আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৮
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
বৃষ্টির ছোঁয়ায় সতেজতা আসুক
হৃদয়ের নির্জন গহীনে,
শুদ্ধ বিশ্বাস ফিরে আসুক
আর্দ্রতার বিমল পরশে।
প্রশান্তির ছোঁয়ায় আবৃত হোক
হৃদয়ে জমা সকল কালিমা,
নির্মল ভালোবাসায় বিশুদ্ধ হোক
সম্পর্কে বাধা সকল ভাবনা।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসা কখনো কখনো ফিকে হয়ে যায় আবার বিশুদ্ধ ভাবনায় নির্মল-সতেজ হয়ে যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভালোবাসার গহীনে হারাতে চাই
তারে পায়েও যেন তবু নাহি পাই,
তার হাত দুটো ধরে পাড়ি দিতে চাই
জীবনের বাকিটা পথ।
হৃদয়ে জমা কথাগুলো বারে বারে
বাড়ায় মনের ক্ষত
হৃদয়ের কথা গুলো আজ
বলে দিতে চাই অবিরত
তোমার ভালোবাসা পাবার আশায়
হতে চাই প্রিয় বহুবার নত।
ভালোবাসাগুলি কখনো অস্থির,বিরক্তসম
আবার কখনো মলিন ,নিষ্প্রাণ,
বৃষ্টির ছোঁয়ায় ভরে উঠুক উজ্জ্বলতা
ভালোবাসার পূর্ন বিশ্বাসের সক্ষমতা।
শান্তির স্নিগ্ধতায় আচ্ছাদিত হয়ে
মুছে যাক সকল কালো ধোঁয়া,
শান্ত মনের চঞ্চল ভালোবাসাগুলি
আবদ্ধতা পেরিয়ে হোক উদ্যমশীলতা।।
তপ্ত রোদের আঁচলে
ঢেকে যাক ব্যর্থতার গ্লানি,
নরম মেঘের ছায়ায়
আসুক জীবনের নতুন গতি।
রাত্রির নিস্তব্ধতায়
হারিয়ে যাক সকল ক্লান্তি,
প্রভাতের শিশিরবিন্দুতে
জন্ম নিক সোনালি শান্তি।
বাতাসের নরম শীতলতায়
মন হোক দোলার মতো হালকা,
দুঃখের গাঢ় অন্ধকারে
আসুক একটু হাসির আলো।
মেঘের স্নিগ্ধ ছোঁয়ায়
মুছে যাক সকল ব্যথা,
মনের গভীর অলিগলিতে
জমুক শুধু ভালোবাসা।
আপু আপনার লেখা কবিতা পড়ে সত্যিই মুগ্ধ হলাম। অসাধারণ হয়েছে কবিতার লাইনগুলো। সত্যি আপু মেঘেদের ছোঁয়ায় সব ব্যথা মুছে যাক আর মনের গহীনে শুধু ভালোবাসা জমা পড়ে থাক।
ভালোবাসা বেঁচে থাকুক সবার অন্তরে অন্তরে,, হৃদয় থেকে হৃদয়ে এটাই প্রত্যাশা আপু ।
সময়ের স্রোতে ভেসে চলি,
ভাঙা-গড়ার খেলায় মেতে,
আশার আলো মনের মাঝে,
অবিচল থেকে পথ খুঁজি।
স্মৃতির পাতায় লিখি কথা,
প্রতিটা দিন নতুন আশা,
ভালোবাসার রঙে রাঙাই মন,
বিশ্বাসের বাঁধনে গাঁথি ভালোবাসা।
ভালোবাসা মলিন হলে
আকাশে ওড়ে ছাই
আমি তখন ধুসর পাখি
আঁধার জমে তাই
হঠাৎ বৃষ্টিতে আলতো আঘাতে
চকিত নজর ভেঙে
হাজার আতসবাজির ভিড়ে নড়ে ওঠে
একটিমাত্র ফিঙে।
বাতাসের স্নিগ্ধতায় মুছে যাক
অভিমানের জমাট বাধা জ্বালা,
নব জীবনের স্পন্দনে ফিরে আসুক
হৃদয়ের হারানো সেই আলো।
অন্তরের গভীরে প্রবাহিত হোক
ভালোবাসার নদী শান্ত প্রবাহে,
মিলনের সুখে পূর্ণ হোক
প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত আনন্দে।
সমুদ্র তরঙ্গের মতো কখনও উঁচু, কখনক নিচু,
মেঠোপথের মতো কখনও বামে, কখনও ডানে,
সদ্যোজাত শিশুর মত কখনও ঘুম, কখনও কান্না,
ভালোবাসার সম্পর্ক এভাবেইতো মাধুর্য আনে।
সমুদ্র তরঙ্গের মতো ভালোবাসার জোয়ার ভাটায় কখনো সম্পর্ক ভেঙ্গে যায় কখনো বা মধুর হয়ে ওঠে। দারুন লিখেছেন ভাইয়া।
এহেম! ধন্যবাদ আপু।
শীতল হাওয়া ভরিয়ে দিক মন,
শান্ত করুক অতৃপ্ত হৃদয়,
ভালোবাসা দিয়ে চলুক প্রতিক্ষণ,
হৃদয়ে হোক নির্মলতার উদয়।
নিরব পরশে ধুয়ে মুছে যাক,
মনের মাঝের শত বিষাদ,
উষ্ণ ছোঁয়ায় প্রকাশ পেয়ে যাক,
রাতের আঁধারে শত অভিশাপ।
ভালোবাসা কখনো সাগরের গভীরতায়,
কখনো বা আকাশের বিশালতায়
কখনো সবুজ সতেজতায়,
আবার কখনো অবুঝ হৃদয় বিষন্নতায় ,
মুছে যাক সকল অন্ধকারের গ্লানি,
বিশ্বাস ও বোঝাপড়ার মাঝে অটুট থাক ভালোবাসার আবেগখানি।
সত্যি আপু কখনো সাগরের গভীরতায় ভালোবাসা খুঁজে পাওয়া যায়। কখনো বা আকাশের বিশালতায়। অসাধারণ লিখেছেন আপু।
ভালোবাসার ছোঁয়ায় ভাবনা গুলো,
দূর হয়ে যাবে এক নিমিষে।
নতুন করে গড়বো আবার,
সুন্দর এই সম্পর্কটাকে।
এভাবেই থাকবো মোরা,
ভালবাসার আদরে,
ভালোবাসার ফুল ফোটাবো,
আমরা দুজন মিলে।
ভালোবাসার ভাবনা গুলো সত্যি একদম আলাদা। ভালোবাসার ভাবনা গুলো সুন্দর একটি সম্পর্কের সৃষ্টি করে। দারুন লিখেছেন ভাইয়া।