এবিবি ফান প্রশ্ন-২৪৩ | ভুল করে যদি কেউ আপনার অ্যাকাউন্টে এক বিটকয়েন ট্রান্সফার করে?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

ভুল করে যদি কেউ আপনার অ্যাকাউন্টে, ভুলে এক বিটকয়েন ট্রান্সফার করে আপনি সর্বপ্রথম কি করবেন?

প্রশ্নকারীঃ

@shyamshundor

প্রশ্নকারীর অভিমতঃ

সবার আগে এমন ব্যবস্থা করব যাতে আর বলতে না পারে ভাই ভুলে চলে গেছে, দয়া করে ফেরৎ দিন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

যে পাঠিয়েছে তাকে আগে খুঁজে নেবে এবং ইচ্ছামত কেলাবো। আর বলব ভুল করেই যদি পাঠিয়েছিস তাহলে এক বিটকয়েন কেন?এর বেশি পাঠালে কি হতো?স্বপ্নে বিরিয়ানি ঘি বেশি দিয়েই খাওয়া ভালো তাতে তো আর টাকা খরচ হচ্ছে না।🤣🤣🤣

 last year 

সত্যি ভাইয়া স্বপ্নে বিরিয়ানি ঘি দিয়ে খাওয়া ভালো। তবে বাস্তবে না। দারুন বলেছেন আপনি।

 last year 

বাহ্ ভাই বেশ দুর্দান্ত হয়েছে উত্তরটা। অনেক সুন্দর লাগলো ভাই।

 last year 

ভুল করে যদি কেউ আপনার অ্যাকাউন্টে, ভুলে এক বিটকয়েন ট্রান্সফার করে আপনি সর্বপ্রথম কি করবেন?

এক বিটকয়েন ৩১ লক্ষ টাকার উপরে। আমি সব টাকা উইথড্র দিয়ে কয়েকটি দেশের ভিসা প্রসেসিং করে বউকে নিয়ে লম্বা ট্যুর দিবো। পরে যদি আমার কাছে বিটকয়েন ফেরত চায়,তখন আমি বলবো আপনি ভুল করে পাঠিয়েছেন, আর আমি ভুল করেই পুরো ১ বিটকয়েন খরচ করে ফেলেছি😂😂। ভুলে ভুলে মাসতুতো ভাই তার মানে সমান সমান 🤣🤣।

 last year 

এটা দারুন ছিল ভাইয়া। ভুল করে টাকা পাঠিয়েছে আর ভুল করে খরচ করে ফেলেছেন। বেশ ভালো যুক্তি আছে। 😅😅

 last year 

বাহ্ ভাই সবকিছু ভুলে ভুলে হলে তো বেশ ভালই হবে। বেশ দুর্দান্ত লিখেছেন ভাই।

 last year 

হ্যাঁ ভাই ভুলে ভুলে কাটাকাটি হয়ে যাবে এবং সব সমস্যার সমাধানও হয়ে যাবে 🤣।

 last year 

জিলাপীইইইই পাইসিইইইইইই বলে একটা চিক্কুর দিবো। আর ধিন-কা-চিকা ধিন-কা -চিকা একটা নাচ দিয়ে ভিডিও করে রাখবো। যদি কেউ পরবর্তীতে চেয়েও ফেলে যে ভুল করে পাঠিয়েছি, তাহলে নগদে তার রিপ্লাই এ সেই ভিডিও দিয়ে বলবো, "মানব সেবাই পরম ধর্ম। আপনার একটি ভুলে, একজন পবিত্র মানুষের মুখে হাসি ফুটেছে। আপনার অশেষ নেকি হাসিল হয়েছে। ভুল থেকে যদি ভালো কিছু হয়, তবে ভুলই ভালো। "😁🤭🤪

Posted using SteemPro Mobile

 last year 

আপনার উত্তরটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক প্রতিভাবান ব্যক্তি আপনি

 last year 

আমার উত্তর আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। তবে এমন প্রশংসায় লজ্জায় ফেলে দিলেন ভাই! অনেক ধন্যবাদ আপনার মন্তব্য এর জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

না। লজ্জার কিছু নাই। সত্যিই উত্তরটা অনেক মজার ছিল

 last year 

বিট কয়েন এর মান সম্মান সব শেষ দিলেন।এত ভাল ভাল মিষ্টি থাকতে জিলাপী? রসগোল্লা বললে তাও হত। ছ্যা ছ্যা।

 last year 

আমাদের এখানে জাপান গার্ডেন সিটির সামনে খুবই ভালো গুড়ের জিলাপী বিক্রি করে। ওই জিলাপীর কাছে রসগোল্লাও কিছু না 😋😋

.... বুঝলা?

Posted using SteemPro Mobile

 last year 

বুঝলাম একবার যেতে হবে।

 last year 

অবশ্যই.... আসলে এই জিলাপী মাস্ট ট্রায় করাবো। তারপর ঠিকঠাক বুঝবা... 😋

Posted using SteemPro Mobile

 last year 

সত্যি আপু জিলাপির দাম দেখি অনেক বেড়ে গেল। যাই হোক জিলাপি খাওয়ার মজাই আলাদা। অনেক ভালো লাগলো।

 last year 

দিদি আর সেই নাচটা কোথাও আপলোড করলে তো তাহলে ভাইরাল হয়ে যাবে, আর তাতে আপনি আরো বেশি বড়লোক হয়ে যাবেন। অনেক সুন্দর উত্তর দিয়েছেন।

 last year 

এরকম যদি হয় তাহলে সর্বপ্রথম আমি খুশিতে চিৎকার দিয়ে উঠবো। তারপর সেটা ভাঙিয়ে টাকাগুলো উঠিয়ে নিজের ক্রাশকে বিয়ে করে লাইফ সেটেল করে নিব। কিছুদিন পরে আবার সেই টাকাটা স্টিমিটে ইনভেস্ট করে স্বামী স্ত্রী দুজন একসাথে স্টিমেটে কাজ করব।

 last year 

ভুল করে যদি কেউ আপনার অ্যাকাউন্টে, ভুলে এক বিটকয়েন ট্রান্সফার করে আপনি সর্বপ্রথম কি করবেন?

প্রথমে ফোন দিয়ে তাকে বলবো এরকম ভুল বারবার করবেন।

 last year 

ভুল করে যদি কেউ আমার অ্যাকাউন্টে এক বিটকয়েন ট্রান্সফার করে দেয় তাহলে আমি সেই টাকা উঠিয়ে আমার নিজের কোনো শখ পূরণ না করে পরিবারের সবার শখ পূরণ করব। পরিবার ছোটবেলা থেকে এই পর্যন্ত আমার অনেক শখ পূরণ করেছে কিন্তু তাদের কোন শখ এখন পর্যন্ত পূরণ করতে পারিনি আমি। তাই এরকম সুযোগ পেলে আগে তাদের শখ গুলোই পূরণ করব।

 last year 

ভুল করে যদি কেউ আমার অ্যাকাউন্টে এক বিটকয়েন ট্রান্সফার করে তাহলে আমি উপহারস্বরূপ নেব।কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক বিটকয়েন ট্রান্সফার করে তাহলে ভাববো দশগুণ হাতানোর মতলব আছে কোনো হ্যাকারদের মতোই।

 last year 

আপু দশগুণ আপনার একাউন্টে থাকলে তো হাতিয়ে নিবে। এক বিটকয়েন এর দাম ৩১ লক্ষ টাকার উপরে। সুতরাং সাত পাঁচ না ভেবে সব উইথড্র করে ফেলবেন😂।

 last year 

ওরে বাপরে,ভাইয়া আমি তো শুধুই মজা করলাম।আমার তো এক বিটকয়েনের দশভাগের একভাগও নেই,সবই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতোই।।🤣🤣

 last year 

একদম ঠিক বলেছেন আপু লোভ করলে নিজের সবটা ফিরিয়ে দিতে হবে। তাই সব কিছু থেকে দূরে থাকাই ভালো।

 last year 

একদম-ই তাই👍.

 last year 

ভুল করে যদি কেউ আপনার অ্যাকাউন্টে, ভুলে এক বিটকয়েন ট্রান্সফার করে আপনি সর্বপ্রথম কি করবেন?

যে বিটকয়েন ভুল করে আমাকে দিয়ে দিবে, সে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে আমি তাকে অবশ্যই ফিরিয়ে দেব।

 last year 

ভাইয়া আপনি তো দেখছি অনেক মহৎ মানুষ। উপযুক্ত প্রমাণ দিলে তাকে ফিরিয়ে দেবেন। বেশ ভালো লাগলো।

 last year 

ভুল করে যদি কেউ আমার একাউন্টে এক বিটকয়েন ট্রান্সফার করে তাহলে বলবো এই ভুল বারবার করুন।😅😅

 last year 

টুক করে টাকাটা তুলে নিয়ে পছন্দের কিছু খাবার খেয়ে বসে থাকবো। তারপর পরে যদি কেউ চাইতে আসে বলবো, এ টাকা তো আর ফেরত দেওয়া যাবে না, এটা এখন পেটের মধ্যে হজম হওয়ার জন্য ঘুরপাক খাচ্ছে। এখন এটা শুধু বর্জ্য পদার্থ ছাড়া আর কোনোভাবেই ফেরত দেওয়া সম্ভব নয় 🤪।

meye manus ata sara ar ki pare ? ,,,,,,,,sudhu khaow ar hagu kora .

 last year 

হা হা হা,,, এটা কী বললেন ভাই 😂।

 last year 

একদম দারুন আইডিয়া আপু। খাওয়ার উপর আর কিছুই নাই। পেট শান্তি তো দুনিয়া শান্তি। 😅😅

 last year 

হ্যাঁ আপু, পেটের শান্তিই বড়ো 🌚🌚🌚।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 105682.70
ETH 3324.82
SBD 4.12