এবিবি ফান প্রশ্ন- ৪৫০ || সবাই সুখী হতে চাই তবে কেন অন্যের সুখ সহ্য হয় না?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সবাই সুখী হতে চাই তবে কেন অন্যের সুখ সহ্য হয় না?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মনে হয় অন্যের সুখ দেখলে গা চুলকায় 😃😁।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যারা অন্যের সুখ সহ্য করতে না পেরে ক্ষতি করার চেষ্টা করে,তারাও এতে করে এক ধরনের সুখ খুঁজে পায়। তবে এই ধরনের মানুষগুলোকে জাদুঘরে নিয়ে রাখা উচিত 🤣🤣।
শরীরে অতিরিক্ত এলার্জি থাকলে অন্যের সুখ দেখে গা চুলকায়।
তাইতো বলি দিনে দিনে কেন এলার্জি রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে এটাই কারণ।
কারন সুখ আর বউ অন্যের টাই বেশি ভাল,আর কেউ আমার থেকে ভাল পাইলে আমার হিংসে হবেই। এজন্যই অন্যের সুখ সহ্য হয়না।
নিজের মুখের মতই সুখও দেখতে পায় না৷ অন্যেরটা তাই দেখে ভাবে "বাবারে ও কী বিরাট সুখী!!"
নিজের নেই অন্যের কিভাবে থাকবে? কেনই বা থাকবে? তাই সহ্য করতে পারে না৷
অন্যের সুখে কিছু কিছু মানুষের এলার্জি রয়েছে🤣😁। তাইতো অন্যের সুখ দেখলে তাদের সহ্য হয় না। এলার্জি থাকার কারণে তাদের অন্যের সুখে গা চুলকায়😂😄।
মনে হয় সবাইকে এলার্জির ভ্যাকসিন দিতে হবে ভাইয়া। তাহলে আশেপাশের মানুষগুলো একটু ভালো থাকতে পারবে।
কারন আজব দুনিয়ায় মানুষ একাই জন্ম নেয়, একাই মৃত্যুর মুখোমুখি হয়।অর্থাৎ সবাই একাই একশ।তাই সবাই একাই মজা বা সুখ নিতে চায়,এতে ভাগ দেওয়ার প্রশ্নই আসে না।☺️☺️
সবাই সুখী হতে চাই, তবে কেন অন্যের সুখ সহ্য হয় না?
তার কারণ হলো হিংসা। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। মানুষ নিজের সার্থের জন্য সব কিছু করতে পারে। নিজের সুখের আশায় অন্যের সুখ সহ্য করতে পারে না।
ভাই সুখ একটা আজব জিনিস, এটা যে পাইনি তার কষ্টের সীমা নেই আর যে ব্যক্তিত্বহীন সেও এটা দেখে অস্বস্তি বোধ করে। আর মানুষ সে তো জন্মগতভাবে অন্যের ভালো সহ্য করতে পারে না তবে সবাই নয়। ঐ সকল মানুষগুলোর কথাই বলছি যারা ব্যক্তিত্বহীন এবং এই সুখ জিনিসটা পায়নি। কেবলমাত্র এরাই অন্যের সুখ সহ্য করতে পারে না। মোটকথা অন্যের সুখ তাদেরই সহ্য হয় না যারা ব্যক্তিত্বহীন এবং ঘৃণিত, নগণ্য মন-মানসিকতার অধিকারী।
অনেকেই মনে করেন যে সুখ একটি প্রতিযোগিতা, ফলে অন্যের সুখে জেদ বা ঈর্ষা অনুভব করেন। মানুষের আবেগ, সামাজিক প্রভাব, এবং আত্মসম্মানবোধ এর পেছনে কাজ করে। পাশাপাশি, কখনও কখনও আমরা নিজেদের অভাব এবং দুঃখকে অন্যের সুখের সাথে তুলনা করি, যা নেতিবাচক অনুভূতির জন্ম দেয়। আসলে, সবার সুখের প্রতি সমর্থন জানালে আমাদের নিজেদের সুখও বৃদ্ধি পায়।
ঠিক কথা বলেছেন।
যার মনে হিংসার পরিমাণ যত বেশি, সে অন্যের সুখ ততটাই ঘৃণা করে। যার মনে অহংকার যত বেশি, সে ততটাই অন্যের সুখে থাকাটা মানতে চায়না। যার মনে কোন কৃতজ্ঞতা নাই, সে আরও কিছু পেলেও মনেকরবে, কি যেন নেই! কি যেন নেই!।