এবিবি ফান প্রশ্ন- ৫১৩ || ভালোবাসার আসল সৌন্দর্য কি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালোবাসার আসল সৌন্দর্য কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
জানা নেই, অভিজ্ঞদের কাছে জানতে চাই ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভালোবাসার আসল সৌন্দর্য দুজন দুজনের প্রতি অগাধ বিশ্বাস, হাজার আবেগ অনুভূতি হৃদয়ের কল্পনা। যেখানে থাকে না কোন সন্দেহ, থাকে না কোন মিথ্যার সম্পর্কের বাঁধন । থাকে শুধু হৃদয়ের অটুট বন্ধন💚💛❤️🧡। যে কোনো পরিস্থিতিতে ঝড়ো বাতাস কিংবা উত্তপ্ত রোদ দুজন দুজনের পাশাপাশি থাকা। প্রতিকূল পরিবেশে দুজন দুজনকে আগলে রাখা 💗। কোন কারণে যদি দুজনার মধ্যে যেকোন একজনের মন খারাপ হয় কিংবা, কোথায় হারিয়ে যায়💔। তখন তার মন ভালো করার জন্য এবং তাকে ফিরিয়ে আনার জন্য যে কোন প্রতিকূল পরিবেশে নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়াই হচ্ছে ভালোবাসার আসল সৌন্দর্য।
ভালোবাসার আসল সৌন্দর্য হচ্ছে ধোঁকার মধ্যে।
যদি ভালোবাসার মধ্যে ধোঁকা না থাকে তাহলে ভালোবাসার আসল মর্মই বোঝা যাবে না।
ভালোবাসার আসল রুপ হচ্ছে শ্রদ্ধা এবং সম্মান।মানুষের আচরণ এবং মনের পবিত্রতা।
আসলে এগুলোই ভালোবাসার আসল সৌন্দর্য।
ভালোবাসার আসল সৌন্দর্য আমার মতে বিরহ।
যত বিরহ তত প্রেম।
তবে এও ঠিক কোন কোন মুহুর্তে স্বপ্নের মতো যাপন ভালোবাসাকে খানিক দখিনা বাতাস দেয়। যার কারণে ভালোবাসার প্রতি নির্ভরতা বাড়ে।
ভালোবাসার আসল সৌন্দর্য হলো এটা বুঝতে পারা সৃষ্টিকর্তা ছাড়া সাধারণ কোন মানুষ কে ভালোবাসা পাপ। আর এই পাপের শাস্তি সৃষ্টিকর্তা আপনাকে দুনিয়ায় দেবে আপনার ঐ ভালোবাসার মানুষ টার মাধ্যমেই। এতোবড় একটা শিক্ষা আপনি পাবেন ভালোবাসার মাধ্যমে। এটাই সৌন্দর্য।
ভালোবাসার আসল সৌন্দর্য আমার কাছে - সম্মানের সাথে ভালো রাখা, ভালো থাকা। সেটা হোক একসাথে থেকে, কিংবা আলাদা! কাউকে প্রকৃত ভালোবাসলে, তার সম্মান বজায় রাখার জন্য, তার ভালো থাকার জন্য মানুষ সাধ্যের বাহিরে গিয়েও অনেক কিছু করতে পারে। তাই এটাই ভালোবাসার প্রকৃত সৌন্দর্য।
ভালোবাসার আসল সৌন্দর্য হচ্ছে বিশ্বাস। যেটা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তার পাশাপাশি একে অপরের প্রতি সম্মান থাকাটাও গুরুত্বপূর্ণ।
চরম সত্য কথা বলেছেন ভাই বিশ্বাস আর পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মান থাকলেই ভালবাসার সঠিক অর্থ খুঁজে পাওয়া সম্ভব।
ভালোবাসার আসল সৌন্দর্য হচ্ছে পবিত্রতা।
মানুষ যখন কাউকে ভালবাসে তখন পবিত্র একটি মন নিয়ে ভালোবাসে।সেই ভালোবাসার মধ্যে যদি কোন প্রকার খারাপ কিছু ঢুকে যায়, সেই ভালোবাসা সৌন্দর্য হারিয়ে ফেলে। আমি মনে করি সম্মান ও বিশ্বাস থাকলে চলবে না ভালবাসতে হলে পবিত্রতা খুবই জরুরী একটি বিষয়। অনেকে ভালোবাসার বিশ্বাসের নামে ধোকা দেয়। পবিত্র মন থাকলে সম্মান আর বিশ্বাসের সাথে ভালোবাসার সৌন্দর্য এমনিতেই বৃদ্ধি পায়। যে ভালোবাসা রূপ দেখে কিংবা অর্থ সম্পদ দেখে হয় না। শুধু একটি পবিত্র মন দেখে হয়, এটিই ভালবাসার আসল সৌন্দর্য। একটি ফুল কিন্তু গাছে সুন্দর তবে মানুষের ছোঁয়ায় ফুলগুলো নষ্ট হয়ে যায়। ফুলকে যদি আমরা ভালবাসতাম তাহলে নিজ হাতে ধরে নষ্ট করতাম না। এতে করে বুঝা যায় অপেক্ষা আর পবিত্র মন ভালোবাসার আসল সৌন্দর্য।
আমার মতে,ভালোবাসার আসল সৌন্দর্য হচ্ছে পবিত্র মন।যেখানে সন্দেহ নামের ছেলেটি বার বার ব্যর্থ হবে☺️☺️।
ঠিক বলেছেন দিদি।
☺️☺️.
ভালোবাসার আসল সৌন্দর্য কি?
ভালোবাসার আসল সৌন্দর্য হলো একজন আরেকজনকে বোঝার মন-মানসিকতা থাকা এবং সেক্রিফাইস।