এবিবি ফান প্রশ্ন- ৪২৫ || কালো ছেলেদের বউ ফর্সা হয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
কালো ছেলেদের বউ ফর্সা হয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার তো জানা নেই। আপনাদের কাছ থেকে মজার উত্তর জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
টাকলা এবং ভুরি ওয়ালা সরকারি চাকরি করা ছেলেরা যেমন অল্প বয়সী মেয়ে এবং সুন্দরীদেরকে বিয়ে করতে পারে😂। একটু গবেষণা করলেই কিন্তু দেখা যায়, যারা কালো তাদের টাকা-পয়সা অনেক বেশি থাকে। আর এজন্য তাদের বউগুলো সুন্দর হয়🤣🤣।
বি:দ্র:-টাকা থাকলেই হলো ছেলেটা যেরকমই হোক 😁। শুধু পয়সা থাকলেই হলো🤑। পায়সা,পায়সা.....
বাস্তব বিষয় উপলব্ধি করতে পেরেছেন আপনি আপু।
সাদা কালো কম্বিনেশন সবসময়ই বেস্ট হয় সেটা সবাই জানে,আর তাইতো সবাই বেস্ট জুটি হতে চায় 😂😂।
কালো ছেলেদের বউ ফর্সা হয় কারণ, প্রকৃতি ভারসাম্য বজায় রাখতে পছন্দ করে! যেন একে অপরকে কমপ্লিমেন্ট করে। 😄 এছাড়া, কালো ছেলে তো আগে থেকেই "হ্যান্ডসাম", তাই বউ যদি একটু ফর্সা হয়, তাহলে দুজন মিলে "কালো-ফর্সা" মিশ্রণে দারুণ একটা ফিল্মি জুটি তৈরি হয়! 😜
তা ঠিক বলেছেন ভাই, কালো-ফর্সা মিশ্রনে দারুণ একটা ফিল্মি জুটি তৈরি হয়ে থাকে 😆।
কালো ছেলে কালো মেয়ে বিয়ে করলে বাসর রাতে বউকে খুঁজে পাবে নাহ।সেজন্য কালো ছেলেদের বউ ফর্সা হয়।😜
বন্ধু তোমার কথাটা কিন্তু লজিক আছে। বেশ মজা পেলাম 😁
হা হাহা 😂
দারুন বলেছেন হা হা হা😀😁
মেয়েরা ভালো করেই জানে যে, কালোই এই জগতের আলো। আর এই আলোর খোঁজে তারা কালো ছেলে পছন্দ করে ফেলে বেশি। তাই দেখা গেছে কালো ছেলেদেরই বউ ফর্সা হয়।
আসলেই দাদা মেয়েরা ভালো করেই জানে কালই জগতের আলো। কালো ছাড়া কোনো গতি নেই।
এই কারণেই ফর্সা ছেলেরা এখন একটু বিপদে পড়ে গেছে ভাই। হিহি..
জি ভাই কালোই এই জগতের আলো এইটাই কয়জনে বুঝে।
কারন কালো ছেলেরাই সরকারি চাকরি পায় এবং অফিসের বস হয়।এইজন্য তাদের বউ সুন্দরী ও ফর্সা হয়।
টাকার কারনে, টাকা থাকলে কালো ছেলের বউ ক্যাটরিনার মত হবে আর টাকা না থাকলে কালো মেয়ে কেন, কেউ মেয়েই দিতে চাই না।
ব্যালেন্স৷ দুজনেই কালো হলে ছানাপোনা নিগ্রো হয়ে যেতে পারে৷ 🤣🤣
তাছাড়া সাদাকালোই তো সব। জীবনে দিন রাতের মতো৷ আমার মনে হয় এটাও একটা কারণ।
কালো ছেলেরা সুন্দরী ফর্সা বউ খোঁজে এবং তাদের মনে একটা স্বপ্ন থাকে, যার কারণে সৃষ্টিকর্তা তাদের এই স্বপ্নটা পূরণ করে দেয়।
আসলে কি ভাই তাই সত্যিই কি স্বপ্ন থাকে?
জি ভাই, সৃষ্টিকর্তা তাদের এই স্বপ্নটা পূরণ করে দেয়।
কালো ছেলেরা মনে হয় মনে মনে দোয়া করে তাই।,হাহাহ।