এবিবি ফান প্রশ্ন- ৫১১ || আপনাকে ক্ষমতা প্রদান করলে, আপনি সমাজের কি পরির্বতন করতেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আপনাকে ক্ষমতা প্রদান করলে, আপনি সমাজের কি পরির্বতন করতেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি রাস্তাঘাটের ভোল পাল্টে দিতাম। যেকোনো দেশের অভ্যন্তরীণ রাস্তা ঘাট ভালো হওয়া দরকার।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমাকে যদি ক্ষমতা দেওয়া হতো তাহলে ফেসবুক প্রেম বন্ধ করে দিতাম। ফেসবুকে মানুষ একটা নয় শত শত প্রেম করে। পরবর্তীতে বিয়ে করে না। আমি এমন একটি আইন জারি করতাম, যে আইনে থাকবে যার সাথে যে প্রেম করবে তাকেই বিয়ে করতে হবে। নয়তো প্রেম করার অপরাধে প্রেমিক এবং প্রেমিকাকে মোটা অংকের টাকা জরিমানা দিতে হবে। তাহলে কেউ ভয়ে অবৈধ প্রেম করতো না। আর পরকীয়া নামক এই সামাজিক রোগে কেউ আক্রান্ত হত না।
0.00 SBD,
3.96 STEEM,
3.96 SP
আপু ফেসবুক হচ্ছে এখন প্রেমের মেলা।
আমাকে ক্ষমতা প্রদান করলে আমি দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতাম।একটি জাতি যখন সত্যিকার অর্থে শিক্ষিত হয়,তখন সেই জাতির অন্য সাইড গুলোর ও উন্নয়ন সাধিত হয়।
0.00 SBD,
3.95 STEEM,
3.95 SP
বর্তমান দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত জঘন্যতম। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতি সভ্য হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই আপনার যুক্তির সাথে আমি সহমত।
আসলে দেশের শিক্ষা ব্যবস্থার সত্যিকারের পরিবর্তন দরকার আপু।
খুবই সুন্দর লিখেছেন।
আমি সর্বপ্রথম চেষ্টা করতাম মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার। সবাইকে একটা সুন্দর শিক্ষায় শিক্ষিত করার। আর এইটা স্বার্থক হলে আমার বাকি কাজগুলো সহজ হয়ে যাবে। এছাড়া একার পক্ষে চেষ্টা করে কখনোই কিছু করা সম্ভব না যদি না জনগণ সাথে থাকে।
0.00 SBD,
3.93 STEEM,
3.93 SP
আমি তো সবার আগে ঘুষ খোর দের কে শায়েস্তা করতাম। কারণ বর্তমানে সবকিছুর ক্ষেত্রেই এখন শুধু ঘুষ নেওয়া হচ্ছে
0.00 SBD,
3.92 STEEM,
3.92 SP
সমাজ থেকে দুর্নীতিকারী ও অপকর্মকারী লোকেদের কঠিন শাস্তি দিতাম যাতে পরবর্তীতে কেউ এরকম কাজ করতে না পারে। একটি আদর্শ দেশ বিনির্মাণে কাজ করতাম। সেই সাথে উদ্যোক্তা পরিশোধ গড়ে তুলতাম কারণ চাকরি দিয়ে কখনো দেশের অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব নয় তাই ভিন্ন ভিন্ন সেক্টরে উদ্যোক্তা পরিশোধ গড়ে তুলতাম।
0.00 SBD,
3.91 STEEM,
3.91 SP
আমি শহর গুঁড়িয়ে গ্রাম করে দিতাম আর পিচ রাস্তা ভেঙে মেঠো রাস্তা ।কারন অনেকদিন গরুর গাড়ি,পালকি ঘোড়ার গাড়ি দেখাই যায়না।ফোনের বদলে চিঠির ব্যবস্থা করে দেওয়া গেলেও ভালো হতো।।☺️☺️
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
আমি শুধুমাত্র একটা পরিবর্তন করতাম, সেটা হচ্ছে ন্যায্যমূল্যে তো চাল ডাল থেকে শুরু করে অনেক কিছুই দেওয়া হয়। কিন্তু আমি এগুলোর সাথে সাথে জনপ্রতি ২ প্যাকেট করে কাচ্চি বিরিয়ানি দেওয়ার ব্যবস্থা করতাম। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে অনেক মানুষ ভালো ভালো খাবার চাইলেও খেতে পারে না।
আসলে কাচ্চি বিরিয়ানির কথা শুনলে খাওয়ার লোভ কন্ট্রোল করা যায় না। সত্যিই আপনি যেন কোন এক সময় সমাজ পরিবর্তনের সুযোগ পান এই আশাবাদ ব্যক্ত করি।
সমাজের অধিকার বঞ্চিত মানুষদেরকে প্রাপ্যটা বুঝে দেওয়ার প্রথা চালু করে দিতাম যেন ভবিষ্যতে এই প্রথার মাধ্যমে বঞ্চিত মানুষগুলো তাদের অধিকার ফিরে পায়।
তাহলে বঞ্চিত মানুষগুলো অধিকার ফিরে পাবে।
আমাকে যদি ক্ষমতা প্রদান করা হয় তাহলে আমি প্রথমেই একটা সমাজের বা একটা দেশের প্রত্যেকটা মানুষ সঠিকভাবে তাদের খাদ্য গ্রহণ করতে পারে। একটা মানুষও যাতে না খেয়ে থাকে সেই ব্যবস্থা আমি করব। তারপর প্রত্যেকে স্বাধীনতা এবং সবকিছু ঠিক করব যাতে প্রত্যেকটা মানুষ তার শখ ইচ্ছে সব কিছুই পূরণ করতে পারে।
খুবই সুন্দর বলেছেন। প্রত্যেকের স্বাধীনতা থাকা অনেক জরুরী।
আমি ক্ষমতা পেলে সমাজের নিচু মন মানসিকতার মানুষগুলো কে আগে পরিবর্তন করতাম। কারণ তাদের জন্য সমজাটা ধ্বংস হয়ে যাচ্ছে।
হ্যাঁ এরকম মানুষগুলোর জন্যই সমাজ ধ্বংস হচ্ছে।
জি আপু, নিচু মন মানসিকতার মানুষগুলো জন্য সমজ ধ্বংস হয়ে যাচ্ছে।