এবিবি ফান প্রশ্ন- ৩৪৯ || ভাই বড় ধন রক্তের বাঁধন, যদি ছিন্ন হয় নারীর কারণ। কিন্তু কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভাই বড় ধন রক্তের বাঁধন, যদি ছিন্ন হয় নারীর কারণ। কিন্তু কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি এ বিষয়ে ভীষণ ভুক্তভোগী, তাই বিশেষ কিছু বলতে চাচ্ছি না, আপনাদের মতামত জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার আবার অভিমত ভিন্ন। কোন বেটায় এটা লিখেছে? কেন শুধু শুধু নারীর দোষ দেয়। যে পর হওয়ার সে এমনি তেই পর হবে। নারীর দোষ কোথায়া? পর হতে তাকে কে বলেছে। সব কি বউ কে দেখিয়ে দেখিয়ে করা লাগে। অভিনয় করেও তো চলা যায়।
বর্তমানে অভিনয় করা ছাড়া উপায় নাই,হে হে হে।😀
আপু আপনি তো দেখছি বেশ ভালো বুদ্ধি দিয়েছেন। এমনিতেই ছেলেরা সেরা অভিনেতা আর আপনার কথা শুনে তো আরো অভিনয় শুরু করবে।😀😀
কি আর করার? পুরুষ মানুষ গুলো সব সময় নারীদের নিয়ে টানাটানি করে। নিজেরা ভালো থাকে আর সব দোষ যেয়ে পড়ে বউ এর ঘারে।
আপু, অনেক সময় অভিনয় করেও পুরুষ মানুষ তার বউয়ের কাছে পার পায়না। কেননা সেই বউ, অভিনয় ধরে ফেলার কায়দাটা বেশ ভালোভাবেই জানে। 😁😁
এই রকম অভিনয় শেখার কোন সেন্টার এর ঠিকানা থাকলে আমায় দিয়েন তো আফা, আমিও একটু অভিনয় শিখতে চাই হি হি হি।
ভাবছি পুরুষ মানুষ গুলো কে ট্রেনিং দেওয়ার জন্য নিজেই একটি ট্রেনিং সেন্টার খুলে বসবো নাকি?
নারী জাতির শক্তির কোন তুলনা হয় না, নারীরা সব পারে সেটা রক্তের বাঁধন ছিন্ন করা হোক আর আত্মীয়তার বন্ধন সৃষ্টি করা হোক।
সুন্দর বলেছেন দাদা।
হুম দিদি ধন্যবাদ।
নারী শক্তির প্রশংসা করতে করতে দুর্নাম করে ফেললেন ভাই!🤭🤭
সত্যি বলতে একজন নারী যদি ইচ্ছা করে সবকিছুই করতে পারে।
সব ভাইদের রক্তের বাঁধন কিন্তু ছিন্ন হয় না। কারণ পৃথিবীর সব মেয়ে তো আর খারাপ না। মূলত যে সকল মেয়েরা কালনাগিনীর চেয়েও বিষাক্ত, শুধুমাত্র তারাই ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে দেয়। মেয়ে নামক এমন কালনাগিনীদের কাছ থেকে বাঁচার জন্য সাপের মনি লাগবে 😂😂। আর সাপের মনি খুঁজতে হলে, বাংলা সিনেমার এককালের ভিলেন আহমেদ শরীফের মতো জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে 🤣🤣।
ভাই যদি পরিবারের প্রতি কেয়ারফুল হয় এবং দায়িত্বশীল হয় তাহলে আমার মনে হয় না ভাবির কারণে রক্তের বাঁধন ছিন্ন হবে ।
আমি শতভাগ একমত আপু, আপনার এই কথার সাথে। আমাদের যৌথ পরিবার এই জন্য এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারি।
এটা সত্যি বলেছেন পরিবারের প্রতি কেয়ারফুল হলে এরকমটা হওয়ার কোন সুযোগ থাকবে না।
কারণ এই পুরুষ শাষিত সমাজে পুরুষের কোন দোষ থাকে না ভাই। থাকতেই পারে না! সব দোষ তো নারীদেরই থাকে.... সংসারের কাজ করার সময় নারীর প্রয়োজন, ঘাটিয়া মার্কা জোক্স করার জন্য নারীর প্রয়োজন, আবার দোষ দেয়ার সময়ও নারীর ই প্রয়োজন। এই সমাজ কখনো ভেবে দেখে না, দোষ নারী-পুরুষ নির্বিশেষেই থাকে! সকলেরই ধারণা নিজের বংশের রক্ত (পুরুষ) ঠিকই ছিলো, পরের ঘরের রক্ত (নারী) এসে সব শেষ করে দিচ্ছে। আসল কারণ হচ্ছে, নারীরা কখনো কারোর আপন হয় না।
দিদি, সব নারী একরকম নয় তা আমিও জানি। তবে কিছু কিছু নারীর কারণে স্বর্গময় সুখের সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তা স্বচক্ষে দেখেছি।
নারীর কারণে তো অনেক কিছুই হয়, মানুষের জীবনের বন্ধন ছুটে যায় এই নারীর কারনে। সেখানে ভাই ভাইয়ের মধ্যে বন্ধন ছিন্ন হওয়া তো কোন কিছুই না। তবে এই সব কিছু ঘটে দুষ্টু নারীর কারণে ভালো নারীর কারণে না।
সত্যি বলেছেন দাদা এসব কিছু ঘটে দুষ্টু নারীর কারণে ভালো নারীর কারণে কখনোই এসব ঘটতে পারে না।
কারন সব ছিন্নতার পিছনে কেবল নারীর দোষটাই চোখে পড়ে।কিন্তু ভাই যদি ভাইয়ের মতো হয়ে থাকে তাহলে তো সে কারো কথায় পুতুল নাচ করবে না, তাইনা!☺️☺️
ভাই আপনি একদম আমার মনের কথা বলেছেন, এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
নারীদের কাজই পরিবারকে ছোট করা। তাই ভাইদেরকে সহ্য করে না। নিজের বরকে নিয়ে একা একা থাকবে, আর বরকে শাসন করবে। বরকে যেন তার আন্ডারে রাখতেই এই বাঁধন গুলো নষ্ট করে দেয়।
ভাই আপনি দেখছি একদম লজিক্যাল কথাগুলো তুলে ধরেছেন। প্রতিটি নারী এমন কিনা জানিনা তবে বেশিরভাগ নারী গুলোই এমন।
ভাইয়ের বন্ধন যদি শতভাগ অটুট থাকে তাহলে কোন নারীই পারে না সে বাঁধন ছিন্ন করতে। তবে পৃথিবীতে সকল শক্তিশালী অবদানের পিছনে নারীদেরই হাত রয়েছে। আবার ধ্বংসের পিছনেও নারীদেরই হাত রয়েছে।
এটা বেশ ভালো বলেছেন ভাই। নারী শক্তির প্রশংসা এবং দুর্নাম দুটোই রয়েছে এই উত্তরের মধ্যে।
একদম লজিক্যাল কথা বলেছেন ভাই আপনার উত্তরটি পড়ে ভালো লাগলো।