এবিবি ফান প্রশ্ন- ৩৯৫ || প্রথম প্রথম প্রেমে পড়লে মানুষ বারবার আয়নাতে মুখ দেখে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রথম প্রথম প্রেমে পড়লে মানুষ বারবার আয়নাতে মুখ দেখে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মনে অনেক কিছুই ভাবনাতে আসে, দেখি আপনাদের ভাবনাতে আমার ভাবনা মিলে যায় কিনা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
প্রথম প্রেমে পড়লে মানুষ বারবার আয়নাতে মুখ দেখে কারণ, মনের ভিতর প্রেমের হিরো হয়ে উঠতে চায়, আর আয়নাতে নিজের সেই নতুন চরিত্রের ঝলক দেখে মুগ্ধ হয়ে ভাবতে থাকে, “এই তো সেলিব্রিটি!”
দারুণ বলেছেন ভাই
নিজেকে সেলিব্রেটি ভাবা ভালো। তবে বেশি আয়না দেখতে গেলে আবার কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। 😂
কথা বলেছেন ভাই সে তখন নিজেকে হিরো বলে মনে করে।
কারণ সে মনে করে তার রূপ বৃদ্ধি পেয়েছে।
বারবার আয়নায় মুখ দেখে চিন্তা করি এই চেহারায় একজন মানুষ প্রেমে পড়েছে বাহ 😁
তার চোখে সমস্যা আছে তাইতো প্রেমে পড়ে।।
প্রথম প্রেম তো, তাই বারবার আয়নায় মুখ দেখে। কারণ মুখের কোথায় কোথায় যে কিসের দাগ লেগে থাকে তা কি কেউ ভরসা করে বলতে পারে? 😜😜
এতো দাগ খুঁজতে গিয়ে আয়নাই ভেগে যাবে।
বার বার আয়নাতে মুখ দেখে চিন্তা করে আমার মত পেত্নির সাথেও যেখন কেউ প্রেম করে,তাহলে আর কেউ সিঙ্গেল নাই,হা হা হা।😜😝
আমার তো মনে হয় আয়নায় নিজের বাঁদরের মতো চেহারাটা দেখে শুধু নিজে নিজে এটাই ভাবে, আমার মত মানুষকে অন্য কেউ কিভাবে ভালোবাসতে পারে 🤣🤣। তার মনে হয় চোখে সমস্যা আছে, তাই আমার মত মানুষকেই পছন্দ করেছে, এগুলোই ভাবতে থাকে বারবার আয়নায় তাকিয়ে 😁😅।
বিষয়টা তো এভাবে ভাবা হয় নাই,আর আয়নাতেই তাকানোর যাবে না।।।
আরে আপু আপনি তো দেখছি একেবারে মনের কথাই বলেছেন। নিজের চেহারা নিয়ে যখন নিজেই বিরক্ত তখন অন্য কেউ কি করে প্রেমে পড়লো এটা ভাবতে ভাবতেই তো শেষ।
তাই নাকি বিষয়টা তো জানতাম না প্রেমে পড়লে তারা বাদর হয়ে যায়।
আমার তো মনে হচ্ছে তারা আয়না বারবার দেখে শুধু এটাই মনে করে যে, তাদের পেত্নীর মত চেহারা হয়তো সুন্দর হয়েছে। তাই তাদের প্রেমেও কেউ পড়েছে 🤣🤣।
প্রথম প্রথম প্রেমে পড়লে মানুষ আয়না দেখে আসলে নিজের সাথে কথা বলে। আয়নার সামনে দাঁড়িয়ে ছেলেরা ভাবে আমি তো দেখতে এতটা খারাপ, তাহলে ওই মেয়েটি আমার প্রপোজ এক্সেপ্ট করলো কিভাবে! আর মেয়েরা ভাবে আমি তো দেখতে খারাপ তাহলে ওই ছেলেটি আমাকে প্রপোজ করল কিভাবে! এই অদ্ভুত চিন্তার কারণেই প্রেমে পড়লে মানুষ আয়না দেখে বারবার।
বারবার আয়নাতে মুখ দেখে ভাবে যে, আমি তো কারো নায়ক/নায়িকা শেষ পর্যন্ত হয়েই গেলাম, তবে এতদিন ফিল্মে কেনো চান্স পেলাম না😂😂। ফিল্মে চান্স পেলে তো নতুন নতুন নায়ক/নায়িকা পেতাম 🤣🤣।
আরে ভাই প্রথম প্রেমে পড়লে তো নিজের মধ্যে একটি ভিন্ন রকমের অনুভূতি আসে। এতে করে নিজের সৌন্দর্য ও বেড়ে যায় অনেক গুন। তাছাড়া প্রিয় মানুষটির কাছে আমাকে দেখতে কেমন লাগে সেটাও তো একবার দেখে নেওয়া দরকার।
বার বার দেখে তো নিজেকে নায়ক ভাবা শুরু করে দেয়।