আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৭৩


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

সময়ের সাথে হৃদয়ের আবেদন
বিলীন হয়ে যায় রাতের স্বপন,
সম্পর্কের সাথে হৃদয়ের বন্ধন
নিঃসঙ্গ হয়ে যায় আবেগের কথন।

লেখকঃ

@hafizullah

লেখকের অনুভূতিঃ

হৃদয়ের অনুভূতির সাথে সাথে বাড়তে থাকে ভালোবাসার আবেদন কিন্তু সময়ের সাথে সাথে কমতে থাকে হৃদয়ের যতন।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 19 hours ago 

ভালোবাসাগুলি গভীর হয় সময়ের সঙ্গে
কত মলিন আবেগ ও ভাবনা ফিকে হয় নানাঢঙে,
সংস্রবের আবেষ্টনে দৃঢ় এই মন
সঙ্গহীন অনুভূতি আজ খাঁচাছাড়া উদ্যম,
চোখের স্বপ্নগুলো হাওয়ায় দোলে
সব আশাগুলি পরিণত হয় নিজেকে ভুলে।।

 17 hours ago 

দারুন লিখেছেন আপু।

 16 hours ago 

ধন্যবাদ ভাইয়া।

 yesterday 

মনের অন্তরালে ছিল তোমার বসবাস।
সময়ের ব্যবধানে,হয়ে গেল সর্বনাশ।
অতি আপন ছিলে তুমি, মনের মনিকোঠায়।
আজ তুমি পর হয়ে,হারিয়েছ কোথায়।

 17 hours ago 

হৃদয় ছুঁয়ে গেলো ভাইয়া।

 yesterday 

সময়ের সাথে বিলীন হয়ে যায়
হৃদয়ের সম্পর্কের বাঁধন।
সম্পর্কের টানাপোড়েন বলা হয় না
হৃদয়ের যতো ভালোবাসার কথন।

সময় সাথে সাথে দূরত্ব সৃষ্টি হয়
সম্পর্কের মধুর ভালোবাসার।
নিঃসঙ্গ পথ চলায় অবহেলার ধূলিকনায়
ঢাকা পড়ে আবেগি মনের যতো আশা।

 yesterday 

আবেগ আর ভালোবাসায়,
মিশে ছিলে যে তুমি,
সময়ের ব্যবধানে কি করে,
ভুলে গেলে এত স্মৃতি।।

আবেগ বিহীন ভালোবাসায়,
থাকে না কোন মনের টান,
তোমার জন্য হৃদয়ে আমার,
আজও রয়েছে প্রেমের টান।।

 18 hours ago 

উপরোক্ত কবিতার সাথে মিল রেখে দারুন লিখেছেন আপু। প্রতিটা লাইন চমৎকার হয়েছে।

 17 hours ago 

বেশ ভালো লাগলো আপু।

 23 hours ago 

সম্পর্ক ও সময় দুটোই
ভালোবাসার কাছে অনেক মূল্যবান,
অনেক সময় কিছু কিছু সম্পর্ক
নিঃশেষ হয়ে যায়
ভালোবাসার কথাগুলো
ধূলিকণায় পড়ে রয়,
সম্পর্কের দূরত্ব ও মধুর ভালবাসা
মায়ার মুখোশে আবদ্ধ হয়,
নিঃসঙ্গ আবেগি মন
কমতে থাকে তার যতন।

 18 hours ago 

চমৎকার লিখেছেন আপু কবিতার লাইন গুলি। খুবই ভালো লাগলো পড়ে।

 22 hours ago 

সময় বয়ে চলে, নীরবতা কাঁদে,
নীরবতার মাঝে হারিয়ে যায় কথা,
সম্পর্কের বন্ধন মুছে যায় একদিন,
আবেগের ছোঁয়ায় স্মৃতি জড়ায়,
মনে পড়ে শুধু কিছু ম্লান মুহূর্তগুলো।

 20 hours ago 

সময়ের স্রোতে হারায় হৃদয়ের আশা,
রাতের স্বপন বিলীন হয় এক নিঃশ্বাসে।
সম্পর্কের শাখা মুছে যায় দূরের মেঘে,
বন্ধন ছিঁড়ে যায়, একা পড়ে থাকে অনুভবে রেখে।
আবেগের কথা হয়ে যায় নিঃশব্দ,
প্রশ্ন না পাওয়া উত্তরও হারায়।
হৃদয়ে হাহাকার তবে মুখে চুপ,
কখনো কখনো একাকীত্বই সবথেকে সত্য।

 19 hours ago 

ভালোবাসাগুলি গভীর হয় সময়ের সঙ্গে
কত মলিন আবেগ ও ভাবনা ফিকে হয় নানাঢঙে,
সংস্রবের আবেষ্টনে দৃঢ় এই মন
সঙ্গহীন অনুভূতি আজ খাঁচাছাড়া উদ্যম,
চোখের স্বপ্নগুলো হাওয়ায় দোলে
সব আশাগুলি পরিণত হয় নিজেকে ভুলে।।

 18 hours ago 

বদলে যায় পথের সন্ধান,
হারিয়ে যায় চেনা অঙ্গন,
স্মৃতির পাতায় জমে থাকে ব্যথা,
নিরব রাতে বাড়ে মনঃপীড়া।

আলোর মাঝে আঁধার খুঁজে ফিরি,
অভিমানী মন বিষাদে ভরি,
নিশ্বাসে মিশে যায় ব্যথার সুর,
অজানার পথে হারাই দূর।

 17 hours ago 

বাহ দারুন লিখেছেন পড়ে খুব ভালো ভাই।

 16 hours ago 

রাতের আকাশে চাঁদের উদয়ন;
অন্ধকার কাঁদে নিরন্তন।
চোখের সাথে চোখের আলাপন
নীরবতায় মিলে দুই মনের মিলন।
সময়ের পালাবদলে পাল্টে যায় স্মৃতি
তাইতো মুছতে থাকে দুজনের মনের প্রীতি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.22
JST 0.032
BTC 95407.02
ETH 2631.30
SBD 3.15