এবিবি ফান প্রশ্ন-২৩১ | ঘুম থেকে উঠে যদি দেখেন.....
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রশ্নঃ ঘুম থেকে উঠে যদি দেখেন বাংলাদেশ এবারের ক্রিকেট বিশ্বকাপ জিতে গিয়েছে তাহলে আপনি কি করবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আর দশটা স্বপ্নের মত এটাও একটা স্বপ্ন মনে করে আবার ঘুমিয়ে যাবো।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
অন্যের উত্তর কপি করা যাবে না।
উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আগে চিন্তা করবো আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব।তারপর দেখবো শেষ ম্যাচে কে কে প্লেয়ার ছিলো আর কোন দেশের সাথে শেষ ম্যাচ জিতেছে।😜😜।বিশ্বকাপ যদি পেয়ে যায় তাহলে আগে আমাদের মন্ত্রীদের বক্তব্য শুনবো তাদের মন্তব্য শুনতে আলাদা একটা মজা আছে,বিশেষ করে ওবায়দুল কাদের এর মতামত গুলো।
যদি এমনটা হয় দাদা আমি বিনা পাসপোর্টে , বিনা ভিসায় বাংলাদেশে গিয়ে আপনাদের সাথে সেলিব্রেশন করে আসবো 🤫🤫।
আমি সত্যতা যাচাইয়ের জন্য সরাসরি ফোন করবো হিরো আলমকে। কারণ বাংলাদেশ বিশ্বকাপ জিতলে হিরো আলম সত্যিই এটা নিয়ে কোনো ইউনিক গান এবং ভিডিও বানিয়ে ফেলবে ২/১ দিনের মধ্যে 🤣🤣। যে ভিডিও দেখলে মানুষ হাসতে হাসতে শেষ হয়ে যাবে 😂😂।
আপনি ঠিক বলেছেন ভাই, হিরো আলম কিন্তু নতুন গান তৈরি করতে ভুলবে না। যখন বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে।
জাতির কাছে জিজ্ঞেস করবো ভাই বাংলাদেশ কি বিশ্বকাপ জিতছে? যদি বলে না তাহলে আবার স্বপ্নের জগতে ফিরে যাব বিশ্বকাপ ট্রফি ফিরে আনার জন্য।🤩🤩
আমাকেও সাথে করে নিয়ে যায়য়েন ভাই বিশ্বকাপ ফিরিয়ে আনার জন্য।
দুইটা কাজ করবো। প্রথমে নিজেকে অথবা পাশের জনকে চিমটি কেটে দেখতে হবে, আসলেই ঘুম থেকে উঠেছি নাকি নতুন স্বপ্ন দেখছি। আর বাই চান্স যদি সত্যি সত্যিই স্বপ্ন না হয়, তাহলে ক্যালেন্ডার চেক করতে হবে। মানে আসলেই ২০২৩ এই আছি নাকি টাইম ট্রাভেল করে অন্য কোনো ভবিষ্যতে চলে গিয়েছি সেটা চেক করতে.....
নিশ্চিতভাবে আমি গরম পানির মধ্যে ঝাঁপ দিবো। কারণ এই সংবাদ শোনা মাত্রই আমার শরীরে রক্ত গুলো সব শীতল হয়ে যাবে।
বেশি গরম পানিতে ভাই ঝাঁপ দিয়েন না, যদি দেন তাহলে গায়ে ফোসকা ফুটবে।
এটা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই বাংলাদেশ বিশ্বকাপ জিতবে এটা শুনলে সকলের শরীরের রক্তে শীতল হয়ে যাবে।
ঘুম থেকে ওঠার পরে যদি এরকম দেখি তাহলে প্রথমে নিজের গায়ে সিমটি কাটবো। কারণ ঘুম থেকে উঠে আবার আমি স্বপ্ন দেখছি নাতো।🤣🤣
তাহলে আমি বাঙালি হিসেবে খুশিই হবো।তারপর আর বিছানা ছেড়ে না উঠেই টিভির নিউজ চ্যানেল আর ইউটিউব, ফেসবুক ঘাটতে শুরু করবো সত্যিই বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে কিনা।
তাহলে আর দেরি না করে,মনের আনন্দর বাজারে গিয়ে বাড়ির মেয়েদের জন্য মার্কেট করে নিয়ে আসব। কারণ পরবর্তীতে আবার খেলা হলে যেন দেখতে দেবে। গিফট ছাড়া তো খেলা দেখতে দেয় না।
ঘুম থেকে উঠে আবার স্বপ্ন দেখে কেমনে? মানুষ তো ঘুমালেই স্বপ্ন দেখে। আর জাগ্রত হয়ে ভাবে যে সেটা কি আদৌ স্বপ্ন ছিল কিনা? জেগে তো স্বপ্ন দেখলে সেটা মনের কল্পনা। আর মানুষ তো কত কিছুই কল্পনা করে। আমি তো মাঝে মাঝে নিজেকে জাস্টিন টডো মনে করি। হি হি হি। তবে যদি সত্যি সত্যি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি যে বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতেছে, তাহলে মনে করবো এটা শয়তানের প্রবঞ্চনা। যাতে করে বেশি করে ঘুমিয়ে থেকে নামায কাজা হয়। হি হি হি
জাস্টিন হতে পারলে তো ভালোই হতো আপু। তাহলে আমাদের দিকে একটু সুনজর দিতেন।😅😅