এবিবি-ফান প্রশ্ন-০৩ || মার থেকে মাসির দরদ বেশি কেন ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মার থেকে মাসির দরদ বেশি কেন?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মা তো ব্যস্ত ফেসবুক,আর সাজুগুজু নিয়ে,তাই মার সময় নাই তাই মাসি দরদ দেখায়।তাছাড়া মায়ের মন ভালো নেই, মাসির আবার মন ভালো আছে😜।তাই
মাসির মন ভালো কেন? হি হি হি
ঐ যে প্রথম প্রেমের গল্প মনে করে😜😜।তার মন কেমন কেমন জানি করে😜
ভাগ্য ভালো বাচ্চার উপর দরদ দেখিয়েছে বাবার উপরে নয়। 😅😅
হা হা হা এইডা মজার ছিলো
মায়ের দরদ এর স্টক শেষ,কিন্তু মাসির দরদ ব্যয় করার জায়গা এখনো তৈরি হয়নি।তাই মায়ের থেকে মাসির দরদ বেশি।
নিজের সন্তানের প্রতি যথেষ্ট দরদ দেখানোর পর মাসির মনে হয়েছে,এবার একটু বোনের সন্তানকে দরদ দেখানো প্রয়োজন।
এজন্মে আমার কোন মাসি ছিল না। দুইদিন ধরে ভেবেও সঠিক উত্তর পেলাম না। 😴
মায়ের ইদানীং অনেক ব্যস্ততা যাচ্ছে , তাই সুযোগটা মাসি নিয়ে ফেলেছে ।
কথায় কিন্তু যুক্তি আছে দারুণ।
মাসি মেয়ের জামাই বানাতে চান 😛
মাসির দরদ ব্যায় করার জায়গা নাই বলে
মায়ের যে দরদ আছে সেটা না দেখালেও সবাই জানে, কিন্তু মাসির দরদ আছে কিনা সেটা না দেখালে মানুষজন বুঝবে কিভাবে এজন্য মায়ের থেকে মাসির দরদ একটু বেশিই থাকে।
হুম হুম। ভালো উত্তর।
সবাই তেলুয়া মাথায় তেল দিতে বেশি পছন্দ করে।
মা আছে তাই মাসির দরদ বেশি।