এবিবি-ফান প্রশ্ন-৩৪ ||প্রয়োজনে প্রিয়জন , প্রয়োজন ফুরালেই বিদায় হন কিন্তু কেন ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রয়োজনে প্রিয়জন , প্রয়োজন ফুরালেই বিদায় হন কিন্তু কেন ?
প্রশ্নকারীঃ @shuvo35
প্রশ্নকারীর অভিমতঃ
যদিও এই প্রবাদটা চিরন্তন সত্য । অনেকটা লোকমুখে শোনা তবে আমি মনেকরি এই কথাগুলোর একটা গভীর তাৎপর্য আছে । হয়তো সেটা আপনাদের কাছ থেকে আমি , মজার মন্তব্যের মাধ্যমে জানতে চাই ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ শীতের অতিপ্রয়োজনীয় কম্বলটাকেও গরমের সময় বিরক্তিকর মনে হয় ।
একদম পারফেক্ট একটা উত্তর দিয়েছেন ভাই।
প্রয়োজনের সময় যেকোনো জিনিস ভালো লাগে কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে সেটা অতিরিক্ত মনে হয় এইজন্য।
একদমই, তখন চিনিও লবন হয়ে যায়।
প্রয়োজন ফুরিয়ে গেলে নিজেকে প্রেসিডেন্ট বুশের মতো মনে হয় তাই আর কারো ধার ধারিনা।
হায় হায় কন কি? তাহলে কপালে শনি আছে বুশকে কিন্তু জুতা মারা হয়েছিলো হা হা হা
প্রয়োজনে প্রিয়জন,প্রয়োজন ফুরালে বিদায় হন- কারণ প্রিয়জনের কাছে যদি আপনি কিছু চান সেই ভয়ে তাড়াতাড়ি বিদায় হয়।
ভাই বিষয়টি অনেকটা প্রেম করার মতো, যতক্ষন প্রেম আছে ততোক্ষন ভালোবাসাও আছে কিন্তু যখনই ব্রেকআপ হয় তখনই সেটা বিষে পরিনত হয়। প্রেম নাই ভালোবাসাও নাই।
এক্ষেত্রে কিছুটা পাবলিক টয়লেটের সাথে মিল রয়েছে। যতক্ষণ চাপ থাকে, নিজের প্রয়োজন থাকে ততক্ষণ পাবলিক টয়লেটে বসে থাকতে কি যে আরাম। আর যখনই কাজ শেষ তখনই সেখান থাকা হারাম।
প্রয়োজন শেষে সেই জিনিস দিয়ে কি আর মন ভালো করা যায়।তখন বলবে,,,,
আজ আমার মন ভালো নেই।
তাই মন ভালো করতে হলে নতুন জিনিসের প্রয়োজন হয়। তাই পুরনো জিনিসকে বাদ দিয়ে মন ভালো করতে নতুন জিনিসের প্রয়োজন হয়।
এই প্রবাদটা মেয়েদের বেলায় একদম পারফেক্ট। একশতে একশ। তাদের প্রয়োজন পড়লে যে কোন কাউকে বন্ধু, প্রেমিক বা ইত্যাদি বানিয়ে ফেলে আর প্রয়োজন শেষে বা স্বার্থ উদ্ধার হয়ে গেলে বিদায় হোন। সিট খালি নাই। ধন্যবাদ।
প্রয়োজন পড়ে বলে তো প্রিয়জন করে। প্রয়োজন শেষ হলে কি আর প্রিয়জন লাগে? তাই প্রয়োজন শেষ হলে তাড়াতাড়ি বিদায় করে দেয়।
প্রয়োজনে প্রিয়জন প্রয়োজন ফুরালে বিদায় হন কারণ প্রয়োজন ফুরালে প্রিয় জন আর প্রিয়জন থাকে না।