো আবারও বিয়ে করতে হয়। আর নতুন বউয়ের আগমনে আনন্দে উল্লাসে হয়,তখন আবারো নতুন একটা উৎসবের সৃষ্টি হয়।
ঠিক বলেছেন ভাই বউ পালালে হৃদয়ের মাঝে উৎসবের আমেজ বয়ে যায়।
বউ পালালে এলাকায় সোরগোল পড়ে যায়।🤩যার পালায় তার ঘর বন্ধু হয়ে যায়।🤩