এবিবি-ফান প্রশ্ন-৩২ || মজার বাক্যে প্রপোজ করুন।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মজার বাক্যে প্রপোজ করুন। ( প্রেমিক /প্রেমিকা বা বর/বউ এর ক্ষেত্রে )
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মানুষ প্রপোজ করে সবচেয়ে সুন্দর মনভোলানো কিছু বাক্য ব্যবহার করে। কিন্তু ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতি গুলো তুলে ধরে যদি প্রপোজ করা হয় তাহলে প্রপোজ গুলো কেমন শোনাবে?? এই যেমন ধরুনঃ- একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করার সময় বলছে তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা তছনছ করে দাও। 😅 ( বুঝেছেন?? 🤭)
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
🤣🤣🤣🤣🤣
ভাইরে ভাই কি গান হুনাইলেন, হৃদয়টা আনচান আনচান করছে, হা হা হা
কিছু করার নাই ভাই ভবিষ্যতে এই রকমই চলবে ধন্যবাদ আপনাকে।
ভাই কি শুনাইলেন, সেই মজা পেলাম 🥰🥰
আমার মন্তব্যটি মূল্যায়ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা নিবেন প্রিয় ভাই
ভাই অসাধারণ ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে।
দেখো, আমাদের দেশের ফুটবল দল খুবই দূর্বল। চলো না আমরা বিয়ে করে দেশের জন্য একটি ফুটবল দল তৈরি করি।
ওগো প্রিয়তম ,তুমি কি আমার জীবন সাথী হবে কি?যদি থাক রাজি তাহলে ডাকি কাজী, করতে পারবে না কিন্তু সংসার এর কোন কাজের ফাঁকি ,যদি দাও ফাঁকি তাহলে আমি দিব ঝাঁটার বারি । মানতে যদি পারো আমার প্রপোজ গ্রহণ করো ।
তুমি কি কেরোসিন হবে প্রিয়তমা 🙆♂️। তোমাকে দিয়ে বংশের বাতি জ্বালাবো।
সুখে থাকলে ভুতে কিলাই।
আমি এখন সুখে আছি কিন্তু কিল খাওয়ার জন্য তোমার মতো একটা ভুত চাই। তো চলে আসো আমার জীবনে 😆😆😆।
সেই ভাই সেই। তাইলে কি খুজবো সেই ভুতটাকে
না ভাই দরকার নাই। ভুত আছে বলতে হবে শুধু 🙃🙃🙃।।
আজ থেকে আমি তোমার সব স্বাধীনতা কেড়ে নিতে চাই। এতে যদি তুমি রাজি থাকো তাহলে বাড়িয়ে দাও তোমার হাত আমার হাতের পানে।😅😅
মনে হয় না কেউ হাত বাড়াবে আপু😤 কারন কেউ স্বাধীনতা হারাতে চায় না।
আমি শুনেছি তুমি নাকি মশারী টাঙাতে ভুলে যাও! আর কত দিন এই ভাবে? আমি তোমার মশারী টাঙানোর দায়িত্ব নিতে চাই। দিবে কি আমাকে সেই দায়িত্ব? 🤪
যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমি আগুনে ঝাঁপ দিতেও রাজি আছি।
মেয়ে যদি আপনাকে পছন্দ না করে। তাহলে কিন্তু শেষ পর্যন্ত সত্যি সত্যি আগুনে ঝাপ দেয়া লাগতে পারে।
হা হা হা,,আগুনে ঝাপ দিলে দুজন একসাথেই দিবো😀😀
সবাইকে বলতে যাইয়েন না ভাই, পরে দেখবেন সত্যি হয়ে গেছে
😀😀
ওরে বাবারে কি ভালোবাসা প্রেম রে।
অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো , যত দিন বেঁছে আছি তোমায় মনে রাখবো , যত কষ্ট হোক সব মেনে নিবো , তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো । আর কথা না শুনলে তোরে পিরামু টাইম লয়ে পিটামু।
ভাই এরকম যদি টর্চার করেন তাহলে তো বউ থাকবে না। 😁😬
তুমিকি প্রত্যেকদিন রাতে আমার মশারি টাঙানোর দায়িত্ব নিবে? তাহলে রাজি হয়ে যাও। 😑😑😑