এবিবি ফান প্রশ্ন- ৩৯২| আপনি যদি সময়ে ভ্রমণ করতে চান, তাহলে আপনি কোন সময়ে ফিরে যেতে চান?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আপনি যদি সময়ে ভ্রমণ করতে চান, তাহলে আপনি কোন সময়ে ফিরে যেতে চান?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আপনাদের কাছে মতামত জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কলেজ জীবনে ফিরে যেতে চাই। কারণ কলেজ জীবনে মনমতো প্রেম করা যায়😂😂। তাছাড়া কয়েকদিন পরপর গার্লফ্রেন্ড পরিবর্তন করা যায় 🤣🤣।
কলেজ জীবনে যে এক্সচেঞ্জ অফার আছে সেটা তো জানতাম না ভাইয়া। শেষে দেখবেন কপালে দুঃখ আছে।😁😁
চতুর্থ শ্রেণিতে পড়ার সময়টাতে আমি ফিরে যেতে চাই। গ্রাম থেকে শহরে আমি প্রথম এই চতুর্থ শ্রেণীতে পড়ার সময়টাতেই গেছিলাম। সেই সময়টাতে নতুন নতুন অনেক অভিজ্ঞতা হয়েছিল আমার যা বারবার মনে পড়ে যায়। সেই জন্য এই সময়টাতে আমার যাওয়ার ইচ্ছা রয়েছে।
অবশ্যই আমি হাই স্কুল জীবনে ফিরে যেতে চাই। কারণ ওই জীবনে ছয়টা গার্লফ্রেন্ডই ছিল। 😁😁
এখন ছয়টা গার্লফ্রেন্ড সামলাতে পারবেন কিনা সেটা আগে ভাবেন ভাইয়া। না হলে খবর আছে।😁😁
আমি সেই সময়ে ফিরে যেতে চাই যখন মানুষ লৌহ প্রস্তর যুগে পাথর হাতে অস্ত্র নিয়ে শিকার করে বেড়াত। এতো অর্থনৈতিক চিন্তা আর রোজ অসুস্থ প্রতিযোগিতা পোষাচ্ছে না একেবারেই। এর চেয়ে নিজের মত শিকার ধরে বেড়ানো ভালো ছিল।
আমি ফিরে যেতে চাই যে সময়ে, যখন মা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আর আমি মায়ের আঁচড় ধরে মায়ের পিছু পিছু হেঁটে মাকে জিজ্ঞেস করি মা এটা কি? মা ঐটা কি? তখন মা কোলে নিয়ে বলে বাবা, এটা নাম এইটা। ঐটা হচ্ছে এই জিনিস। যখন কোন খাবার জিনিস দেখি তখন মাকে মা বলি এইটা কিনে দাও। মা যখন একটা কিনে দেয় তখন বলি আরো কয়েকটি কিনে দাও এই নিয়ে যখন কান্নাকাটি আরম্ভ করি। তখন মা বকা দিয়ে বলে সবগুলো নিয়ে নিলাম আজ এই গুলো খেয়ে থাকবি। মায়ের বকা শুনেও চোখের জলের মাঝে ঠোঁটের কিনারায় হাসি ফুটে।
এই মুহূর্তগুলো যখন মনে পড়ে তখন বারবার ইচ্ছে জাগে আবার শৈশবের ফিরে গিয়ে বাবা মায়ের হাত ধরে ভ্রমণে বের হতে। বাবা মায়ের আদর সোহাগ স্নেহ আবার ফিরে পেতে।
আমি তো মনে করি এই সময়টাই ঠিক আছে। এই সময় ভ্রমণ করলে অনেক ভালো লাগবে। কারণ আমি মনে করি পরিবারের সাথেই ভ্রমণ করার মধ্যে সব থেকে আলাদা আনন্দ রয়েছে। এইজন্য আমি এই সময়টাতেই ভ্রমণ করতে চাই।
আমি শৈশবের হাঁটি হাঁটি পা পা সময়ে ফিরে যেতে চাই।কারণ তখন মায়ের কোলে ,দিদার কোলে সবার কোলে কোলেই ভ্রমন করতে পারবো ।মাটিতে পা ফেলতেও হবে না আর কোনো কষ্টও করতে হবে না।☺️☺️
বেশি না ২০২২ সালের ৫ই মে পর্যন্ত ফিরে যেতে পারলেই নতুন জীবন পেতাম। কারন ৬ই মে বিয়ে করেছিলাম,হা হা হা।😂🤣
আমি যেতে চাইব নব্বইয়ের দশকে। যেখানে না ছিল মোবাইল না ছিল ইন্টারনেট না ছিল গুগল। যেখানে সন্ধ্যা হলে বন্ধুরা একসঙ্গে বসে আড্ডা দিত কেউ ফোন নিয়ে ব্যস্ত থাকত না।
আজ থেকে প্রায় তিন বছর পেছনে ফিরে যেতে চাই কারণ তখন স্টিম মার্কেট ভালো ছিল আমাদের বন্ধুরা সবাই একসাথে ছিলাম। সবমিলিয়ে সেই সময়টা সবচেয়ে বেশি ভ্রমণের জন্য পারফেক্ট ছিল।