আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আমি কল্পনার অন্তরালে
চেয়েছিলাম শুধু তোমাকে,
আমি নিরবতার আড়ালে
ভেসেছিলাম সমুদ্রের জোয়ারে।
তোমার হাসি, তোমার মুগ্ধতা
হৃদয়ে জাগ্রত করেছিলো কল্পনা,
রাতের পর রাত্রি জাগরণে
খুজেঁছিলাম শুধুই তোমাকে।
লেখক
লেখক এর অনুভূতি:
হৃদয়ের আকাশে তার কল্পনা, নিঝুম রাতে জাগ্রত রাখে তার ভাবান। চঞ্চলতায় ভাসি হৃদয়ের জোয়ারে, ভালোবাসায় চঞ্চল থাকি প্রেমের গভীরে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমি তোমার ভাবুক মনে
স্থান খুঁজে ফিরি অকাতরে,
আমি জাগ্রত বাক্যহীনে
চেয়েছিলাম তোমায় বাদলা দিনে।
তোমার উজ্জ্বলতা, তোমার কঠিনতা
মনের চৌকুঠুরিতে বন্দিতা বাসা,
দিন যায় দিন আসে
আমার ভাবনারা শুধুই তোমার অন্বেষনে।।
আপু আপনার লেখা কবিতার লাইন গুলো অসাধারণ হয়েছে। সত্যিই আপু আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। দিন শেষে হয়তো ভাবনাগুলোই আমাদের আপন হয়।
আপনার সুন্দর উৎসাহমূলক মতামত পেয়ে সত্যিই অনেক অনুপ্রেরণা পাই,ধন্যবাদ আপনাকে।
আমি ভালোবাসার আদলে
খুঁজেছিলাম বিশুদ্ধ প্রেম,
আমি নীলাভ কষ্টের আড়ালে
ভেসেছিলাম সুখের সাগরে।
তোমার চাহনি, তোমার স্নিগ্ধতা
কেটে যায় হৃদয়ের সকল বিষন্নতা,
দিনের পর দিন কেটে যায়
শুধু তোমার প্রনয় প্রতিক্ষায়।
ওয়াও! বেশ সুন্দর লিখেছেন ভাই লাইনগুলো। বিশুদ্ধ প্রেমের জন্য, ভালোবাসার মানুষের জন্য দিনের পর দিন যে কাটিয়ে দেওয়া যায় তা আপনার কবিতার লাইনে সুন্দরভাবে ফুটে উঠেছে।
তোমার জন্য হৃদয়ের মাঝে,
ভালোবাসা জমিয়ে রেখেছি আমি।
ভালোবাসাগুলো দিতে চাই আমি,
দু হাত ভরে শুধু তোমাকেই ঘিরে।
তুমি আসো ফিরে আমার ঘরের মাঝে,
রাখবো তোমাকে বধু সেজে আজীবন ধরে।
দারুন লিখেছেন ভাইয়া। কবিতার লাইন গুলো দারুন হয়েছে। হয়তো প্রিয়জনের জন্য এভাবেই আমরা হৃদয় গহীনে ভালোবাসা জমিয়ে রাখি।
আপনার এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু
আমি ঘুমের ঘোরের স্বপ্নে
দেখেছিলাম শুধু তোমাকে।
আমার যত নিরব ভাবনা মনে,
জেনো রেখো সবই তোমায় ঘিরে।
তোমার মুখের একটু হাসি,
দেখার জন্যই ছুটে আসি।
স্বপ্ন হোক বা বাস্তব,
তোমায় খোঁজে এই মন ।
ভালোবাসার মানুষকে নিয়ে অনেক সুন্দর লাইন গুলো লিখেছেন দিদি। বেশ ভালো লাগলো আপনার কবিতার লাইন গুলো পড়ে।
ভালোবাসার মানুষকে নিয়ে লেখা কবিতার লাইনগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।
আমার লেখা ছোট্ট এই কবিতার লাইনগুলো আপনার কাছে ভালো লেগেছে, বিষয়টা জেনে আমিও খুশি হলাম দিদি।
আমি আবেগের অনুভুতি দিয়ে
ভালোবেসেছিলাম শুধু তোমাকে
আমি ভাবনার আড়ালে
খুঁজেছিলাম শুধু তোমাকে।
তোমার চঞ্চলতা, তোমার আকুলতা
ব্যাকুলতা করেছিলো মনের আবেগ
তোমার আবেগী মনের বাসনাতে
খুঁজে ফিরেছিলাম শুধু তোমাকে।
শুধু চেয়েছি তোমায় আমি হৃদয়ের মাঝে
বেসেছি ভালো তোমায় সকাল সাঁঝে ,
খুঁজেছি তোমায় তাই নীরবতার মাঝে।
তুমি আমার কল্পনা , আমার স্বপ্নের রানী
ভালোবাসি তোমায়, তুমি শুধু আমারই ।
আপনার স্বপ্নের রানীকে নিয়ে দারুণ একটি কবিতা লিখেছেন ভাই । সে দেখলে নিশ্চয়ই খুশি হত ,🌚।
আমার স্বপ্নের রানী যদি এই কবিতা টি দেখে তখন সে খুশি হবে কিন্তু দিদি তার এই কবিতা দেখার কোনো সুযোগ নেই। দুই জন দুই জগতে বসবাস করি। হিহি 🤭🤭
কল্পনায় ভাসে প্রিয়
তোমার সেই মুখ
আমার নীরবতার মাঝে
প্রিয়, হৃদয় ভরেছে দুঃখ
নীরবতার আড়ালে
হৃদয় কাঁদে প্রিয়
তোমার সময় হলে
আমায় না হয়
একটু সময় দিও।
রাত্রি জাগা প্রহরগুলো
আপন হয়েছে আজ
ভেঙেছে আমার স্বপ্নগুলো
মলিন হয়েছে সাজ।
তুমি ময় এ সময় কাটে বিভোরে,
তুমি হীন প্রতিদিন যায় নিরবে।
তুমি আছো সবই আছে এই ভুবনে,
তুমি নেই আমি নেই কেনো গগনে।
তুমি হাসো মন খুলে আমিও যে তাই,
তুমি কাঁদো দুঃখ পেলে আমি ভেঙে যাই।
তুমি দেখো স্বপ্নের মাঝে বিশালতার আকাশ,
তুমি পাও সুখ তাই করি খুশির বাতাস।
আমি নিশিদিন প্রতিদিন
স্বপ্নে দেখি যাকে,
ঘুমের ঘরে খুঁজে ফিরি তাকে।
নীরবতা যতই আমাকে দিচ্ছে পাহারা,
চঞ্চলতা মন তোমার প্রেমে,
আবেগ অনুভূতির জড়িয়ে
খুঁজছে সারাক্ষণ ।
তোমায় প্রিয় বাসি ভালো
তোমায় আমি চাই,
তুমি ছাড়া এই ভুবনে
আমার কেহ নাই।