আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
মানুষ থেকে মানুষ হওয়ার
জন্য করি লড়াই,
এই পৃথিবীর মিথ্যে মায়ার
করব না আর বড়াই।
লেখক
লেখক এর অনুভূতি:
এই কবিতার মূলভাব হল মানুষের জীবনে সত্যিকারের মানুষ হয়ে ওঠার প্রচেষ্টা এবং পৃথিবীর মিথ্যে মায়া ও ভোগের বিষয়গুলোর প্রতি আকর্ষণ ত্যাগ করা। কবি বলছেন যে, তিনি মানুষের মধ্যে সত্যিকার মানবিক গুণাবলী অর্জনের জন্য সংগ্রাম করেন এবং পৃথিবীর মিথ্যা আকর্ষণ ও অহংকারকে গুরুত্ব দেন না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মানুষ থেকে মানুষ হবার
যুদ্ধ চলছে আমার,
মায়ার জালে জড়াইনি তাই
করি না অহংকার।
নিজেকে গড়ছি ধীরে ধীরে,
সত্যের পথে চলে
মিথ্যে মোহে পড়বো না আর
মানুষ হবো বলে।
বাচবো মোরা লড়াই করে
সততার সাথে ,
মিথ্যে মরীচিকা শেষ হয়ে যাক
এ সুন্দর ভুবন থেকে,
মনুষত্ব থাক সবার মাঝে,
অন্যায়ের প্রতিবাদ করে
স্বাধীনভাবে যেন বাঁচতে পারি,
বন্ধু হয়ে যেন সবার পাশে থাকতে পারি
সৎ পথে চলে একিই কাঁধে কাঁধ মিলে।
মানুষের মতোই দেখতে আমি
রক্তে মাংসে গড়া প্রাণী,
সত্যিকারের মানুষ হইলাম কিনা
আজ ও তা না জানি।
মানুষ আমি দেখতেই শুধু
আসল মানুষ তো হইলাম না,
মিথ্যে মায়ায় রইলাম পড়ে
সঠিক মানুষ চিনলাম না।
ক্যামোফ্লাজ কে মায়া হিসেবে ধরে নিলে
পৃথিবীর সমস্ত আশ্চর্য ঘটনাই
এই বৃত্তের মাঝে ধরা দেয়
কুয়াশা সরে গেলেই শূন্য
কিচ্ছু নেই
অথচ মানুষ ইটের মাঝে কীট হয়ে
সংরক্ষণ পন্থায় বেড়ে উঠছে
মাঝে মাঝে গিরগিটি
মাঝে মাঝে প্রজাপতি।
কে কার দিকে তাকায়
কাকেই বা বলব প্রহসন?
মিথ্যে সবই মিথ্যে অনেক
তারমাঝে এই পথ
অহংকারের দুনিয়াতে
মিথ্যে হেফাজত
মানুষ কবে হব আবার
মানুষ সাজার আগে
মনুষ্যত্ব গুছিয়ে তখন
হৃদয় মধ্যে জাগে
মানব জীবন চাইবে সেদিন
এমন একটা দিন
মিথ্যে, নকল ভাঙবে ক্রমে
সব হবে মসৃণ।
তবু জীবন চলছে হরদম,
চলবে তার নিজস্ব গতিতে।
মাঝে মাঝে দুঃখ-কষ্টরা
ধরা দেয় মনের স্মৃতিতে।
বিষন্ন মন হতাশ হয়ে,
খুজে নেয় সে একাকীত্ব।
মনের সুখে না হলে সুখী,
হতে পারবেনা দিয়ে অর্থবিতত্ত।
তাই মানুষের মত মানুষ হয়ে,
থাকতে হবে এই পৃথিবীতে।
পৃথিবী থেকে বিদায় নিলেও যাতে করে,
থাকো সবার মনের স্মৃতিতে।
মিথ্যে মায়ায় পড়ে বলো,
লাভ কি আছে ভাই?
সময় হলে যেতে হবে,
চির সত্য তাই ।।
অহংকার আর বড়াই করে ,
বৃথা সময় যায়,
ভেবে দেখ এসব কিছুর,
দাম আছে কোথায়?
সত্যিকারের মানুষ হওয়ার
আজকে করি পণ
মানুষ হওয়াই বড় কথা
যেনো সর্বজন।
মানবিক গুনাবলী
করতে হবে অর্জন
পৃথিবীর মিথ্যা অহংকার
করতে হবে বর্জন।
ছোট থেকে বড় আমরা সবাই সমান
সমতার জন্য প্রতিনিয়ত করছি লড়াই
সৎ পথে চলবো মোরা
করব না কোন অসৎ পথের বড়াই।
মিথ্যের আশা দেখিয়া,
আমি হতে চেয়েছি অনেক বড়।
সেই আশাতেই স্বপ্নগুলো,
দেখেছি আমি অনেক বড়।
স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল,
মিথ্যে বেড়ার জালে,
আজও আমি খুজে বেড়াই,
সত্যে সুখের শান্তির প্রাণে।