এবিবি ফান প্রশ্ন- ৩৪৭| লাভ ম্যারেজ করার ক্ষতিকর দিকগুলো কি কি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
লাভ ম্যারেজ করার ক্ষতিকর দিকগুলো কি কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অনেক তো ভালো দিক গুলো জানলাম।এবার না হয় একটু খারাপ দিক গুলোও দেখি।যাতে আমাদের ভাই,বোনেরা সময় থাকতেই শুধরে যেতে পারে,হিহিহি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সবকিছু জেনেই তো আমার জন্য পাগল হয়ে বিয়ে করেছিলে এখন কেন মেনে নিতে পারছো না বলে অত্যাচারের বুলডজার চালিয়ে দেয়া। 🤪
এই একটাতেই সব রয়েছে আর কিছু বললাম না।
এইটা সেরা ছিলো ভাই!! সবকিছু জেনেই তো বিয়ে করেছিলে! এখন কি সমস্যা!! 😂😂😂
নিজে নিজে রান্না করতে হয়, থালা বাসন ধুয়ে দিতে হয়, কাপড় ধুয়ে দিতে হয় ইত্যাদি। সবচেয়ে বড় যে ক্ষতিকর দিক সেটা হচ্ছে মাঝে মাঝে বউয়ের হাতে মাইর ও খেতে হয়। সবগুলো বিষয় গোপন রাখে কারণ নিজে পছন্দ করে নিয়ে এসেছে কারো কাছে বিচার দিতে পারেনা।
বন্ধুর দেখছি বেশ দারুণ অভিজ্ঞতা আছে মনে হচ্ছে। বিয়ে করো অভিজ্ঞতাটা আরো বেশি বৃদ্ধি পাবে।
ছেলেদের জন্য সবচেয়ে বড় যে ক্ষতির দিক সেটা হচ্ছে, বাহিরে বের হওয়ার সময় বউ বলবে অন্য কোনো মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবে না। কারণ আগে পার্কে গিয়ে প্রেম করার সময় তোমাকে দেখতাম সুযোগ পেলেই মেয়েদের দিকে তাকিয়ে থাকতে 😂😂। মোটকথা এসব নিয়ে বউ সারাক্ষণ প্যারা দিবে। আর মেয়েদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ছেলেরা বলবে বিয়ের আগে অনেক শপিং করে দিয়েছি এবং ভালো মানের রেস্টুরেন্টে খাইয়েছি। তাই এখন থেকে শপিং আর বাহিরে খাওয়া দাওয়া করা একেবারেই কমাতে হবে। তাছাড়া বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, পার্লারে যাওয়ার আর দরকার নেই। এসব শুনে বউ অজ্ঞানও হয়ে যেতে পারে 🤣🤣।
বিঃদ্রঃ যারা বুদ্ধিমান/বুদ্ধিমতী, তারা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করে 😂।
১. দুজনেই ট্রেনিং প্রাপ্ত ঝগড়াটে হয়ে যায়।
২. প্রেম করার সময় ঘন্টার পর ঘন্টা সব আজাইরা কথা বলার সময় কোন এক বছরে, কোন এক সালে কি কথা বলেছিলেন সব মনে রাখে। আর সময়মতো ঝগড়ার সময় ভালো ভালো পয়েন্টে কথাগুলো বলে দেয়।
৩. ভালোবেসে কাউকে না পেলে তার প্রতি ভালোবাসা সারা জীবন থেকে যায়। আর পেলে অবহেলা বাড়ে যায়।
আপনি তো দেখতেছি এসব বিষয়ে পিএসডি করে ফেলছেন,হা হা হা।
আপনি একদম আসল কথা বলেছেন আপু দুজনের ট্রেনিং প্রাপ্ত ঝগড়াটে হয়। আপনার কথাগুলো সত্যি অনেক লজিকাল ভালোবেসে কাউকে না পেলে তার প্রতি ভালোবাসা থেকে যায় কিন্তু পেলে পরে সত্যি অবহেলাটা বেড়ে যায়।
লাভ ম্যারেজ দুই ভাবে হয়। প্রথম- পরিবারকে মানিয়ে বিয়ে করে ফেমিলির সাথে থাকে। দ্বিতীয়- পালিয়ে বিয়ে করে আলাদা থাকা। আমি দুইটার ক্ষতিকর দিক গুলো তুলে ধরছি।
০১/ পাড়ার কিছু কুটনি মহিলাদের কুনজরে পড়তে হবে।
০২/ বিয়ের পরের দিন সকাল থেকেই রান্না করতে হবে।
০৩/ রুটি পুড়ে গেলো বলবে আটা দুই নাম্বার।
০৪/ আপনাকে মনে মনে পছন্দ করে এমন কিছু কাজিন আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে।
০৫/ বিয়ের পরে সংসারে কোন জামেলা হলে সব দুষ পড়বে সেই লাভ ম্যারেজের উপর।
০৬/ বাচ্ছা কাচ্ছা হলে একা একা লালন পালন করতে হবে।
০৭/ বিয়ের পরে চকলেটের দাম বেড়ে যাবে।
০৮/ লাভ ম্যারেজ করলে দুই তিন মাস পরে কেয়ারিং,প্রেম-ভালোবাসা কমে যায়।
০৯/ স্বামী স্ত্রী জগড়া লাগলে থামানোর মত মানুষ থাকে না।
১০/ স্বামীর সাথে রাগ করে বাপের বাড়ি যেতে লজ্জা করে,হা হা হা।😂
এছাড়া আরো অনেক আছে। বললে কয়েক রিম খাতা লাগবে,হে হে হে।😛
ভাই আপনি দেখছি অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন। লাভ ম্যারেজ করলে আসলেই কি ২-৩ মাস পরে ভালোবাসা কমে যায়! আপনার পয়েন্ট গুলো পড়ে মানুষ তো ভয়ে লাভ ম্যারেজ করবেই না।
লাভ-ই তো করিনা,তাই অভিজ্ঞতাও নেই।তবুও আমার মনে হয়, লাভ ম্যারেজের ক্ষতিকর দিকগুলো হলো---
1.স্বামীর স্বাধীনতা হরণ করে পুরো গাধা করে রাখা
2.শ্বশুর বাড়ির লোককে পাত্তা না দেওয়া
3.নিজের স্বাধীনতা বজায় রাখা
4.ইচ্ছেমতো স্বামীর পকেট খালি করে শপিং করা
5.আর শরীরে যন্ত্রণা,এই বাহানায় রান্নাঘরে তালা ঝুলানো।☺️☺️
হাহাহা দিদি আপনি তো দেখছি বেশ মজাদার মজাদার পয়েন্ট তুলে ধরেছেন।
হি হি ☺️☺️
আসুন, বলি তাহলে লাভ ম্যারেজের ক্ষতিকর কিছু দিক :- প্রথমত স্বামীর কাছ থেকে সবমসময় শুনবেন " কথা কম বলো আমি তো আগে থেকেই জানি তুমি কেমন"! দ্বিতীয়ত হচ্ছে বউ সবসময় খোটা দিবে "আগে কেন এত প্রেম দেখাইতা"? পরিশেষে পারিবারিক দিক যদি বলেন তাহলে তো সব মিলিয়ে একটা সুন্দর কাহিনী লিখা যাবে। 😁😁😁😁
লাভ ম্যারিজ করার সব থেকে ক্ষতিকর হলো। প্রেম করার সময় এই চাইনিজে ঐ চাইনিজে খেতে খেতে পকেটের টাকা শেষ হয়ে যায়। আর বিয়ের পর যখন টাকা থাকে না তখন এই চাইনিজ আর ঐ চাইনিজে যাওয়া যায় না। আর তখনই হয় ক্যাচাল। হি হি হি
১. আমাদের সমাজে লাভ ম্যারেজ কেউই স্বাভাবিক ভাবে নেয় না।
২. যার সাথে বিয়ে হবে সে কোন অন্যায় করলে পুরো দোষ নিজের ঘাড়ে এসে পড়বে।
৩. ভালোবাসার সময় অবশ্য ধনী-গরীব দেখা হয় না তাই দুই পরিবারের আত্মীয়তায় সমস্যা দেখা দিতে পারে।
আপনি কি একসাথে জেনে শুনে বিয়ে করবেন 🫢🫢
প্রথম হচ্ছে বাবা মা মিলে যে বিয়েটা দেয় প্রথমত সেই বিয়েতে দুজন দুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি সবকিছু থাকে। মেয়েটা প্রথম থেকেই সম্মান করতে থাকে। কিন্তু লাভ ম্যারেজ করলে ওই সম্মানটা আর থাকে না দুজন ফ্রেন্ডলি ব্যবহার করে।
দ্বিতীয়ত লাভ মেসেজ করলে আমি যদি নিজের বউকে শাসন করতে যায় উল্টে সে আমাকে শাসন করবে।
সে যদি বলে এখানে যাবে তাকে নিয়ে যেতেই হবে। ওই যে প্রেম করে বিয়ে করছে কেউ কিছু বলতে পারবে না 🙈😅😅
আসলে ভাই প্রেম করে বিয়ে করলে দামটা একটু বেশি থাকে তাই মুখে কিছু বলা যায় না। বেশ ভালো লাগলো আপনার উত্তরগুলো শুনে।