এবিবি ফান প্রশ্ন- ৪৮৯ || ওষুধ খেলে যদি রোগ সারে তাহলে মনের রোগ কেন সারে না?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ওষুধ খেলে যদি রোগ সারে তাহলে মনের রোগ কেন সারে না?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মনের রোগের কোন কার্যকরী ওষুধ নেই। মনের রোগের ওষুধ হলো চোখের প্রশান্তি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
নিজের মন তো আর নিজের কাছে থাকে না। যার কাছে মন থাকে সে তো ঔষধ খাওয়ায় না। মনের অসুখ সারবে কি করে। 😂
0.75 SBD,
2.52 SP
হ্যাঁ আপু একেবারে ঠিক কথা বলেছেন আপনি।
এতো যুক্তি দিয়ে বাস্তব কথা না বললেও পারতেন আপু হাহাহা 😁😁 ।
মনের রোগ সৃষ্টি হয় মন থেকেই। তাই তাই সেই রোগ সারাতে গেলে অন্য আরেকটি মনের প্রয়োজন ভাই। তাই মনের রোগ সারাতে গেলে ঔষধ নয় অন্য আরেকটি মনকে আপনার মনের সাথে বেঁধে ফেলুন মনের রোগ সেরে যাবে 😃😃।
0.75 SBD,
2.51 SP
ঠিক বলেছেন সৃষ্টি হয় নাই মন থেকেই। তবে আপনার কমেন্টই পড়ে ভালো লাগবে।
জি ভাই , আপনার কথা যুক্তি আছে। সত্যিই ভাই আপনার অভিজ্ঞতা অনেক।
মনটা হলো রংবাজ। সে না ধারে কারও ধার, না করে কারও তোয়াক্কা। আর ঔষুধ তো দূর কে বাত। মন কারও ধার ধারে না। তাই ঔষধ যতই দেওয়া হোক ভিতরে গেলে সেটাকে গ্রহণ করে না। হি হি হি। তাই তো মনের রোগ কারও ভালো হয় না।
0.75 SBD,
2.50 SP
রংবাজ মনকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে আপু। তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। আপনি যদি বাঁধতে না পারেন তাহলে আপনার মন আমার কাছে পাঠিয়ে দেন।
বাহ ভালই বলেছেন তো মনটা হলো রংবাজ।
জি আপু, মন কখনো রংবাজ আবার কখনো স্বপ্নবাজ।
ওষুধ খেলে রোগ সারে কারণ দেহে ওষুধ কাজ করে, আর মনের রোগের জন্য ওষুধ খেলে ওষুধই মন খারাপ করে ফেলে—"আমি কি মানুষ নাকি, সব দোষ আমার!" মনের রোগ সারাতে লাগে আদর, হাসি, আর একটু বেশি ভালোবাসা, ওষুধ দিয়ে সেটা মাপা যায় না! 😄
0.74 SBD,
2.49 SP
এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া মনের অসুখ সারানোর জন্য হাসি, আনন্দ কিংবা ভালোবাসা ভীষণ কাজ করে।
একেবারে ঠিক কথা বললেন ভাই। আমিও এটাই মনে করি।
জি ভাই, মনের রোগের ওষুধের নাম হচ্ছে মায়া, মমতা, আদর, স্নেহ ভালোবাসা 🩵।
ওষুধ খেলে রোগ সারে তবে মনের রোগ সারে না এই কারণে মনের ওষুধ নেই। আর মানুষের মন এতই জটিল এই রোগের ওষুধ এখনো পর্যন্ত বাইর হয় নাই। আর জটিল মনের জন্য বাহির করতে হবে কঠিন ওষুধ।
0.74 SBD,
2.48 SP
কারণ মনটা হলো উরুউরু।তাই সেই মনের না আছে কোনো ঠিকানা না আছে কোনো নির্দিষ্ট বসতবাড়ি।এইজন্য ওষুধ খেলে শরীরের রোগ সারে কিন্তু মনের রোগ সারে না।
0.00 SBD,
0.00 SP
জি আপু, একেবারে বাস্তব কথা বলেছেন আপনি মনটা হলো উরুউরু।
☺️☺️
মনের রোগ দূর করার কার্যকরী ঔষধ হচ্ছে বেশি বেশি প্রেম করতে হবে 😂😂। তাহলে মনের রোগ আর কখনোই দেখা দিবে না🤣🤣।
মনের রোগের ঔষধ মানের মানুষ।যদি মনের মানুষ কে পেয়ে যান সে ক্ষেত্রে মনের মানুষ ঔষধের মতো মনের সব দোষ দূর করে দিবে।
ভাই আপনি আমার মনের কথা বলেছেন, মনের মানুষ কে পেয়ে গেলে মনে রোগ সেরে যায়।
ঔষধ খেলে রোগ সারে কিন্তু মনের রোগের জন্য চাই মায়া মমতা ও আবেগে জড়ানো ভালোবাসা। মনের রোগের এর থেকে বড় ঔষুধ আর কিছুই নেই।
জি আপু, মায়া, মমতা, আবেগে জড়ানো ভালোবাসা পেলে মনে রোগ সেরে যায়।
এটা এমন এক রোগ যার কোনো ঔষধ নেই! মনের রোগ শুধু মন দিয়েই সারাতে হয়। নয়তো এ রোগ সারা শরীরে ইফেক্ট ফেলে।
আসলে এই রোগ শুধুমাত্র মন দিয়ে সারাতে হয়।